বলতে গেলে সবগুলা ভার্সিটির এক্সাম শেষ। এখন কলেজের গন্ডি পেরিয়ে ভার্সিটির বিশাল পরিসরে নতুন জীবন শুরু করার পালা। যারা বিভিন্ন ভার্সিটিতে ভর্তি যুদ্ধে জয়ী হয়েছ, সবাইকে কনগ্রেচুলেশানস।
প্রথমত সবাই যেই সমস্যাটায় ভুগছে তা হচ্ছে সাবজেক্ট চয়েস।
এ নিয়ে আমি কিছু বলব না। এটা নিয়ে অনেকেই অলরেডি অনেক কিছু বলেছে।
আমি আরেকটা বড় কনফিউশন নিয়ে বলব এবং Software Engineering Sub. টার রিভিউ দিব।
প্রথমেই আসি কনফিউশন টার ব্যাপারে। অনেকেই দেখছি বিভিন্ন পোস্টে IEB এপ্রোভাল এর ব্যাপার টা নিয়ে বেশি কনফিউজড। যেমন শা.বি.প্র.বি এর শুধুমাত্র কয়েকটি সাবজেক্ট IEB approved. তাহলে বাকিগুলা পড়ে কি লাভ!
IEB approval জব এর ক্ষেত্রে কোন তেমন কোন প্রভাব ফেলে না। নামের আগে ইঞ্জিনিয়ার লাগানো ব্লা ব্লা এইগুলা কথার আসলে খুব বেশি গুরুত্ব আছে বলে আমি মনে করি না। সাস্ট সিএসই IEB approved না। তাহলে সাস্ট সিএসই পড়ে কি লাভ!😜। কি লাভ তা সাস্ট এর ইতিহাস ঘাটলেই বোঝা যাবে।
মোট কথা হচ্ছে যারা নামের আগে ইঞ্জিনিয়ার লাগানোর জন্য IEB approval নিয়ে মাতামাতি করে, তাদের জন্য আমার কিছু বলার নাই।
এ নিয়ে আমি কিছু বলব না। এটা নিয়ে অনেকেই অলরেডি অনেক কিছু বলেছে।
আমি আরেকটা বড় কনফিউশন নিয়ে বলব এবং Software Engineering Sub. টার রিভিউ দিব।
প্রথমেই আসি কনফিউশন টার ব্যাপারে। অনেকেই দেখছি বিভিন্ন পোস্টে IEB এপ্রোভাল এর ব্যাপার টা নিয়ে বেশি কনফিউজড। যেমন শা.বি.প্র.বি এর শুধুমাত্র কয়েকটি সাবজেক্ট IEB approved. তাহলে বাকিগুলা পড়ে কি লাভ!
IEB approval জব এর ক্ষেত্রে কোন তেমন কোন প্রভাব ফেলে না। নামের আগে ইঞ্জিনিয়ার লাগানো ব্লা ব্লা এইগুলা কথার আসলে খুব বেশি গুরুত্ব আছে বলে আমি মনে করি না। সাস্ট সিএসই IEB approved না। তাহলে সাস্ট সিএসই পড়ে কি লাভ!😜। কি লাভ তা সাস্ট এর ইতিহাস ঘাটলেই বোঝা যাবে।
মোট কথা হচ্ছে যারা নামের আগে ইঞ্জিনিয়ার লাগানোর জন্য IEB approval নিয়ে মাতামাতি করে, তাদের জন্য আমার কিছু বলার নাই।
এইবার আসি subject review এ। রিভিউ টা কিছুদিন আগে আমি দিয়েছিলাম। কিন্তু এক্সাম চলার কারণে অনেকে খেয়াল করে নাই। তাদের অনুরোধে আবার দেয়া।
Subject review :Dept. of software engineering (SWE):
অনেকেই SWE/SE নামের সাথে খুব বেশি পরিচিত না।
Why SWE! -
তুমি যদি চিন্তা করতে ভালবাসো, কোন একটা সমস্যাকে ম্যাথম্যাটিকেলি অথবা লজিকেলি
ফেইস করতে পছন্দ কর তবে তোমার জন্য প্রোগ্রামিং নামক পার্ফেক্ট প্লাটফরম রয়েছে। যার দ্বারা তুমি নিজের চিন্তাকে কম্পিউটার দ্বারা এপ্লাই করতে পারবে।
ফেইস করতে পছন্দ কর তবে তোমার জন্য প্রোগ্রামিং নামক পার্ফেক্ট প্লাটফরম রয়েছে। যার দ্বারা তুমি নিজের চিন্তাকে কম্পিউটার দ্বারা এপ্লাই করতে পারবে।
এছাড়া তুমি যদি ভার্চুয়াল ডিজাইন করতে চাও, অথবা সফটওয়্যার আর্কিটেক্ট হতে চাও অর্থাৎ এককথায় কম্পিউটার নামক অবিশ্বাস্য যন্ত্রে সফটওয়্যার নামক প্রাণের সঞারে, বিবর্ধীকরণে অবদান রাখতে চাও তবে Welcome to Dept. Of Software Engineering.
এবার আসি SUST SWE সম্পর্কে। এবারে যারা ভর্তি হবে তারা সেকেন্ড ব্যাচ, অর্থাৎ আমরা ফার্স্ট ব্যাচ হিসেবে SUST SWE এর শুরু করি। এই অল্প সময়ে আসলে এক্সপেকটেশন এর চেয়ে বেশি কিছু পেয়েছি। ল্যাব ফেসিলিটিস এবং অন্যান্য ফেসিলিটিস এর কোন প্রকার অভাব হবে না আশা করছি।
আরেকটি কথা না বললেই নয়, সিএসই এবং SWE দুই Dept. এরই বড় ভাইদের কাছ থেকে এক্সপেকটেশন এর চেয়ে বেশি হেল্প পাবে, এইটুকু এনসিউর করতে পারি।
এবারে SUST SWE তে সিট সংখ্যা ৫০।
বিস্তারিত জানতে এবং কোর্স প্লান জানতে ভিজিট
আরেকটি কথা না বললেই নয়, সিএসই এবং SWE দুই Dept. এরই বড় ভাইদের কাছ থেকে এক্সপেকটেশন এর চেয়ে বেশি হেল্প পাবে, এইটুকু এনসিউর করতে পারি।
এবারে SUST SWE তে সিট সংখ্যা ৫০।
বিস্তারিত জানতে এবং কোর্স প্লান জানতে ভিজিট
Best of luck juniors & Welcome who are going to be the part of SWE family.
Badrudduza Ahmed Fahim.
Dept. of Software Engineering.
SUST.
2.সাবজেক্ট রিভিউ (SWE):
Dept. of Software Engineering.
SUST.
2.সাবজেক্ট রিভিউ (SWE):
অনেকেই SWE/SE নামের সাথে খুব বেশি পরিচিত না।
কেন পড়বো:
তুমি যদি চিন্তা করতে ভালবাস, কোন একটা সমস্যাকে ম্যাথম্যাটিকেললি অথবা লজিকেললি
ফেইস করতে পছন্দ কর তবে তোমার জন্য প্রোগ্রামিং নামক পার্ফেক্ট প্লাটফরম রয়েছে। যার দ্বারা তুমি নিজের চিন্তাকে কম্পিউটার দ্বারা এপ্লাই করতে পারবে।
ফেইস করতে পছন্দ কর তবে তোমার জন্য প্রোগ্রামিং নামক পার্ফেক্ট প্লাটফরম রয়েছে। যার দ্বারা তুমি নিজের চিন্তাকে কম্পিউটার দ্বারা এপ্লাই করতে পারবে।
এছাড়া তুমি যদি ভার্চুয়াল ডিসাইন করতে চাও, অথবা সফটওয়্যার আর্কিটেক্ট হতে চাও অর্থাৎ এককথায় কম্পিউটার নামক অবিশ্বাস্য যন্ত্রে সফটওয়্যার নামক প্রাণের সঞারে, বিবর্ধীকরণে অবদান রাখতে চাও তবে Welcome to Dept. Of Software Engineering.
মেজর কোর্সসমূহ:
1. Structured Programming Languange.
2.Data Structure.
3. Object Oriented Programming.
4. Introduction to Software Engineering.
5. Theory Of Computation.
6.Discrete Mathematics.
7. Artificial Intelligence.
8. Software Design.
9. Software Requirement Engineering.
10. Web Technology.
11. Operating System Concepts
12. Algorithm Design & Analysis
13. Numerical Analysis.
14. Computer Networking.
15. Database Management System.
16. Computer Data and Network Security.
17. Computer Architecture.
18. Software Testing and Quality Assurance.
19.Computer Graphics and Image Processing.
20. Ethics and Syber Law.
21. Entrepreneurship Development.
22. Software Project Management.
23. Internship.
24. Project work
সর্বপ্রথম DU এর IIT এর অধীনে SWE চালু করা হয়।
২০১৬-১৭ সেশনে শা.বি.প্র.বি তে IICT এর অধীনে ৩০ টি আসন নিয়ে SWE চালু করা হয়।
২০১৭-১৮ সেশনে আসন সংখ্যা ২০ টি বৃদ্ধি করে ৫০ টি করা হবে।
এছাড়া কয়েকটি প্রাইভেট ভার্সিটিতেও SWE এর কোর্স অফার করা হয়।।
২০১৭-১৮ সেশনে আসন সংখ্যা ২০ টি বৃদ্ধি করে ৫০ টি করা হবে।
এছাড়া কয়েকটি প্রাইভেট ভার্সিটিতেও SWE এর কোর্স অফার করা হয়।।
২০১৭-১৮ সেশনে নো.বি.প্র.বি তে ৩০ টি আসন নিয়ে প্রথমবারের মত SWE চালু করা হবে।
এছাড়া IUT তে এইবার SWE চালু করা হচ্ছে।
Badrudduza Ahmed Fahim
Dept. Of Software Engineering.
SUST.
SUST.