Mechanical
কাল থেকে শুরু হতে যাচ্ছে কুয়েটের ভর্তি কার্যক্রম। ইতিমধ্যেই তোমরা সবাই সাব্জেক্ট চয়েস দিয়ে দিয়েছ এবং বাংলাদেশের সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে সাব্জেক্ট বা ভার্সিটি চয়েসের ব্যাপারটির সাথে জব opportunity এর ব্যাপারটি জড়িয়ে থাকে। এ জন্যই ভার্সিটিতে ভর্তি হবার প্রাক্কালে একজন শিক্ষার্থী তার সাব্জেক্ট চয়েসের ব্যাপারে বেশ সন্দিহান থাকে। বেশিরভাগ সময়েই সাব্জেক্ট চয়েসের ব্যাপারে পরিবারের সদস্য, পাড়া প্রতিবেশী এবং অন্যান্য অনেকের ভিন্ন মত দেখা যায়। এদের মধ্যে অনেকেরই হয়ত বাস্তব অভিজ্ঞতা থাকে না। তাই, সাব্জেক্ট চয়েসের ব্যাপারে রিলেটেড ব্যাক্তির পরামর্শ গ্রহন করাটাই শ্রেয় মনে করি।
তোমরা যারা ইচ্ছায় বা অনিচ্ছায় মেকানিক্যাল পরিবারের সদস্য হতে যাচ্ছ তাদের সবাইকে অভিনন্দন জানাই। আমার কাছে অনেক ভর্তিচ্ছু ছোট ভাই ম্যাসেজ করে থাকে যে, ভাই শুনেছি মেকানিক্যাল এর বাজারে জব নেই। আমি মেকানিক্যাল পেতে যাচ্ছি বা আমার মেকানিক্যাল এর প্রতি প্যাশন আছে, এখন কি করবো বুঝতেছিনা।
এই একই প্রশ্নের সম্মুখীন আমিও ভর্তির আগে হয়েছিলাম। আসলে মেকানিক্যাল সাব্জেক্টের জব ফিল্ড সম্পর্কে ভাল আইডিয়া না থাকায় অনেকের মধ্যেই ভর্তি পরবর্তী সময়ে হতাশা কাজ করতে পারে। আজকে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি, মাল্টিন্যাশনাল এবং বেসরকারি বিভিন্ন জায়গাতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জব ফিল্ড সম্পর্কে কিছু আইডিয়া দেয়ার চেষ্টা করবো।
#সরকারি কোম্পানিসমূহ:
১. পেট্রোবাংলা এবং এর সাবসিডিয়ারি কোম্পানিসমূহ
২. বিসিআইসি এবং এর সাবসিডিয়ারি কোম্পানিসমূহ
৩. বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং এর সাবসিডিয়ারি কোম্পানিসমূহ
৪. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং এর সাবসিডিয়ারি কোম্পানিসমূহ
৫. বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প
৬. পল্লীবিদ্যুৎ
৭. বিটাক
৮. বাংলাদেশ পরমানু শক্তি কমিশন
৯. বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন
১০. ওয়াসা
১১. বাংলাদেশ রোড এন্ড ট্রান্সপোর্ট অথরিটি
১২. বিএস টি আই
১৩. বি এ ডি সি এবং
১৪. বি সি এস সহ আরো কিছু জায়গাতে মেকানিক্যাল এর জব রয়েছে।
#বেসরকারি কোম্পানিসমূহ:
১. পাওয়ার প্লান্ট
২. টেক্সটাইল ইন্ডাস্ট্রি
৩. গ্লাস ইন্ডাস্ট্রি
৪. সিমেন্ট ইন্ডাস্ট্রি
৫. স্টীল এন্ড রি রোলিং মিল
৬. ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রি
৭. অটোমোবাইল ইন্ডাস্ট্রি
৮. ইলেক্ট্রনিক প্রোডাক্ট ম্যানুফেকচারিং ইন্ডাস্ট্রি
৯. ঔষধ কোম্পানি সহ আরো কিছু কোম্পানি রয়েছে।
#মাল্টিন্যাশনাল কোম্পানিসমূহ
১. কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (KAFCO)
২. বিভিন্ন পাওয়ার প্লান্ট
৩. সিঞ্জেন্টা বাংলাদেশ লিমিটেড
৪. কোটস বাংলাদেশ লিমিটেড
৫. লিনডে বাংলাদেশ
৬. বুরো ভেরিটাস
৭. নেসলে বাংলাদেশ
৮. ইউনিলিভার
৯. ক্রিশ এনার্জি
১০. ABB
১১. লাফার্জ হোলসিম
১২. বার্জার পেইন্ট
১৩. রেকিট বেনকিজার
১৪. গোদরেজ সহ আরো কয়েকটি ভাল মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে।
এছাড়াও যাদের রেজাল্ট ভালো তাদের জন্য দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে জয়েন করার যথেষ্ট সুযোগ রয়েছে।
আমি যে কোম্পানিগুলো উল্ল্যেখ করেছি এর বাইরেও অনেক কোম্পানিতে মেকানিক্যাল এর জব রয়েছে। আশা করি যারা ভর্তি হতে যাচ্ছ তাদের মোটামুটি একটা আইডিয়া হবে। তারপরেও বলতে হয় বাংলাদেশের জব মার্কেটে দিন দিন কম্পিটিশন বাড়ছে। তাই, নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার কোন বিকল্প নেই।
কাল থেকে শুরু হতে যাচ্ছে কুয়েটের ভর্তি কার্যক্রম। ইতিমধ্যেই তোমরা সবাই সাব্জেক্ট চয়েস দিয়ে দিয়েছ এবং বাংলাদেশের সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে সাব্জেক্ট বা ভার্সিটি চয়েসের ব্যাপারটির সাথে জব opportunity এর ব্যাপারটি জড়িয়ে থাকে। এ জন্যই ভার্সিটিতে ভর্তি হবার প্রাক্কালে একজন শিক্ষার্থী তার সাব্জেক্ট চয়েসের ব্যাপারে বেশ সন্দিহান থাকে। বেশিরভাগ সময়েই সাব্জেক্ট চয়েসের ব্যাপারে পরিবারের সদস্য, পাড়া প্রতিবেশী এবং অন্যান্য অনেকের ভিন্ন মত দেখা যায়। এদের মধ্যে অনেকেরই হয়ত বাস্তব অভিজ্ঞতা থাকে না। তাই, সাব্জেক্ট চয়েসের ব্যাপারে রিলেটেড ব্যাক্তির পরামর্শ গ্রহন করাটাই শ্রেয় মনে করি।
তোমরা যারা ইচ্ছায় বা অনিচ্ছায় মেকানিক্যাল পরিবারের সদস্য হতে যাচ্ছ তাদের সবাইকে অভিনন্দন জানাই। আমার কাছে অনেক ভর্তিচ্ছু ছোট ভাই ম্যাসেজ করে থাকে যে, ভাই শুনেছি মেকানিক্যাল এর বাজারে জব নেই। আমি মেকানিক্যাল পেতে যাচ্ছি বা আমার মেকানিক্যাল এর প্রতি প্যাশন আছে, এখন কি করবো বুঝতেছিনা।
এই একই প্রশ্নের সম্মুখীন আমিও ভর্তির আগে হয়েছিলাম। আসলে মেকানিক্যাল সাব্জেক্টের জব ফিল্ড সম্পর্কে ভাল আইডিয়া না থাকায় অনেকের মধ্যেই ভর্তি পরবর্তী সময়ে হতাশা কাজ করতে পারে। আজকে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি, মাল্টিন্যাশনাল এবং বেসরকারি বিভিন্ন জায়গাতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জব ফিল্ড সম্পর্কে কিছু আইডিয়া দেয়ার চেষ্টা করবো।
#সরকারি কোম্পানিসমূহ:
১. পেট্রোবাংলা এবং এর সাবসিডিয়ারি কোম্পানিসমূহ
২. বিসিআইসি এবং এর সাবসিডিয়ারি কোম্পানিসমূহ
৩. বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং এর সাবসিডিয়ারি কোম্পানিসমূহ
৪. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং এর সাবসিডিয়ারি কোম্পানিসমূহ
৫. বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প
৬. পল্লীবিদ্যুৎ
৭. বিটাক
৮. বাংলাদেশ পরমানু শক্তি কমিশন
৯. বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন
১০. ওয়াসা
১১. বাংলাদেশ রোড এন্ড ট্রান্সপোর্ট অথরিটি
১২. বিএস টি আই
১৩. বি এ ডি সি এবং
১৪. বি সি এস সহ আরো কিছু জায়গাতে মেকানিক্যাল এর জব রয়েছে।
#বেসরকারি কোম্পানিসমূহ:
১. পাওয়ার প্লান্ট
২. টেক্সটাইল ইন্ডাস্ট্রি
৩. গ্লাস ইন্ডাস্ট্রি
৪. সিমেন্ট ইন্ডাস্ট্রি
৫. স্টীল এন্ড রি রোলিং মিল
৬. ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রি
৭. অটোমোবাইল ইন্ডাস্ট্রি
৮. ইলেক্ট্রনিক প্রোডাক্ট ম্যানুফেকচারিং ইন্ডাস্ট্রি
৯. ঔষধ কোম্পানি সহ আরো কিছু কোম্পানি রয়েছে।
#মাল্টিন্যাশনাল কোম্পানিসমূহ
১. কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (KAFCO)
২. বিভিন্ন পাওয়ার প্লান্ট
৩. সিঞ্জেন্টা বাংলাদেশ লিমিটেড
৪. কোটস বাংলাদেশ লিমিটেড
৫. লিনডে বাংলাদেশ
৬. বুরো ভেরিটাস
৭. নেসলে বাংলাদেশ
৮. ইউনিলিভার
৯. ক্রিশ এনার্জি
১০. ABB
১১. লাফার্জ হোলসিম
১২. বার্জার পেইন্ট
১৩. রেকিট বেনকিজার
১৪. গোদরেজ সহ আরো কয়েকটি ভাল মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে।
এছাড়াও যাদের রেজাল্ট ভালো তাদের জন্য দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে জয়েন করার যথেষ্ট সুযোগ রয়েছে।
আমি যে কোম্পানিগুলো উল্ল্যেখ করেছি এর বাইরেও অনেক কোম্পানিতে মেকানিক্যাল এর জব রয়েছে। আশা করি যারা ভর্তি হতে যাচ্ছ তাদের মোটামুটি একটা আইডিয়া হবে। তারপরেও বলতে হয় বাংলাদেশের জব মার্কেটে দিন দিন কম্পিটিশন বাড়ছে। তাই, নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার কোন বিকল্প নেই।