(Mechanical faculty থেকে আজকে review দেওয়া হলো mother of engineering খ্যাত Mechanical Engineering নিয়ে)
রুয়েট ১৯৬৪ সালের ডিসেম্বরে ১২২ জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করে। তখন থেকেই এখানে যন্ত্রকৌশল বিভাগের অধীনে সন্মান ডিগ্রী প্রদান করা হত। বর্তমানে মেকানিকাল ডিপার্টমেন্টের total seat 180 যা Ruet এর সবচেয়ে বড় department. গুলোর একটি।
কালের পরিক্রমায় আজ এই ডিপার্টমেন্ট টি স্বয়ংসম্পুর্ণ। এর রয়েছে হাই স্কিল্ড টিচার, আধুনিক সুযোগ সম্বলিত অত্যাধুনিক
ক্লাসরুম, নিজস্ব কনফারেন্স রুম, স্বয়ংসম্পূর্ণ ল্যাব।এর রয়েছে ক্যাড ক্লাব, অটোমোটিভ সোসাইটি, রোবোটিক সোসাইটি, টিম ক্রাক প্লাটুন, অগ্রদূত সহ আরো অনেক society.
মেকানিক্যাল নিয়ে সবচেয়ে প্রচলিত রিউমার গুলোর মধ্যে অন্যতম হলো মেকানিক্যাল কঠিন + দেশে মেকানিক্যালের চাকরী নাই।
কোন ইঞ্জিনিয়ারিং ই সোজা না। শুধু শুধু মেকানিক্যাল কে দোষ দিয়ে লাভ আছে? তবে এটা ঠিক মেকানিক্যালে অনেক বেশি টপিক পড়তে হয়, অন্যদের তুলনায় একটু বেশি চিন্তা ভাবনা মাথার ভেতর রাখতে হয়। ১২ বছর পড়াশোনা করার পর যারা এই পর্যন্ত আসছ, তাদের জন্য এইটুকু করা কঠিন কিছু না।
চাকরির ব্যাপারে যেটা বলবো, সেটা হলো, শোনা কথায় কান না দিয়ে জব প্রোভাইডারদের সাইট গুলোতে একটু ঘুরে আসো। অধিকাংশ চাকরিতে তে লেখা BSc in ME/EEE বা BSc in ME/IPE মানে, মেকানিক্যাল পড়লে তুমি অনেক EEE + IPE রিলেটেড জব এও এপ্ল্যাই করতে পারবা। এইটা একটা advantage। দেশে মেকানিক্যালের চাকরি নাই, কথা টা ১০০% ভুল। আর, বিদেশে তো সোনায় সোহাগা।
“২০০৯ সালের হিসাব মতে যুক্তরাষ্ট্রে প্রায় ১৬ লক্ষ প্রকৌশলী কর্মরত আছেন। তারমধ্যে প্রায় ২৩৯০০০ (১৫%) যন্ত্র প্রকৌশলী যা পুরকৌশলীদের(২৭৮০০০) পর দ্বিতীয় সর্ব বৃহৎ বিভাগ। ২০০৯ সালের পরিসংখ্যান মতে প্রতি দশকে ৬% হারে যন্ত্রপ্রকৌশলীদের কর্মসংস্থান বাড়ছে, যাতে প্রত্যেক স্নাতক ডিগ্রীধারী প্রকৌশলীদের প্রাথমিক বেতন হল প্রতি বছরে ৫৮,৮০০ মার্কিন ডলার । যন্ত্রপ্রকৌশলীদের গড় বেতন প্রতি বছরে ৭৪,০০০ মার্কিন ডলার, যা সর্বোচ্চ প্রতি বছরে ৮৬,০০০ মার্কিন ডলার এবং সর্বনিম্ম ৬৩,০০০ মার্কিন ডলার”
এখানে যা যা পড়ানো হবে:
Applied Mechanics
Fluid Engineering
Heat Transfer
Tribology
Aerospace & Automobile
Energy Conversion
Fuels & Combustion Technologies
Nuclear Engineering
Power Engineering
Advanced Energy Systems
Solar Engineering
Petroleum
Ocean, Offshore & Arctic Engineering
Environment & Transportation
Noise Control & Acoustics
Rail Transportation
Solid Waste Processing
Engineering & Technology Management
Manufacturing Engineering
Pressure Vessels & Piping
Systems & Design
Fluid Power Systems & Technology
Electrical & Electronic Packaging
Robotics
RUET মেকানিকালের ল্যাবসমূহঃ
মেট্রোলজি ল্যাব,
হিট ইঞ্জিন ল্যাব,
ফ্লুইড ল্যাব
উড শপ,
মেশিন শপ,
ফাউন্ড্রী শপ,
বয়লার ল্যাব,
ওয়েল্ডিং শপ
শিট মেটাল,
fitting shop,
কম্পিউটার ল্যাব।
এছাড়া বর্তমানে এই list এর বাহিরেও আরো কিছু lab আছে এবং নতুন আরো কিছু lab যোগ করা হচ্ছে।
RUET Mechanical, RUET এর অন্যতম অত্যাধুনিক department. Full AC clalassroom, উন্নত এবং আধুনিক Lab, Seminar roomo সহ আরো অনেক সুবিধা আছে এই department এ।
সাম্প্রতিক সময়ে ইকোরান প্রতিযোগীতা এবং অন্যান্য
প্রতিযোগীতায় রয়েছে মেকানিকালের ঈর্ষনীয়
সাফল্য।
#WHY_RUET_MECHANICAL should be preferred
১।টিম ক্র্যাক প্লাটুন।
গত ২২ অক্টোবর, ২০১৬ এ ভারতের KCT Dirt Track
অনুষ্ঠিত Quad Bike Design Challenge-2016 প্রতিযোগিতায়
৬ষ্ঠ স্থান অর্জন করে। এমনকি এই টিমটি Best Passionate
Team Award অর্জন করে।রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের
কিছু উদ্দ্যমী শিক্ষার্থীরা মিলে এই টিমটি গঠন করে ২০১৫
সালের নভেম্বর মাসে।তাদের মাত্র ১১ মাসের পথচলায় তারা
ভারতের এই প্রতিযোগিতা ছাড়াও Valeo Innovation Challenge
2015 এ অংশগ্রহন করেন এবং Youth Fest-2016 এ রাজশাহী
জোনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এছাড়া Team Crack Platoon তৈরি করেছে Bangladesh এর সর্বপ্রথম Formula racing Car যা Japan এ অনুষ্ঠিত Student formula racing carar comcompetition এর জন্য নির্বাচিত হয়।
এ সম্পর্কে জানতে : facebook.com/crackplatoon.ruet
২। ইকোরান ২০১৫
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর
দ্বিতীয়বারের আয়োজন, ইকো রান বাংলাদেশ ২০১৫
প্রতিযোগিতা; ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয় বরিশালের বঙ্গবন্ধু
উদ্যানে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজশাহী প্রকৌশল ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স
অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), আহছানউল্লা বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০টি দল
প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় তিন ও চার চাকার গাড়ি
বিভাগে চ্যাম্পিয়ন হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দল—রুয়েট ইঞ্জিনিয়াস ও টিম ওয়ান
৩। ইকোরান ২০১৩
ঢাকায় আয়োজিত ২০১৩ এর ইকোরানে থ্রি হুইলার
ভেহিকেল ডিজাইনে রুয়েট এভেঞ্জারস রানার্সআপ হয়;
আর রুয়েট গ্রাফিঞ্জ তৃতীয় স্থান অর্জন করে।
৪। অত্যাধুনিক ক্লাসরুম
HEQEP এর প্রোজেক্টে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়
অংশগ্রহণ করে, কিন্তু রুয়েট মেকানিক্যাল তার যোগ্যতার
মাধ্যমে প্রজেক্টটি অর্জন করে। এই প্রজেক্টের
অধীনে ৪টি অত্যাধুনিক ক্লাসরুম(AC, Projector, Sound
system) এবং একটি সেমিনার রুম ইতিমধ্যে বানানো হয়েছে।
আর সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রোতিযোগীতার পাশাপাশি প্রতিবছর
তো মেকা ফেস্ট নামক ধামাকা থাকছেই।
Mechanical Engineering চাইলেও সবাই পড়তে পারে না। Bangladesh এ BUET,RUET,KUET,CUET,IUT,AUST এই মাত্র এই subject টি পড়ানো হয়ে থাকে।
So তোমার ছোটবেলার লালিত স্বপ্ন কে বাস্তবে পরীণত করতে চলে আসো Ruet Mechanical এ।
Welcome to dept. of ME, RUET.
(ছবি তে Mechanical department এর heat engine lab building যার দ্বিতীয় তলায় Mechanical Department এর class হয়ে থাকে। ছবি তুলেছেন Oyasima Asmi Sanzida Bonty)
RUET Review