মোবাইলে কোন কাজের জন্যে কি Apps ব্যবহার করবেন ?


1. বাংলায় লেখার জন্যে - Phone,Ridmik,G-bord,আরও কত keyboard আপনি কোনটা ব্যাবহার করেন তা আমাকে Comment এ জানাতে পারেন ।
2. লেখালিখির জন্যে / নোট করার জন্য - Google keep,OfficeSuite,Colornote
3. প্রেজেন্টেশনের জন্যে -OfficeSuite
4. টুকটাক হিসেব এবং ডাটা সংরক্ষণের জন্যে - Google keep,OfficeSuite
5. পিডিএফ ফাইল তৈরি করতে - OfficeSuite
6. ইউটিউব ভিডিও ডাউনলোডের জন্যে - snap tube, video downloader,vidmate,যার যেটা ভালো লাগে আর কি ? 😒
7. ভিডিও এডিটিং এর জন্যে - Kinmaster,PowerDirector
8. স্ক্রিন রেকর্ডিং এন্ড এডিট- DU,AZ ও আছে ।
9. পিডিএফ ফাইল ওপেন করার জন্যে - OfficeSuite ,Moonreader,PDF viewer আরও অনেক কিছু আছে Play Stor এ ।
10. অডিও এডিটর - RecForge II,আবার ওই ভিডিও editor গুলো দিয়ে অডিও Edit করতে পারবেন ।
11. ভিডিও প্লেয়ার - Mx player,সবাই ব্যাবহার করে আরও অনেক আছে আপনি যদি আলাদাটা ব্যাবহার করেন Comment এ জানাতে পারেন ।
12. মোবাইল টেক্সট এডিট করার জন্য - Text Editor
13. মোবাইলে এইচটিএমএল শেখার জন্য - SoloLearn Apps,html code play ,
14. ভিডিও আলাপ এবং মেসেজ এর জন্যে- mesenger,skype ,imo,ring id ,WhatsApp, আরও কত কি আছে ।
15. ইন্টারনেটে কথা বলার জন্যে - Viber, Whatsapp,imo,messenger, Ring ID,
16. লানছার সেই ক্ষেএে - Nova ভালো সবাই ব্যাবহার করে ।
আপনি আপনার মতামত comments এ জানাতে পারেন । 🐷 ভালো থাকুন সুস্থ থাকুন Engineers Diary এর সঙ্গে থাকুন । ✌
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.