বাংলাদেশ ও বিশ্বঃ শিক্ষা, গবেষনা, ক্যারিয়ার, র‍্যাংকিং নিয়ে তুলনামূলক আলোচনা


প্রতি বছর ই বিশ্বের টপ বিশ্ববিদ্যালয় গুলি নিয়ে Ranking করা হয়। এই Ranking টা করা হয় মূলত লক্ষ্য, শিক্ষার মান, রিসার্চ, জ্ঞান বিতরণ, আন্তর্জাতিক দৃষ্টিভংগি এসবের উপর। টপ ১০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে....
১.ইউনিভারসিটি অফ অক্সফোর্ড।
২.ইউনিভারসিটি অফ ক্যামব্রিজ।
৩.California ইন্সটিটিউড অফ টেকনোলজি।
সেখানে এশিয়ার ২৯৯ টি বিশ্ববিদ্যালয় রয়েছে,যার মধ্যে ২৪ তম ন্যাশনাল ইউনিভারসিটি অফ সিংগাপুর। যা এশিয়ায় ১ নম্বর & এযাবৎ কালের সর্বোচ্চ Ranking এটাই...।
ভারত থেকে অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে। যার মধ্যে ৫৬১, ৬৭৩ তম রয়েছে,এছাড়া পাকিস্তানেরও ১৪২৫,১৫৫৬ তম অবস্থানে রয়েছে।

কিন্তু আমাদের দেশ বাংলাদেশ থেকে ১০০০ তো দূরের কথা টপ ২০০০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যেও নাই। লজ্জার বিষয় নিচের সারির ১০০০ টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় ৩০০ তম।বিশ্বের সব চেয়ে ইন্টেলিজেন্স পোলাপান কারা...?
ইজরাইলি পোলাপান।ইজরাইল সরকারের আর্মির ইন্টিলিজেন্স সাইবার ইউনিট। যার নাম unit 8200। এই নামের সংস্থাটি আমেরিকার NSA এর মতোই।
এরা কিভাবে কাজ করে? অন্যরা যেখানে বড় বড় ইউনিভারসিটি থেকে নামকরা গ্রাজুয়েট দের নিয়ে নেয়। সেখানে ইজরাইল সেটা করেনা। তারা ছোট খাটো পাতি হ্যাকার,স্কুল লেভেলের পোলাপান বাছাই করে। সেখান থেকে বাছাইকৃত পোলাপান গুলাকে Unit 8200 এর হাতে তুলে দেয়।
সেখানে তারা ৪-৫ বছর থাকে। প্রশিক্ষন নেয়।হয়ে উঠে মাস্টার মাইন্ডেড।
.
এই এরাই কার সিকিউরিটি নিয়ে কাজ করছে। ভবিষ্যতে প্রতিটা গাড়িতে সিকিউরিটি ইউজ করা হবে। কেউ যাতে গাড়ি চুরি করতে না পারে। এগুলা তাদের বিলিওন বিলিওন টাকা এনে দিবে। তারা ৩০ বছর পরের চিন্তাই করে। এই পোলাপান ইরানের পারমানবিক প্রকল্পে ভাইরাস ঢুকিয়ে ইরানকে তদের পারমানবিক কাজে ১০ বছর পিছিয়ে দিয়েছে। ভাবা যায়?
আমাদের দেশে এরকম ইন্টিলিজেন্ট,মাস্টার মাইন্ডেড পোলাপান নাই.?
আছে। কিন্তু আমরা সেই সহায়তা পাচ্ছি কই? আমাদের পরিকল্পনা কি? কিভাবে আমরা সারভাইব করবো? অন্য দেশে গ্রাজুয়েট কমপ্লিট করার পর যার যার যোগ্যতা অনুযায়ী জব পেয়ে যাচ্ছে। আর আমরা জব পাবো কি পাবোনা এই চিন্তা করতে করতে গ্রাজুয়েট করছি। ঠিক মতো মূল্যায়ন হচ্ছেনা।এতো শত প্রতিকূলতা ডিঙিয়ে যারা আসছে তারা পর্যাপ্ত সুযোগ না পেয়ে বাহিরে চলে যাচ্ছে। বাইরের কান্ট্রি গুলাও আমাদের লুফে নিচ্ছে। ফলাফল তারা হাতেনাতে পেয়েও যাচ্ছে। আমরাই তাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখছি। দিনশেষ তারাই লাভবান হচ্ছে।আসলে ভাবেন তো আমাদের কি আছে? আমরা কি করতে চাই?আমরা সারাদিন পড়ে আছি বফ,গফ এর পিছনে। এগুলাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। বাকি সব গোল্লায় যাক।
কি করছি,কোথায় যাচ্ছি, এসবে কোনো খেয়াল নাই। থাকবে কিভাবে? আমাদের ট্রেন্ডই হলো রিলেশন। কার কয়টা বফ/গফ আছে। বফ/ গফ নাই মানে কিছুনাই। জীবন টাই তামাতামা। আজিব রে ভাই।আবেগ নিয়ে কিছু লিখলেই জাতি উপচে পড়া ভীড় জমায়। কমেন্টের বাহার। লাইকের কথা তো বাদ ই দিলাম। তার উপর কমেন্ট বক্সে কান্দাকাটি তো আছেই। স্পিচলেস।আমাদের কি আছে? কি নিয়ে গর্ব করতে পারি? কিভাবে বাইরের কান্ট্রির সামনে মাথা উঁচু করে দাঁড়াবো? একটু ভাবেন.... :( :)
#©ব্ল্যাকবোর্ড

(পেজের লেখা বা সেবা যদি ভালো লাগে অথবা কোনভাবে আপ্নারা উপকৃত হন, তাহলে ৫* রিভিউ দিয়ে মতামত জানান। এটা আমাদের জন্য অনুপ্রেরণা। পেজের লেখাগুলো সবার আগে পেতে ফলোয়িং অপশনে গিয়ে সী ফার্স্ট সেট করুন। নিয়মিত লাইক না দিলে লেখা আ[পনার সামনে যাবেনা। কমেন্ট এ লেখা সম্পর্কে আপনার মতামত জানান। গুরত্বপূর্ণ লেখাগুলো শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন) Write Review here - https://www.facebook.com/pg/EngineersDiary16/reviews/?ref=page_internal join our Community group https://www.facebook.com/groups/CEESBD/ Science Study- https://www.facebook.com/groups/ScienceStudy.EngineersDiary/ Join for admission Query https://www.facebook.com/groups/EMV17/ visit our website- https://engineersdiarybd.blogspot.com/ )
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.