মিরপুর ১২ (BUP) কিভাবে আসব ?

মিরপুর ১২ থেকে BUP, MIST যেতে রিকশায় 30 টাকা ।

যাদের সিট # বিইউপি , # এমআইএসটি ,
# মিরপুর_ক্যান্টমেন্ট_পাবলিক_স্কুলে পড়েছে তাদেরকে হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে বের হতে হবে। বিইউপি, এমআইএসটি, মিরপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল- এগুলো মোটামুটি কাছাকাছি জায়গায় অবস্থিত। এরমধ্যে বিইউপি এবং এমআইএসটি একেবারে পাশাপাশি অবস্থিত মিরপুর ১২ সেনানিবাসের ভেতর। মিরপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল সেনানিবাস গেটের একটু সামনে পড়বে।
.
★ মতিঝিল, যাত্রাবাড়ি এবং এর আশেপাশের এলাকা থেকে আসলে মতিঝিল থেকে মিরপুর ১২ এর বাসে (বর্তমানে শুধু বিকল্প অটো সার্ভিস চলাচল করে) মিরপুর ১২ আসতে হবে। সেখান থেকে রিক্সায় বিইউপি, এমআইএসটি, মিরপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল বললেই নিয়ে যাবে।
.
★ মালিবাগ/ বাড্ডা/ রামপুরা থেকে আকিক, নূরে মক্কা এসব বাসে কালশী বা মিরপুর সাড়ে ১১ নেমে সেখান থেকে বিইউপি, এমআইএসটি, মিরপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল আসা যাবে রিক্সায়।
.
★ ফার্মগেট থেকে ট্রাস্টের বাসে করে মিরপুর ডিওএইচএস এসে সেখান থেকেও রিক্সায় বিইউপি, এমআইএসটি, মিরপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল আসা যাবে। এভাবে আসলে জ্যাম কম পড়বে এবং কম সময়ে আসা যাবে।
.
★ খিলক্ষেত, উত্তরা, এয়ারপোর্ট থেকে যারা আসবে তারা মিরপুর ১২ এর বাসে করে এসে কালশী বা মিরপুর সাড়ে ১১ নিমে সেখান থেকে রিক্সায় করে বিইউপি, এমআইএসটি, মিরপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল আসা যাবে। যাদের সিট আদমজীতে তারা জাহাঙ্গীর গেট অথবা ইসিবি চত্বর থেকে ট্রাস্টের বাসে করে যেতে পারবে।
.
.
যারা আদমজীতে পরীক্ষা দিবে
======================
তারা ফার্মগেট/ জাহাঙ্গীর গেট থেকে ট্রাস্টের বাসে করে সরাসরি আদমজী ক্যান্টনমেন্ট কলেজে নামতে পারবে।
.
.
পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র # এক_কপি_এডমিট_কা
র্ড আর # কালো_বলফয়েন্ট কলম নিয়ে গেলেই হবে।
সময় দেখার জন্য হলে ঘড়ি থাকবে।
ক্যালকুলেটর ব্যবহার করা নিষিদ্ধ।
কোন প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে হলে প্রবেশ করা যাবে না।


Read this in website
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.