দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষদের সবচেয়ে বড় সমস্যা পানিতে লবণাক্ততা। সেই লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং ইউনিলিভারের পানি পরিশোধনকারী ব্র্যান্ড পিউরইট-এর যৌথ উদ্যোগে পরিচালিত 'সেফ ওয়াটার চ্যালেঞ্জ' প্রতিযোগিতায় বুয়েটের চার শিক্ষার্থী উদ্ভাবন করেছেন এক সৌরবিদ্যুত চালিত যন্ত্র, যা একইসাথে ১০ লিটার পর্যন্ত পানি শোধন করতে পারবে।
মরিচাবিহীন স্টিল, একটি পলিকার্বন শিট এবং ছোট পাইপ দিয়ে তারা যন্ত্রটি উদ্ভাবন করেছেন। যন্ত্রটির সর্বসাকল্যে দাম হবে ১৫০০ টাকা, যা বাড়ির ছাদ অথবা আঙিনায় স্থাপন করা সম্ভব। এটি টানা দশ বছর পর্যন্ত ব্যবহার করা যাবে।
টেটরা নামের এই দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং তাদের হাতে ৫ লাখ টাকা তুলে দেয়া হয়, যা তাদের প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করতে হবে।
মরিচাবিহীন স্টিল, একটি পলিকার্বন শিট এবং ছোট পাইপ দিয়ে তারা যন্ত্রটি উদ্ভাবন করেছেন। যন্ত্রটির সর্বসাকল্যে দাম হবে ১৫০০ টাকা, যা বাড়ির ছাদ অথবা আঙিনায় স্থাপন করা সম্ভব। এটি টানা দশ বছর পর্যন্ত ব্যবহার করা যাবে।
টেটরা নামের এই দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং তাদের হাতে ৫ লাখ টাকা তুলে দেয়া হয়, যা তাদের প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করতে হবে।