যেসব ভার্সিটি তে ভর্তি হলে অনেক বেশী পড়াশোনা করে পাশ করতে হয় সেগুলোই মূলত ভাল ভার্সিটি ।
যে ভার্সিটি গুলা স্টুডেন্টস দের দৌড়ের উপর রাখে সেগুলোই ভাল ভার্সিটি ।যে ভার্সিটি গুলার ফ্যাকাল্টি অনেক ভাল সেই ভার্সিটি র কদর বেশী । যে ভার্সিটির সিনিয়র রা সব জায়গায় ভাল করছে সেই ভার্সিটির দাম বেশী । যে ভার্সিটি গুলার ল্যাব ভাল - সেগুলো ভাল ভার্সিটি ।
প্রাইভেট কোন সাব্জেক্ট এর জন্য কোন ভার্সিটি ভালো?
BBA এর জন্য NSU, BRAC, EWU, IUB, AIUB, UIU, ULAB
CSE এর জন্য AUST, BRAC, AIUB, NSU, EWU, IUB, UIU, DIU
EEE এর জন্য AUST, AIUB, EWU, UIU, NSU
PHARMACY এর জন্য EWU, NSU, BRAC, UAP
CIVIL এর জন্য AUST, UAP, EWU - তে এইবার নতুন খুলছে ।
IPE/ME এর জন্য AUST
Archi এর জন্য BRAC, AUST, AIUB, NSU, UAP
LLB এর জন্য BRAC, EWU, IUB
Textile এর জন্য AUST, BUFT, South East
English/Eco - NSU, EWU, BRAC, IUB, AIUB
Microbiology - NSU, BRAC
নোটঃ ভাল করে পড়াশোনা করলে উপরে বর্ণিত যে কোন ভার্সিটি থেকে যে কোন সাবজেক্ট এ পড়লে ভাল রেজাল্ট নিয়ে বের হওয়ার পর জব এর জন্য ভাল করে প্রস্তুতি নিলে -- ভাল জব পাওয়া যায় ।
AUST, NSU, EWU, BRAC, IUB, AIUB - এগুলোতে চান্স না পেলে / পড়ার মত আর্থিক অবস্থা না থাকলে UIU, ULAB, DIU, UAP এগুলোতে পড়া যায় ।
উপরে বর্ণিত ভার্সিটি গুলোর চেয়ে মাত্র ১/২ লাখ কমে পড়া যায় / কাছাকাছি খরচ হয় - State University, Northern University, Notre dame Uni, Army Universities, BUFT, South East, Asha University ।
এ ছাড়া আরও কিছু ভার্সিটি আছে সেগুলো হল -
Eastern Uni, IUBAT, Manarat, Shanto Marium, Stamford, UODA, UITS, BUBT, Gono, Prime, Primesia, Green Uni, Bangladesh Uni.
যাদের প্রাইভেট এ পড়ার ইচ্ছে তারা চেষ্টা করবে এই ভার্সিটি গুলার বাইরে না যেতে । এর বাইরে অন্যান্য ভার্সিটি গুলা অনেক কম কোয়ালিটি মেইনটেইন করে / করেনা ।
৯৬ টা প্রাইভেট এর মধ্যে এইগুলাই ভাল ।
নোটঃ পোস্ট টি শেয়ার করে বন্ধুদের জানাতে পার / নিজের টাইমলাইনে শেয়ার করে রাখতে পার ।
- Ariful Alam
Private Varsity Review
প্রাইভেট কোন সাব্জেক্ট এর জন্য কোন ভার্সিটি ভালো?
0
November 05, 2018
Tags