DEPARTMENT OF LAW, CU

সাবজেক্ট রিভিউ-

আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা একটি বিভাগ, ১৯৯৩ সালে আইন কমিশনের সাবেক চেয়ারম্যান জনাব শাহ আলম স্যারের হাত ধরে জন্ম নেয় এই বিভাগ শুধুমাত্র একটি নিজস্ব অনুষদ নিয়ে।
.
আইন বিভাগে ইয়ার সিস্টেমে লেখাপড়া হয়, ৪ বছর অনার্সে মোট ৩৪ বিষয় পড়ানো হয়।
.
সেশন জট নেই বললেই চলে, যা আছে বেশি হলে ৩-৪ মাস, আর আগামী বছর থেকে ছাত্ররা নির্ধারিত সময় বা তার আগেই বের হতে পারবে, এবং তা নিয়েই কাজ করে যাচ্ছেন বর্তমান চেয়ারম্যান ও ডীন এ বি এম আবু নোমান স্যার, যিনি এই বিভাগেরই প্রথম ব্যাচের ছাত্র।
.
রেজাল্ট - বিভাগে রেজাল্ট ক্রমাগত বাড়ছে, সর্বোচ্চ ৩.৭ জিপিএ ও পেয়েছে এই বিভাগ থেকে।
.
ক্যারিয়ার- আইন বিভাগের ক্যারিয়ার নিয়ে কি করা যায়? না বলে, বলা যায় কি করা যায়না? সবচেয়ে বড় সুবিধা হল এর ব্যাপ্তি সুবিশাল, মোদ্দাকথা এখান থেকে বের হয়ে কেউ খালি হাতে থাকেনা।
.
প্রতিষ্ঠার পর থেকে এই বিভাগে ৫০০+ এর বেশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের জন্ম দিয়েছে, বিচার বিভাগ আলাদা হবার পর থেকে BJS এক্সাম শুধুমাত্র আইন বিভাগের জন্য, তাই বলে BCS কিন্তু বাদ নেই, শিক্ষা ক্যাডার ছাড়া সব ক্যাডারেই এক্সাম দেয়া যায়, আর সরকার যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে এল এল বি অনার্স চালু করতে যাচ্ছে আশা করা যায় সেদিকেও আধিপত্য করতে পারবে ছাত্ররা, আর তাছাড়া বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা আছেই
.
Army, Navy, Air Force তিনটিতেই আইন বিভাগ থেকে পোস্ট গ্রাজুয়েশন করে লিগ্যাল কোরে জয়েন করা যায়
.
বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান, ব্যাংক, Financial Institution, MNC তে লিগ্যাল এডভাইজার সহ যেকোন পদেই আবেদন করা যায়।
.
বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে এডভোকেটশিপ পরীক্ষা দিয়ে জেলা কোর্ট ও হাইকোর্টে প্র‍্যাক্টিস করা ভাল মানের এডভোকেটের সংখ্যা অগণিত।
.
এছাড়া এখান থেকে পাস করে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, WTO, WIPO, UNESCO তে কাজ করা ছাত্রের সংখ্যা নেহায়েত কম নয়।
.
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে প্রচুর, আর বিদেশে উচ্চশিক্ষাই নয় এখানকার ছাত্ররা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠদানও করছেন নিয়মিত।
.
অস্ট্রেলিয়া, লন্ডন, বিশেষ করে লন্ডনে বিভিন্ন আদালতে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন এখানকার ছাত্ররা।
.
শিক্ষার পরিবেশের কথা না বললেই নয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সবচেয়ে আধুনিক ভবনটি আইন বিভাগের, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, শীতাতপ নিয়ন্ত্রিত বিশাল লাইব্রেরি, শীতাতপ নিয়ন্ত্রিত পর্যাপ্ত কম্পিউটার সহ কম্পিউটার ল্যাব যেখানে কম্পিউটারে বসার জন্য কাউকে অপেক্ষা করতে হয়না, আর আছে রিডিং রুম... এক্সাম চলাকালীন সময়ে যাতে ক্লাস করতে সমস্যা না হয় তাই রয়েছে আলাদা এক্সাম হল, আর রয়েছে উচ্চগতিসম্পন্ন নিজস্ব ওয়াইফাই, ও নিজস্ব জেনারেটর।
.
আরো অনেক কিছুই আছে যা এক পোস্টে বলা সম্ভব নয়,
.
যারা আইন বিভাগে পরীক্ষা দিবেন তাদের জন্য শুভকামনা।
.
Sajit Rahman Rony
Final Year- Dept of Law

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.