![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwbfm9EOHh_seu5jLszJV9EQPwMRaPE1PbQRdlUGzVQvys-18v3R6QtrtMd3ZE4LZeE-ebuha6LwBlI3zFfZx9OQITZWVjo6sVDEzxFE9WVYNMIAL4fi0OcSeDG9esLNrGqGy5_A0Dyvg/s640/Furnishings.Fabrics.Velvet.Red.jpg)
হ্যালো জুনিয়রস,
কেমন আছো সবাই? আশা করি ভালই আছো। কিভাবে_সৃজনশীল_লিখলে_বেশি_নাম্বার_পাওয়া_যাবে।অনেকেই জিজ্ঞাস করেছে যে,, এত কম সময় তার মধ্যে লিখা বেশি অথচ নাম্বার দেয় কম, কি করা যায়?প্রথমেই বলবো যে সৃজনশীল লিখার কৌশল আছে যেখানে একটু কম লিখলেও নাম্বার পাওয়া যাবে। তার আগে সৃজনশীল সম্পর্কে একটু জানিঃ
সৃজনশীল এ ৪ টি অংশ যার মান ১+২+৩+৪ = ১০।সৃজনশীল এ কিভাবে লিখবে তার সিক্রেট কিন্তু এর মানবন্টণ এই দেওয়া আছে।আমরা যখন #ক অংশ উত্তর করবো তা চেষ্টা করবো এক লাইনে শেষ করে দেওয়ার জন্য।
এইবার আসি মূল অংশেঃ
♦ #খ অংশ উত্তর করার সময় আমরা ২ টা ধাপে উত্তর করবো। ধরো প্রশ্ন আসলো যে ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় একুশের চেতনা বলতে কি বুঝানো হয়েছে?
তুমি লিখা শুরু করবা এভাবেঃ ( প্রথমে প্রশ্নের মধ্যে কি চেয়েছে তা একলাইনে শেষ করে দেওয়া, যাতে সহজেই শিক্ষকের নজর কাড়ে।) যেমনঃ একুশের চেতনা বলতে কবি মূলত আমাদের ভাষা আন্দোলনের কথাই বুঝিয়েছেন।(এখানে একটু ফাকা রেখে দ্বিতীয় ধাপে লিখবো একটু বিস্তারিত)
.একুশের চেতনা বলতে --------------------------------------------------------------------------------------------------------------------------। লিখা শেষ। মোট কথা প্রথমে এক লাইনে প্রশ্নের উত্তর করবো। দ্বিতীয় অর্থাৎ শেষ ধাপে ঐ উত্তর সম্পর্কে হালকা আলোচনা করবো। বেশি হলেও ৩-৪ লাইন হবে।
♦গ অংশে মান হচ্ছে ৩ অর্থাৎ এক্ষেত্রে আমরা ৩ ধাপে উত্তর করবো। যেমন চাষার দুক্ষু প্রবন্ধে লেখিকা কোনটিকে দায়ী করেছেন?
- ১ম ধাপঃ চাষার দুক্ষু প্রবন্ধে লেখিকা বিলাসিতা কে দায়ী করেছেন। ( টিচার শুধু এটাই দেখবে। বাকি লিখা আর পড়বে না। কারণ শিক্ষক তার উত্তর পেয়ে গেছেন।)[ফাকা রেখে]
- ২য় ধাপঃ বিলাসিতা আসলে কি সেটা এই অংশে ২-৩ লাইনে লিখবো। [ফাকা রেখে]
- ৩য় ধাপঃ কেন বিলাসিতাকে দায়ী করা হলো তা লিখবো মাত্র ৭-৮ লাইনে।
- ১ম ধাপঃ এখানে লিখবো কি সাদৃশ্য ১ লাইন।[ফাকা রেখে]
- ২য় ধাপঃ আহবান কি টাইপের গল্প তা নিয়ে ৩-৪ লাইন লিখবো।[ফাকা রেখে]
- ৩য় ধাপঃ কি সাদৃশ্য তা নিয়ে বিস্তারিত ৫-৬ লাইন।[ফাকা রেখে]
- ৪র্থ ধাপঃ উপসংহার লিখবো ৭-৮ লাইনে।
এখন প্রশ্ন হতে পারে, উত্তর যদি আমি প্রথমেই এক লাইনে করে ফেলি তাহলে ভেতরে কি লিখবো?
#উঃ এখনকার শিক্ষকরা ভেতরের মাল-মশলা দেখে না। তারা প্রথমেই যদি সঠিক উত্তর পাই তাহলে তারা ধরে নেয় যে ভেতরেও ঠিক আছে। আর তোমরা যে সৃজনশীল বেশি পারো সেটা সর্বপ্রথম উত্তর করবা। কারণ তারা যদি প্রথম সৃজনশীল সঠিক পায় তাহলে তারা এটা ধরে নেয় যে পরেরগুলিও ঠিক আছে।
প্রশ্নঃ , এতে কি নাম্বার পাওয়া যাবে? বা এর কি প্রমাণ আছে?
উঃ আমি এই পদ্ধতি ফলো করেছি। আর সৃজনশীল এ সর্বোচ্চ নাম্বার আমিই পেতাম আর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও পেয়েছি ৫০+।
তারপরেও যদি সংশয় থাকে তাহলে তোমার টিচারকে বল যে আমি যেভাবে উত্তর করতে বলেছি সেটা ঠিক কিনা। উত্তর পেয়ে যাবে। তুমি হয়ত ভাবতেছো যে ভিতরে অনেক কিছু না লিখলে স্যাররা মার্ক দেবে না। কিন্তু ভাইয়া সত্য হলো এটাই যে স্যাররা ভিতরে পড়ে না। ১ম ২/৩ লাইন পড়েই তোমার উত্তর বুঝে নিবে। বিশ্বাস করো অামি এই ভাবেই লিখছি। অার অামার সময় শেষ হওয়ার অন্তত ৫মিনিট অাগে কম্প্লিট হয়ে যেত। অার হ্যা একটা কথা সব সময় চেষ্টা করবে ১০০% উত্তর করার। তোমারা বেশির ভাগ সময় যেটা করো তাহলো,১ম একটা/দুইটা প্রশ্ন খুব ভালো করে লিখতে গিয়ে শেষের দিকের প্রশ্নগুলোর উত্তরের মান চরমভাবে খারাপ হয়ে যায়। যা তোমার মার্ক অনেক কমিয়ে দেবে। কিন্তু তুমি যদি ১ম থেকেই সবগুলো মোটামুটি লেভেল করে লেখো তাহলে সবগুলো প্রশ্নের মানই ঠিক থাকবে। অার অন্তত ৫মার্ক বেশি পাওয়া যায়। এটা পরীক্ষিত।
যাই হোক অার কিছু বলছি না এখন।তোমাদের যেকোনো সমস্যায় অামাদের জানাতে পারো।অামাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকলে পরবর্তী সকল পোষ্ট পেয়ে যাবে। ধন্যবাদ..
(পেজের লেখা বা সেবা যদি ভালো লাগে অথবা কোনভাবে আপ্নারা উপকৃত হন, তাহলে ৫* রিভিউ দিয়ে মতামত জানান। এটা আমাদের জন্য অনুপ্রেরণা। পেজের লেখাগুলো সবার আগে পেতে ফলোয়িং অপশনে গিয়ে সী ফার্স্ট সেট করুন। নিয়মিত লাইক না দিলে লেখা আ[পনার সামনে যাবেনা। কমেন্ট এ লেখা সম্পর্কে আপনার মতামত জানান। গুরত্বপূর্ণ লেখাগুলো শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন) Write Review here - https://www.facebook.com/pg/EngineersDiary16/reviews/?ref=page_internal join our Community group https://www.facebook.com/groups/CEESBD/ Science Study- https://www.facebook.com/groups/ScienceStudy.EngineersDiary/ Join for admission Query https://www.facebook.com/groups/EMV17/ visit our website- https://engineersdiarybd.blogspot.com/ )