Some Important Books For GRE



স্কলার্শীপ নিয়ে দেশের বাহিরে যাওয়ার জন্য IELTS বা GRE পরীক্ষা দিতে হয়। তবে IELTS পরীক্ষার চেয়ে GRE টেস্ট অনেক বেশি কঠিন হয়ে থাকে। কারণ এর সাথে ম্যাথ যুক্ত থাকে। আপনি যদি বাসাতেই নিজে নিজে এর প্রস্তুতি নিতে চান সেক্ষেত্রে কিছু বই আপনাকে কিনে নিতে হবে। GRE টেস্টের প্রয়োজনীয় বইগুলোকে চার ভাগে ভাগ করা হয়। গুরুত্বানুসারে এগুলো হলো :
১. ইংরেজী শব্দ ভাণ্ডার বা ভোকাবুলারি (vocabulary) সমৃদ্ধ করার বই
২. জি আর ই’র verbal অংশের জন্য বই
৩. জি আর ই’র Quantitative বা math অংশের জন্য বই
৪. জি আর ই’র Analytical writing অংশের জন্য বই
Vocabulary সমৃদ্ধ করার বই :
বাজারে অসংখ্য বই পাওয়া যায় ওয়ার্ডলিস্ট বা ভোকাবুলারি সমৃদ্ধ করার জন্য। বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রিত ভোকাবুলারি’র বইয়ের দুটি হলো সাইফুর’স ভোকাবুলারি বই এবং প্রিন্সটন রিভিউ থেকে প্রকাশিত ওয়ার্ডমাস্টার বই। সাইফুরস এর বইটা একদম নবীনদের জন্য ভালো, যাদের হয়ত ইংরেজী শব্দ বানান করে করে পড়তে হয়। কিন্তু যারা GRE বা SAT’র মতো পরীক্ষায় বসতে চান, তাদের একটু সমৃদ্ধতর বইয়ের দিকে যাওয়াই উচিত।
১. শব্দগুলোকে গ্রুপ করে পড়ার জন্য সংগ্রহ করতে পারেন জি আর ই সেন্টার থেকে প্রকাশিত ওয়ার্ড পোস্টার (1B), এবং ফরহাদ হোসেন মাসুম রচিত Vocabuilder বই (1A)। শব্দ মনে রাখার সবচেয়ে বৈজ্ঞানিক উপায় হলো শব্দের গঠন ভেঙ্গে ভেঙ্গে তার মূল বা রুট দিয়ে মনে রাখা এবং সমজাতীয় শব্দগুলো এক সাথে পড়া। এই বই দুইটিতে শব্দের মূল (root) নিয়ে আলোচনা না করলেও সমজাতীয় ও পরষ্পর সম্পর্কযুক্ত শব্দগুলোকে এক সাথে আলোচনা করা হয়েছে বলে অল্প সময়ে অনেকগুলো শব্দ মনে রাখা যায়।
২. শব্দের উৎস ও suffix (শব্দের শেষে বসা অংশ), prefix (শব্দের শুরুতে বসা অংশ) ইত্যাদি দিয়ে বোঝা যায় একটি শব্দ কীভাবে গড়ে ওঠে এবং পরিবর্তিত হয়। এসব নিয়ে আলোচনা করা হয়েছে Word power made easy (by Norman Lewis) বইটিতে (1C), যা ভোকাবুলারির দখল বাড়ানোর জন্য পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বইগুলোর একটি। বইটির শেষে কিন্তু বিশেষ একটা শব্দ তালিকা দেওয়া আছে যা জি আর ই শিক্ষার্থীদের অবশ্যই জানা থাকা উচিৎ।
৩. বাংলাদেশী লেখক এস এম জাকির হোসেন খুব সুন্দর তিনটি বই লিখেছেন যেখানে শব্দগুলোকে তাদের root, suffix, prefix ইত্যাদির সাহায্যে আলোচনা করা হয়েছে। বইয়ের নাম Word Learning Magic, book 1, 2, 3 (1D)।
জি আর ই’র Verbal অংশের জন্য বই :
Verbal অংশে ভালো করার জন্য আমাদের নির্বাচিত বইগুলো নীচে দেওয়া হলো।
১. যারা উচ্চ স্কোর (330+) করতে চান তাদের প্রথম থেকেই Manhattan সিরিজ ভালো করে পড়া উচিত। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ Unofficial গাইড। (2A)
২. ETS থেকে প্রকাশিত Official Guide (2B)
৩. Princeton Review Cracking the new GRE (2C)
৪. Barron's New GRE (2D)
প্র্যাকটিসের জন্য সংগ্রহ করতে হবে:
৫. ETS GRE big book (2E)
৬. Princeton 1014 (2F)
কম গুরুত্বপূর্ণ:
৭. Peterson's GRE (2G)
৮. Kaplan GRE (2H)
৯. Grubber's GRE (2I)
জি আর ই’র Quantitative বা Math অংশের জন্য বই :
১. ম্যাথের জন্য সবচেয়ে ভালো বই হবে জি আর ই সেন্টার থেকে প্রকাশিত Math for GRE/GMAT Tests
২. Manhattan GRE
৩. ETS official guide
এ ছাড়া নবম শ্রেণীর বীজগণিত ও জ্যামিতি বইয়ের অংক ও সূত্রগুলো দেখে রাখতে হবে।
প্র্যাকটিসের জন্য:
৪. Leaked out GRE Maths (জি আর ই সেন্টার থেকে প্রকাশিতব্য)
৫. Princeton 1014
৬. Data Interpretation এর জন্য Big Book
জি আর ই’র Analytical Writing অংশের জন্য বই :
১. Official Guide
২. Kaplan GRE (ধন্যবাদ)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.