ইঞ্জিনিয়ারস ডায়েরি দিচ্ছে বিশেষজ্ঞের সহায়তায় মানসিক সাপোর্ট

প্রতিনিয়ত বিভিন্ন সিদ্ধান্তহীনতা ও হতাশা থেকে মুক্তি পেতে ইঞ্জিনিয়ারস ডায়েরি আপনাদেরকে দিচ্ছে একজন বিশেষজ্ঞের সাথে কথা বলার সুযোগ।

সপ্তাহে একটি নির্দিষ্ট দিন একজন বিশেষজ্ঞ আপনার কথা শুনবেন এবং আপনার মানসিক অবস্থা বিবেচনা করা যথাসাধ্য সহায়তা করার চেষ্টা করবেন।

পড়াশোনা, লাইফ ডিসিশন, ফিউচার প্ল্যান,  বিদেশে স্ক্লারশিপ সহ যাবতীয় তথ্য ও সহায়তা পেতে নিম্নের ফর্ম পুরণ করে আপনার বুকিং কনফার্ম করুন।

প্রাথমিকভাবে ১০০ টাকার বিনিময়ে আপনাকে এই সুবিধা দেয়া হবে। এজন্য আপনি কোন বিষয়ে সহায়তা নিতে চান সেটা জানিয়ে ফর্ম এ বিস্তারিত লিখতে হবে।

আপনার ফর্ম পুরণের পর আপনি কিভাবে যোগাযোগ করতে চান সেটা জানানো হবে। এজন্য পূরণকৃত ফর্মের একটি কপি পেজের ইনবক্সে দিতে হবে। তারপর আপনার কথা বলার শিডিউল জানিয়ে দেয়া হবে।


ফর্ম পাওয়া যাবে এই ঠিকানায়ঃ https://goo.gl/forms/aL8GFqzObnpS2yCt1
অথবা নিচের ফর্ম পুরণ করতে হবে।

ধন্যবাদ। আমদের সাথেই থাকুন।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.