২০১৮-১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ১ম ভর্তির ফলাফল প্রকাশ হয়েছে। এরপর আরও ২ টি ফলাফল প্রকাশ হবে। শিক্ষার্থীরা কলেজে ভর্তির ব্যপারে নানা প্রশ্ন করছেন, তাই তাদের জন্য কলেজ ভর্তির গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, কলেজ পছন্দ না হলে করণীয় ইত্যাদি কিছু পরামর্শ দেওয়া হল। আসা করব তা তাদের অনেক কাজে লাগবে এবং তাদের উপকার হবে।
১. আমাকে যে কলেজ দেওয়া হয়েছে উক্ত কলেজ পছন্দ না এখন কি করবো?
আপনার কলেজ পছন্দ না হলেও প্রথমে উক্ত কলেজেই ভর্তি হতে হবে। এরপর অটো মাইগ্রেশনের মাধ্যমে আসন খালি থাকা সাপেক্ষে প্রথমে আবেদন করা কলেজগুলোর প্রায়োরিটির টপে থাকা কলেজে ভর্তি হতে পারবেন।
২. আমাকে যে কলেজ দেওয়া হয়েছে সেটা পছন্দ না, তাই মাইগ্রেশন করতে চাচ্ছি, মাইগ্রেশন করতে হলে কি আমাকে ১৮৫ টাকা পাঠাতে হবে নাকি মাইগ্রেশনের জন্য আবেদন করতে হবে?
আপনি মাইগ্রেশন করতে চাইলেও প্রথমে আপনাকে শিক্ষাবোর্ড থেকে দেওয়া কলেজে ভর্তি হতে হবে, অর্থাৎ ১৮৫ টাকা দিয়ে রেজিস্ট্রেশন সেটা সম্পন্ন করে প্রথমে শিক্ষাবোর্ডের দেওয়া কলেজে ভর্তি হতে হবে। এরপর মাইগ্রেশন হবে। মাইগ্রেশনের নিয়ম আমাদের সাইটে শিঘ্রই পোস্ট করা হবে।
৩. মাইগ্রেশন কিভাবে করব?
মাইগ্রেশন অটোমেটিক হবে। ১৮ তারিখের মধ্যে টাকা দিলে এরপর মাইগ্রেশন শুরু হবে, কিন্তু মাইগ্রেশনেরে আগে সবাইকে অবশ্যই শিক্ষাবোর্ডের দেওয়া কলেজে ভর্তির জন্য আবেদন করতে হবে।
৪. মাইগ্রেশন করার পর যদি নতুন কলেজ না আসে, তাহলে কি আগের কলেজে ভর্তি হতে পারবো?
আপনি তো আগের কলেজে অলরেডি ভর্তি থাকবেন। মাইগ্রেশনে আবেদনকৃত কলেজে যদি চান্স না হয়, তাহলে আপনার আগের কলেজ বহাল থাকবে। কিন্তু যদি নতুন কলেজে চান্স হয়, তাহলে আগের কলেজে ভর্তি বাতিল হবে এবং উক্ত কলেজে পুনরায় আসার সুযোগ থাকবে না।
৫. মাইগ্রেশনের পর কি আমাকে শিক্ষাবোর্ডের দেওয়া কলেজে ভর্তি হতে হবে?
জী, অবশ্যই আপনাকে উক্ত কলেজে ভর্তি হতে হবে।
৬. মাইগ্রেশনে আমি কি আগের কলেজগুলো দিতে পারবো নাকি নতুন কলেজ দিতে হবে? মাইগ্রেশনে কয়টা কলেজ দেওয়া যাবে?
মাইগ্রেশন অটোমেটিক হবে। নতুন চয়েজ দেয়ার সুযোগ থাকছেনা।
৭. কলেজে ভর্তি নিশ্চয়ন করবো কিভাবে?
শিক্ষাবোর্ডের দেওয়া কলেজে আবেদনের জন্য রেজিস্ট্রেশন ফি দিলেই উক্ত কলেজে এডমিশন নিশ্চিত হবে। Payment Instruction: Click here
৮.আমাকে কি কলেজে গিয়ে ভর্তি ফরম তুলতে হবে?
জিনা, তবে অনলাইন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কলেজে নির্ধারিত ভর্তি ফি কলেজে জমা দিয়ে এবং প্রয়োজনীয কাগজপত্র ও সিকুরিটি কোডসহ কলেজে ভর্তি হতে হবে। ২৯ থেকে ৩০ জুন এর মধ্যে।
৯. আমার তো সিকিউরিটি কোড আসে নি, কি করবো?
আপনার মোবাইল নম্বর ঠিক থাকলে সিকিউরিটি কোড যাওয়ার কথা, চেক করে দেখুন, কেউ ডিলিট করেছে কিনা, অথবা মোবাইলে মেসেজ ফুল দেখাচ্ছে কিনা। সব ঠিক থাকার পরও যদি সিকিউরিটি কোড না পান, তবে অনলাইনে চেক করুন আপনার মোবাইল নম্বর ঠিক আছে কিনা।মোবাইল নম্বর এর শুরুতে (+, ৮৮, বা -) (যেমন: +8801948457251, 8801918878215,) এই জাতীয় চিহ্ণ ব্যবহার করবেন না। নরমালি 01948158488 এইভাবে দিবেন। মোবাইল নম্বর অবশ্যই খোলা রাখবেন এবং বাইওমেট্রিক রেজিস্ট্রেশন সম্পন্ন হতে হবে। মোবাইল নম্বর এর জায়গায় টেলিফোন বা অন্য কোন নাম্বার দিবেন না।
সব ঠিক থাকার পরও যদি সিকিউরিটি কোড না পান তবে দেখে নিন, কিভাবে মোবাইল নম্বর পরিবর্তন করবেন, মোবাইল নং পরিবর্তন করলে নতুন নাম্বারে সিকিউরিটি কোড যাবে।
আরেকটি উপায় হল আপনি যদি প্রথম পর্যায়ে কলেজে এপ্লাই/রেজিস্ট্রেশন ফি না পাঠান, তবে আপনার ভর্তি বাতিল হবে, আপনি নতুন ভাবে ভর্তির আবেদন করতে পারবেন।
Pin recover: Click here
১০. আমার তো ১ম মেরিট লিস্টে আসে নি, আমি কি ২য় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করবো?
জি আপনাকে দ্বিতীয় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করতে হবে।
১১. আমার তো ১ম মেরিট লিস্টে আসে নি, আমি কি আবার টাকা দিয়ে ভর্তির জন্য আবেদন করতে করবো?
প্রথমবার না আসলে দ্বিতীয়বার আবার নতুন চয়েজ দিয়ে আবেদন করা যাবে। তবে এক্ষেত্রে আবার টাকা দিতে হবেনা। ১৯-২০ জুনের মধ্যে এই আবেদন করতে হবে। ২১ জুন এর ফল দেয়া হবে।
১২. রেজিস্ট্রেশনে ১৮৫ টাকা দেওয়ার পর কি আবার ভর্তির সময় টাকা দিতে হবে?
জি, সরকার প্রতিটি কলেজের জন্য নির্ধারিত ভর্তি ফি কলেজে জমা দিয়ে এবং প্রয়োজনীয কাগজপত্র ও সিকুরিটি কোডসহ কলেজে ভর্তি হতে হবে।
১৩. যাদের কোন কলেজে নাম আসে নি, ২য় পর্যায় কি ১ম বার আবেদন করা কলেজ থেকে আসার সম্ভাবনা আছে? নাকি সব পরিবর্তন করতে হবে? আর ১ম বার না আসা কলেজগুলোতে ২য়বার কিভাবে আসে? ওরা কি ২য়বারের জন্য কোন আসন সংখ্যা খালি রাখে?
অনেকেই এখন মাইগ্রেশন করবেন, সুতরাং আপনি যে ১০টি কলেজে আবেদন করেছেন সেখানে সিট হতে পারে, তখন যোগ্যতা অনুযায়ী উক্ত কলেজগুলোতে আপনাকে ভর্তি হওয়ার সুযোগ দিতে পারে। তবে এই রিস্কে না থাকা ভাল, আগের সিলেকশনের চেয়ে কিছুটা কম মানের আরো কয়েকটি কলেজ সংযোগ/বিয়োজন করুন। এক্ষেত্রে নতুন করে আবেদন করতে পারেন।
১৪. কোন কলেজে নাম আসে নি। ধরুন, ২য় মেরিট লিস্টে ও আসেনি। যদি ওয়েটিং লিস্ট থেকেও না আসে তাহলে কি ১ বছর লস দিতে হবে? নাকি আবার অন্য কলেজে আবেদন করতে পারবে?
তৃতীয় মেরিট লিস্টে সবার আসার কথা, কারণ আপনি পরীক্ষায় পাশ করেছেন, তাই ইন্টারমেডিয়েট এ ভর্তি আপনার অধিকার, সরকার সে ব্যবস্থা করতে বাধ্য।
মাইগ্রেশন অটোমেটিক হবে। এখানে চেঞ্জ করার কোনো সুযোগ নেই।
এখন যে কলেজ পেয়েছ, সেখানে ১৮৫ টাকা দিয়ে নিশ্চয়ন করলে পছন্দক্রম অনুযায়ী উপরের কলেজে মাইগ্রেশন হবে।
পছন্দক্রম চেঞ্জ করা যাবেনা।
কলেজ পছন্দ না হলে বা বর্তমান আবেদনকৃত কোনো কলেজে পড়ার ইচ্ছা না থাকলে ১৮৫ টাকা জমা দিবেনা। এতে আবেদন বাতিল হবে এবং পরে আবার আবেদন করা যাবে।
কেউ আগে কলেজ না পেলে পরের পাবার জন্য অপেক্ষা করতে পারো অথবা নতুন করে আবেদন করতে পারো। এতে টাকা দিতে হবেনা ।
Payment Instruction: Click here
Application: Click here
১০. আমার তো ১ম মেরিট লিস্টে আসে নি, আমি কি ২য় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করবো?
জি আপনাকে দ্বিতীয় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করতে হবে।
১১. আমার তো ১ম মেরিট লিস্টে আসে নি, আমি কি আবার টাকা দিয়ে ভর্তির জন্য আবেদন করতে করবো?
প্রথমবার না আসলে দ্বিতীয়বার আবার নতুন চয়েজ দিয়ে আবেদন করা যাবে। তবে এক্ষেত্রে আবার টাকা দিতে হবেনা। ১৯-২০ জুনের মধ্যে এই আবেদন করতে হবে। ২১ জুন এর ফল দেয়া হবে।
১২. রেজিস্ট্রেশনে ১৮৫ টাকা দেওয়ার পর কি আবার ভর্তির সময় টাকা দিতে হবে?
জি, সরকার প্রতিটি কলেজের জন্য নির্ধারিত ভর্তি ফি কলেজে জমা দিয়ে এবং প্রয়োজনীয কাগজপত্র ও সিকুরিটি কোডসহ কলেজে ভর্তি হতে হবে।
১৩. যাদের কোন কলেজে নাম আসে নি, ২য় পর্যায় কি ১ম বার আবেদন করা কলেজ থেকে আসার সম্ভাবনা আছে? নাকি সব পরিবর্তন করতে হবে? আর ১ম বার না আসা কলেজগুলোতে ২য়বার কিভাবে আসে? ওরা কি ২য়বারের জন্য কোন আসন সংখ্যা খালি রাখে?
অনেকেই এখন মাইগ্রেশন করবেন, সুতরাং আপনি যে ১০টি কলেজে আবেদন করেছেন সেখানে সিট হতে পারে, তখন যোগ্যতা অনুযায়ী উক্ত কলেজগুলোতে আপনাকে ভর্তি হওয়ার সুযোগ দিতে পারে। তবে এই রিস্কে না থাকা ভাল, আগের সিলেকশনের চেয়ে কিছুটা কম মানের আরো কয়েকটি কলেজ সংযোগ/বিয়োজন করুন। এক্ষেত্রে নতুন করে আবেদন করতে পারেন।
১৪. কোন কলেজে নাম আসে নি। ধরুন, ২য় মেরিট লিস্টে ও আসেনি। যদি ওয়েটিং লিস্ট থেকেও না আসে তাহলে কি ১ বছর লস দিতে হবে? নাকি আবার অন্য কলেজে আবেদন করতে পারবে?
তৃতীয় মেরিট লিস্টে সবার আসার কথা, কারণ আপনি পরীক্ষায় পাশ করেছেন, তাই ইন্টারমেডিয়েট এ ভর্তি আপনার অধিকার, সরকার সে ব্যবস্থা করতে বাধ্য।
মাইগ্রেশন অটোমেটিক হবে। এখানে চেঞ্জ করার কোনো সুযোগ নেই।
এখন যে কলেজ পেয়েছ, সেখানে ১৮৫ টাকা দিয়ে নিশ্চয়ন করলে পছন্দক্রম অনুযায়ী উপরের কলেজে মাইগ্রেশন হবে।
পছন্দক্রম চেঞ্জ করা যাবেনা।
কলেজ পছন্দ না হলে বা বর্তমান আবেদনকৃত কোনো কলেজে পড়ার ইচ্ছা না থাকলে ১৮৫ টাকা জমা দিবেনা। এতে আবেদন বাতিল হবে এবং পরে আবার আবেদন করা যাবে।
কেউ আগে কলেজ না পেলে পরের পাবার জন্য অপেক্ষা করতে পারো অথবা নতুন করে আবেদন করতে পারো। এতে টাকা দিতে হবেনা ।
Payment Instruction: Click here
Application: Click here
Result: Click here