BUET /IBA/ DMC/ ISSB Admission test Preparation In 10 Technique



ভাইরে/ আপুরে! আজকের লিখাটা লিখতে ২ মাস রিসার্চ করতে হইলো, শ'খানেক পোলাপাইনের সাথে কথা কইতে হইলো! Subject? BUET/IBA/DMC/ ISSB/ইত্যাদি ইত্যাদি admission test! প্রত্যেকটা Admission এর মূল philosophy কিন্তু একই! Only the best of the best will go through! তাইলে কি করা যায়?

১. আম জনতা প্রথমেই যে ভুল করে তা হইলো আমাদের Dream Institution এ আমরা খালি "চান্স পাইতে" চাই। না না না! এইসব জায়গায় accepted হইতে হইলে প্রথম দরকার নিজের mindset বদলাইয়া ফেলা। ভাইরে, খালি চান্স পাইবার কথা মাথা থিকা বাইর কইরা ফালান। আমি "admission test এ First হবো", এইটা মাথার মধ্যে ঢুকান।আর এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করেন। আপনের বাপে চাষা ভূষা? আলহামদুলিল্লাহ! আপনে কাউলা, ক্ষ্যাত? Yummy! আপনে গ্রামের ভাংগা স্কুলে পড়েন? Awesome! আপনিই admission test এ First হইবার কঠিন ক্যান্ডিডেট! শ্রেষ্ঠ জীব আপনে। Failure তাই একটা No Option.

২. আপনের Dream Institution বাপ মারে নিয়া ভিজিট করেন আর তাদের কন 'আম্মাজান, তোমার পোলা ২০২০ সালে এইখান থিকা পাশ কইরা বাইর হবে,কথা দিলাম"। ওইখানকান ছাত্র ছাত্রী দের দিকে তাকান
কি দেখেন? আউলা ঝাউলা চুল, আমার চেয়েও খারাপ দেখতে, পায়ে অনেকের ই স্যান্ডেল! কেউ ফেরেশতা না! ২০২০ সালে আপনে ওইখানকার বস পাবলিক।

৩. অন্তত ২ বছর সময় নেন। জীবনের জন্য এটা কোন সময়ই না। ভাইবেন না HSC পাশ কইরা দুই মাস কোচিং এ ভুং চুং কইরাই DMC তে চান্স পাইয়া যাইবেন। এইটা শাব্বির "আংকেল" এর যুগ না। আজকাল কঠিন Cutthroat competition. এক মার্ক কাটা গেছে মানে ১০ পজিশন পিছাইছেন। তাই ক্লাশ ১১ থেকেই বা মাস্টার্স এ Admission এর জন্য থার্ড ইয়ার থেকেই প্রিপারেশন শুরু।

৪. চোখ বন্ধ কইরা গত ১০ বছর এর প্রশ্ন সলভ কইরা ফেলেন আগে। ফেল করলে অসুবিধা নাই। এতে লাভ কি? প্রশ্ন ফরমেট এর সাথে পরিচয় হইয়া যাবেন। GRE/SAT/GMAT টেস্ট এর জন্যও একই বুদ্ধি। উত্তরের খাতা গুলা নিজেই মার্ক করেন। তারপর তার ফলাফল একটা এক্সেল শীটে তুইলা রাখেন! রেস্ট নেন এক সপ্তাহ।

৫. আবার দ্বিতীয় বার ১০ বছর প্রশ্ন সলভ করেন। নিজের খাতা নিজেকে মার্ক করেন আর তার ফলাফল এক্সেল এ উঠান। তৃতীয় বার আবারো।

মোট তিন মাস সময় নেন।

৬. আগের তিনবার সলভ করা খাতা নিয়া বসেন। এনালিসিস করেন। নিজের দূর্বলতা বাইর করেন। নোট করেন কি কি ইম্প্রুভ করা চাই।

এটা করতে আরো এক মাস।

৭. আপনের প্রিপারেশন এখন শুরু। পাঠ্যবই, রেফারেন্স বই,স্যারদের সাথে বন্ধুদের সাথে ডিসকাশন প্রতিদিন। চোখ নাক বন্ধ। বন্ধ সময় নষ্টকারী ফেসবুক, ইউটিউব গফ বফ সব। মাঝে মাঝে ব্রেক নেন। ঘুইরা আসেন। সিনেমা দেখেন (আর্ট ফিল্ম না, রদ্যি মার্কা বাংলা সিনেমা "বাংলার কিং কং!)

৮. লেইখা লেইখা প্র‍্যাকটিস করেন। মুখে মুখে না। ফার্স্ট হইতেই হবে, চান্স ফান্স না খালি। মনে রাখবেন আপনে আইনস্টাইন বা নিউটন না, হইবার দরকার ও নাই। খালি লিখতে থাকেন। আপনের ব্রেন এর প্রতিটা সেল এ ইনফরমেশন ঢুকায় দ্যান। আপনের DNA এ তে খালি ফর্মুলা আর সূত্র থাকবে। ব্লাড টেস্ট দিলে Labaid আর Medinova কইবে "খাইছে এইটা তো B +ve রক্ত না, এইটা E= MC2 রক্ত!! Jokes apart, break all friggin' routine, belief and system. You know you are the best, now let the whole damn WORLD know it.

৯. পরীক্ষার এক মাস বাকী থাকতে কোন নতুন পড়া পড়বেন না। রিভিশন, রিভিশন আর রিভিশন। এমন অবস্থা হবে যে এ সময় পরীক্ষায় আসতে পারে এমন কিছু নাই আপনি পারবেন না।

১০. পরীক্ষার দিন পরীক্ষা দিতে যাবেন হাসতে হাসতে। নো টেনশন।

একটা জিনিষ মনে রাখবেন। ১০০ সিটের মধ্যে আপনে যদি ১০১ তম হন তাইলে ভাববেন সামনের ১০০ জন আপনের চেয়ে বেশী সময় দিছে, বেশী কষ্ট করছে। সুতরাং পরীক্ষায় ফার্স্ট হইবার জন্য যত হাজার হাজার ছেলেপেলে পরীক্ষা দিবে কষ্ট, hardwork এর দিক থেকেও তাদের মধ্যে এক নাম্বার হইতে হবে।

এর মধ্যে Frustration, lack of motivation আসতে পারে, স্বাভাবিক। একটু ব্রেক দেন। ওই ইনস্টিটিউশন বা ভার্সিটির এলামনাইদের সাথে কথা বলেন, নিজের ভবিষ্যৎ স্বপ্ন দেখেন। Create an image of future awesome, ass-kicking YOU! ঘুম, আরাম ইত্যাদি আপনেরে ডিভোর্স দিয়া চইলা যাবে!

আর ভাগ্য? মনে রাখবেন ভাইরে! Fortune only favours the brave!

Don't joke with your future, else the whole world will joke with you.

Happy Admission!
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.