এইচ এস সি ২০১৮ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সাজেশন)


এইচ এস সি ২০১৮ (সাজেশন)

তোমরা অনেকেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (অাইসিটি) বিষয়টা নিয়ে অনেক ভয় পাও।কিন্তু মনে রেখো এটা ভয়ের কোনো বিষয় না।তোমাদের অাজ কিছু গুরুত্বপুর্ণ টপিকস বলে দেবো যেগুলো পড়লে ইনশাঅাল্লাহ ৯৫% প্রশ্ন কমন অাসবে।ভয়কে কর জয়………

১ম অধ্যায়- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্বগ্রাম ও বাংলাদেশ প্রেক্ষিতঃ

  • ভিডিও কনফারেন্সিং 
  • ই-মেইল 
  • বিশ্বগ্রাম 
  • ভার্চুয়াল রিয়ালিটি 
  • রোবটিক্স 
  • কৃত্তিম বুদ্ধিমত্তা 
  • ক্রায়োসার্জারি 
  • বায়োইনফরমেট্রিক্স 
  • বাইয়োমেট্রিক্স 
  • জেনেটিক ইঞ্জিনিয়ারিং 
  • ন্যানো টেকনোলজি 
  • সাইবার ক্রাইম 

২য় অধ্যায়-কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিংঃ

  • ডেটা কমিউনিকেশন 
  • সিনক্রোনাস & অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন 
  • ট্রান্সমিশন মোড 
  • ব্যান্ডউইথ 
  • ফাইবার অপটিকেল কেবল 
  • ওয়াই-ফাই 
  • ওয়াইম্যাক্স 
  • বাস,রিং,স্টার টপোলজি 
  • ক্লাউড কম্পিউটিং (ধারণা,সুবিধা) 
  • মোবাইলের প্রজন্ম 

৩য় অধ্যায়- সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস ঃ

  • বাইনারি যোগ বিয়োগ
  • ১ এবং ২ এর পরিপূরক 
  • কোডিং(বিসিডি,ASCII) 
  • বুলিয়ান অ্যালজেব্রা 
  • ডি মরগানের সূত্র 
  • সরল 
  • সত্যক সারণি 
  • মৌলিক গেইট সবগুলো 
  • যৌগিক গেইট সবগগুলো 
  • যৌগিক গেইট এর সার্বজনীনতা (NAND & NOR) 
  • অ্যাডার 

৪র্থ অধ্যায়-ওয়েব ডিজাইন পরিচিতি & HTML

  • HTML 
  • Tag, Text formatting 
  • হাইপারলিংক 
  • টেবিল সংযোজন 
  • ডিবাগিং 
  • ছবি সংযোজন 
  • ডোমেইন নেম,হোম পেজ, WWW,আইপি এড্রেস 

৫ম অধ্যায়-প্রোগ্রামিং ভাষা

  • প্রোগ্রামের ভাষা 
  • অনুবাদক প্রোগ্রাম(কম্পাইলার & ইন্টারপ্রিটার) 
  • সুডোকোড 
  • অ্যালগরিদম & ফ্লোচার্ট 
  • সি প্রোগ্রামিং( যেকোন একটি প্রোগ্রাম করার কোড থাকবেই) 
  • ডেটা টাইপ 
  • চলক 
  • ধ্রুবক 
  • কীওয়ার্ড 
  • অ্যারে 

৬ষ্ঠ অধ্যায়-ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম

  • ডেটাবেজ ম্যানেজমেন্ট 
  • কী 
  • RDBMS এর বৈশিষ্ট্য 
  • ডেটা টাইপ 
  • SQL কুয়েরি 
  • সর্টিং & ইন্ডেক্সিং 
  • ডেটাবেজ রিলেশন 
  • ডেটা এনক্রিপশন 

অামরা ইতিমধ্যে কিছু বিষয়ের সাজেশন দিয়েছি।অন্যান্য সাজেশনও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো।সকল সাজেশন পেতে অামাদের সাথে থাকো এবং ফেসবুক পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকো। পোস্ট গুলো শেয়ার না করলে আমাদের পোস্ট দেওয়া বৃথা। Share it... লেখা : Tusar Mamun

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.