যে মুভিগুলো না দেখলেই নয়
আজকাল কম-বেশ সবাই মুভি পছন্দ করে..কিন্তু কিছু মুভি আছে যেগুলো না দেখলে কিছুই দেখা হয় নাই আপনার...আপনি মুভি লাভার হয়ে থাকলে এই কয়েকটা মুভি আপনাকে Must দেখতে হবে...নিচে নানান দেশের নানান টাইপ মিলিয়ে একটা সম্পূর্ন্ন লিস্ট দিলাম...
যেহেতু Triangle মুভিটা সবার প্রথমে আমার মাথা নষ্ট করছে যার মাধ্যমে মুভির প্রতি এতোটা আকৃষ্ট হইছি সেহেতু এটা always আমার জন্য সবার প্রথমে থাকবে



01.Triangle (2009)



যেখানে আপনি নিজেই নিজের শএ্রু.মূলত টাইম লুপ নিয়ে দুর্দান্ত একটা মিস্ট্রি থ্রিলার মুভি যা আপনার মাথা নষ্ট করে দিবে.
02.The Shawshank Redemption (1994)



অ্যান্ডি ডুফ্রেনি তার স্ত্রী এবং তার প্রেমিকের হত্যার দায়ে তার যাবৎজীবন কারাদণ্ড হয় এবং তার কঠোর জেল হয়.শুধুমাত্র অ্যান্ডি জানেন যে তিনি অপরাধ করেন নাই.সেখানে তিনি 19 বছর সবার সাথে পার করে দেয়.এটা আমার দেখা second best মুভি.
03.Memories Of Murder (2003)
কোরিয়ান মুভির মধ্যে এটা আমার জন্য always এক নাম্বার থাকবো.কারন এই মুভিটি দেখার পর আপনার google,facebook এর দরকার পড়বে.
04.No Mercy (2010)
প্রতিশোধ যে কী তা এই মুভিটা না দেখলে কখনো বুঝতামি না.
অস্তির একটা মুভি just মাথানষ্ট.
05.Old Boy (2003)
একজন লোককে 15 বছর একটা রুমে আটকিয়ে রাখা হয়,কেন রাখা হয় সেটা জানার জন্যই দেখা লাগবে মুভিটি.অস্থির প্রতিশোধ এবং থ্রিলারে ভরপুর মুভিটি.
06.Inception (2010)
স্বপ্নের ভিতরে স্বপ্ন,তার ভিতরে আরেক স্বপ্ন,আবার সেই স্বপ্নের ভিতরে আরেক স্বপ্ন.মাথানষ্ট করার মত একটা মুভি.
07.Mr Nobody (2009)
2092 সালে পৃথিবীতে শেষ মরণশীল মানুষ তার দীর্ঘ অতীতের প্রতিফলিত করে এবং তিনি যে জীবনগুলি পরিচালনা করেছিলেন তা নিয়ে চিন্তা করেন.মুভিটির প্রথম 30 মিনিট কিছুই বুঝবেন না মাথা খালি ঘুরবে.
08.Predestination (2014)
যেখানে আপনি নিজেই নিজের প্রেমিকা এবং নিজেই নিজের বাচ্চা.টাইম ট্রাভেল নিয়ে অস্থির একটি মুভি.
09.Coherence (2013)
একটি ডিনার পার্টিতে আটজন বন্ধু.একটি ক্ষণস্থায়ী ধুমকেতু এর ক্ষতিকারক প্রভাবের কারণে নানান ঘটনা.একটি বিপদজনক চেন অভিজ্ঞতা।
10.Memento (2000)
আমরা সাধারনত মুভির শুরু থেকে শেষ পর্যন্ত দেখি.কিন্তু এই মুভিটি শেষ থেকে শুরু পর্যন্ত এত সুন্দর করে সাজিয়ে দেখানো হয়েছে just অস্তির.
11.Shutter Island (2010)
একটি আইল্যান্ড যেখানে মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা করা হয়.মুভিটির লাস্ট এর টুইস্টা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না.
12.Donnie Darko (2001)
একটি আজব দুর্ঘটনা থেকে বেঁচে থাকার পর,Donnie জীবিত থাকার মানে কি তা খুঁজে বের করা শুরু করে এবং প্রেম হতে শুরু করে তিনি সময় এবং ভাগ্য পরিবর্তনের একটি প্রলোভন ক্ষমতা পান.
13.Next (2007)
একজন লোক যে কিনা 2 মিনিট পরের ভবিষ্যত দেখতে পারে.আমার দেখা Nicolas Cage




14.The Sixth Sense (1999)
ইয়াং কোল সিয়ার ভূতদের দেখতে পেতেন.যারা মৃত্যুর পর শান্তি পেত না সাধারনত তাদেরকেই দেখতে পেত.মনোবিজ্ঞানী ডঃ ম্যালকম ক্রো ব্যতীত সে কাউকে তার যন্ত্রণা সম্পর্কে বলতে ভয় পান.মুভিটির লাস্টের টুইস্টা অস্থির.
15.Se7en (1995)
শহরে এক অদ্ভুত সাইকো টাইপের সিরিয়াল কিলার এক একটা খুন করে আর সেইখানে বিভিন্ন ক্রাইম এর নাম লিখে রাখে.তাকে ধরার জন্য দুই গোয়েন্দা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায়.লাস্ট এর এন্দিং আপনার মাথা নস্ট করতে বাধ্য.
16.The Machinist (2004)
একজন ব্যক্তি যে কিনা এক বছর ধরে ঘুমায় না.কেন ঘুমায় না সেটা জানার জন্য দেখতে হবে মুভিটি.মুভিটিটে Christian Bale




17.The others (2001)
একজন মহিলা তার দুই ছেলে-মেয়েকে নিয়ে একটি বিশাল বাসায় থাকেন.কিছু কাজের লোক নিয়োগ করার কিছুদিন পর তারা তাদের ঘরে অস্বাভাবিক কিছু একটার উপস্থিতি অনুভব করেন.মুভির লাস্ট এর টুইস্ট আপনি মেনে নিতে পারবেন না.
18.The Butterfly Effects (2004)
এমনটা বলা আছে যে, প্রজাপতির ডানার ঝাঁপটানির মতো ছোট কোন জিনিসের কারনে পুরো পৃথিবীর মাঝে প্রচন্ড ঘূর্নিঝড়ের সৃষ্টি করতে পারে.মুভিটিও এইরকম কিছু সম্পর্কিত.
19.Fight Club (1999)
একটি বিষন্নতায় আক্রান্ত মানুষ টাইলার ডরডেন নামের একটি অদ্ভুত সাবান সেলসম্যান এর সাথে পরিচিত হয় এবং তার নিখুঁত অ্যাপার্টমেন্টটি ধ্বংস হওয়ার পর সে তার সাথেই থাকা শুরু করে.দুই বিরক্ত পুরুষ কঠোর নিয়মের সাথে একটি ভূগর্ভস্থ ক্লাব গঠন করে এবং তাদের মানসিক জীবন দিয়ে তৃপ্তির সাথে লড়াই করে.মুভিটির লাস্টে এমন কিছু হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না.
20.Source Code (2011)
একজন লোক,একটি ট্রেন,হাতে 8 মিনিট করে সময় খুঁজতে হবে একটি বোম.মুভিটার ending চমৎকার.
21.Incendies (2010)
1+1=1 কিভাবে তা জানতে হলেই মুভিটি দেখা লাগবে.অস্থির একটা টুইস্ট রয়েছে মুভির শেষে.
22.Catch Me If You Can (2002)
Leonard Dicaprio




acting,মাথানষ্ট বুদ্ধি,মাথানষ্ট planing.
23.The Game (1997)
একজন ব্যক্তিকে তার ভাই birthday তে অস্তির একটা গির্ফট দেয়.কি গির্ফট দেয় সেটা জানার জন্যই দেখা লাগবে মুভিটি.
24.I Saw The Devil (2010)
একটা সিরিয়াল কিলার একের পর এক খুন করতে থাকে.কিম সু হাইউন এর গফরে মারার পরই শুরু হয় কাহানী.কি কমু যেমন মাথানষ্ট নায়ক,তেমনেই মাথানষ্ট ভিলেন.
25.The Body (2012)
মর্গে থাকা লাশের ভেতর একটি লাশ নিখোঁজ.সেই লাশটি খোঁজার জন্য একজন গোয়েন্দা কাজ করছেন.মুভিটির লাস্টটা সেইরকম ছিল.
26.A Tale Of Two Sister (2003)
একটি মানসিক হাসপাতালে প্রাতিষ্ঠানিক হওয়ার পর,Su-mi তার প্রিয় বোন সু-ইউন সাথে পুনরায় যোগ দেয় এবং তারা তাদের দেশের বাড়িতে বাস করতে আসে। মেয়েদের বিধায়ক পিতা পুনরায় বিয়ে করেছেন এবং বোনেরা তার নতুন স্ত্রী, ইুন-জু এর সাথে অবিলম্বে বিরক্ত হয়ে ওঠে.Su-mi এবং su-yeon তাদের নিয়মিত জীবন শুরু করার চেষ্টা করে.এর পরই শুরু হয় অদ্ভুত ঘটনা.এইটাও অস্থির টুইস্টপূর্ন মুভি.
27.Orphan (2009)
সেই লেভেলর থ্রিলার mysterious টাইপের মুভি.
লাস্টের টুইস্টা সেই ছিল.
28.The Orphanage (2007)
একজন মহিলা তার ছেলেকে নিয়ে তিনি ছোটবেলায় যেই আশ্রমে থাকতেন আবার সেখানে থাকতে শুরু করে.সেই একটা মুভি.লাস্ট এর ending টাও জোস.
29.Exam (2009)
আটজন মানুষ,একটি job,সময় 80 মিনিট,একটি প্রশ্ন উওরও একটি.
30.The Green Mile (1999)
পল এডেককম্ব একটি কারাগারের গার্ড.একদিন জন কোফি নাম এর একটি বিশাল কালো মানুষকে নির্দয়ভাবে অল্পবয়সি বোনদের হত্যা করার অভিযোগে কারাগারে আনা হয়.তরপরই শুরু কাহানীর.অস্তির একটা মুভি.
31.3-Iron (2004)
তেই সুক যে কি না বাড়িতে অবস্থানকৃত মানুষদের অনুপস্তিতে তাদের বাসায় কিছু সময় এর জন্য থাকে.এছাড়া সে যেইখানে অবস্থান করত সেখানকার সব জিনিস ঠিক করে দিত.মুভিটাতে একটা word বলা ছাড়া নায়িকার সাথে শেষ পর্যন্ত প্রেম চালিয়ে যায়.লাস্ট অংশটা just মাথানষ্ট.
32.The Classic (2003)
সেই লেভেলের একটি রোমান্টিক মুভি.কান্না না করে থাকতে পারবেন না.সেই একটা মুভি.
33.Miracle In Cell No 7 (2013)
এক মানসিক রোগে আক্রান্ত বাপ এক ছোট মেয়ের খুনের দায়ে জেলে যায়.মুভির কাহিনীটা খুবই সুন্দর.লাস্টে আপনি আপনার কান্না ধরে রাখতে পারবেন না.
34.Daisy (2006)
এটা আরেকটা রোমান্টিক emotional মুভি.মুভিটা দেইখা jung woo sung




35.Sad Movie (2005)
Jung woo sung




36.A Moment To Remember (2004)
জানি না কেন মুভিটা একবার দেখার পর বার বার দেখি.আর যতই দেখি তত বেশি ভাল লাগে.Jung woo sung




37.One Flew Over The Cuckoo's Nest (1975)
কিছু মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে অস্থির ড্রামাপূর্ন একটি মুভি,মুভিটিতে যেমন আছে comedy,তেমনই আছে ড্রামা এবং emotion.Randle Mcmurphy




38.The Usual Suspects (1995)
বহুত awards প্রাপ্ত এই মুভিটি অস্থির mysterious পূর্ন.লাস্ট ফিনিসিংটা আপনি কল্পনাও করতে পারবেন না.
39.In Time (2011)
একটি পৃথিবী যেখানে সময়কে টাকা হিসাবে গননা করা হয়.অস্থির সাইন্স ফ্রিকসোন পরিপূর্ন মুভিটি.
40.Stand By Me (1986)
4 জন অল্প বয়সী কিশোর তাদের লাশ খোঁজার adventure নিয়েই মুভিটি.অস্থির ড্রামা,comedy,গালাগালিতে পরিপূর্ণ মুভিটি.
41.Identity (2003)
একটা রিমঝিম পরিপূর্ন বৃষ্টির রাত 10 জন লোক একের পর এক খুন কে করছে কেন করছে লাস্ট এর টুইস্টা দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না.
42.Prestige (2006)
ম্যাজিক যে মাঝে মাঝে সত্যিও হয় তা এই মুভিতে দেখানো হয়েছে.অস্থির মিস্ট্রি এবং ম্যাজিকে ভরপুর মুভিটি.
Hugh Jackman




43.Limitless (2011)
বিজ্ঞানীনের মতে জাগ্রত অবস্থায় আমরা আমাদের ব্রেনের 20% কাজে লাগাতে পারি.কিন্তু যদি এমন হয় যে আমাদের ব্রেনের 100% কাজে লাগানো যাচ্ছে তাহলে কি হবে.মূলত এটা নিয়েই মুভির কাহিনী অস্থির একটা মুভি.
44.Constantine (2005)
আত্মহত্যা করার পর আবার জন কনস্ট্যানটাইন যখন নরক থেকে ফিরে আসে.তিনি জানেন যে যখন তিনি মারা যান.তখন তিনি শয়তানের রাজত্বের একটি একতরফা টিকেট পেয়ে থাকেন.মূলত স্বর্গে যাওয়ার আশায় সে পৃথিবীতে থেকে শয়তানদের জাহান্নামে পাঠানোর কাজ করে.সৈই একটা মুভি.
45.12 Angry Men (1957)
একটি রুমে 12 জন ব্যক্তি একটি ছেলের জীবনমরন সবকিছু নির্ভর করছে তাদের সিদ্ধানতের ওপর.এই নিয়ে তর্কাতকি.অনেক পুরান মুভি কিন্তু সেই.
46.Stay (2005)
সায়মন ফস্টার একজন সাইক্রিস্টিক.একজন নতুন রোগী হেনরি লেথাম যিনি আত্মহত্যার দাবি করেন তার সাথে পরিচিত হয়.এর পর অদ্ভুদ জিনিস ঘটতে শুরু করে হেনরির মতে সে তার বাবা-মাকে মেরে ফেলেছে কিন্তু সে আবার সায়মন এর সাথে তাদের দুইজনকে দেখতে পায়.মুভির ending টা একদমই বুঝতে পারবেন না.
47.ll Mare (2000)
একজন মেয়ে চিঠি লেখে ডাকবাক্সে রেখে যায় তার প্রেমিকের জন্য.কিন্তু আশ্চর্যের বিষয় চিঠিটি পায় 2 বছর আগে অবস্থানকৃত একজন লোক.সেই একটা রোমান্টিক মুভি.
48.My Sassy Girl (2001)
সেই লেভেলের একটা রোমান্টিক মুভি.একটা মেয়ে যার কাজকর্ম পাগলদের মত আর একটি ছেলে পুরাই বলদ টাইপের তাদেরকে নিয়েই অস্থির একটা মুভি.
49.Ditto (2000)
প্রিয় কোরিয়ান নায়িকা Kim Ha Neul




50.Rain Man (1988)
Charlie Babbitt তার বাবার মৃত্যুর পর যখন তার বাবার সম্পওি নিতে যায়.তখন সে জানতে পারে তার একটা ভাই আছে.এটা নিয়াই কাহানী.সেই একটা মুভি.
51.Big Fish (2003)
যখন এডওয়ার্ড ব্লুম অসুস্থ হয়ে পড়েন.তখন তার পুত্র উইলিয়াম তার সাথে থাকতে যান.উইলিয়াম ও এডওয়ার্ডের মধ্যে একটি বিচলিত সম্পর্ক রয়েছে.কারণ তার পিতা সবসময় তার জীবন সম্পর্কে অতিরঞ্জিত কাহিনীগুলি বলতো এবং উইলিয়াম মনে করেন যে তিনি সত্য কাহানী বলতেন না.মূলত এটা নিয়েই Edward bloom


52.The Chaser (2008)
একজন সিরিয়াল যে কিনা whore দের একে একে তার বাসায় ডেকে নিয়ে নিমর্মভাবে হত্যা করে.সেই লেভেলের উওেজনামূলক মুভিটি.
53.The Reader (2008)
একজন 16 বছরের কিশোরের সাথে তার চেয়ে দিগুনেরও বেশি বয়সী মহিলার সাথে প্রেম হয়. সেই লেভেলের রোমান্টিক এবং emotional মুভি.
54.12 Monkeys (1995)
একটা অদ্ভুদ ভাইরাসের আগমন ঘটে শহরে.যার কারনে কিছু মানুষ বাদে প্রায় সব মানবজাতির বিলুপ্তি ঘটে.মুভিটির শেষটা হতাশাজনক হলেও সেই একটা মুভি.
55.Looper (2012)
টাইম ট্রাভল যখন আবিষ্কার হয়ে যায়.তখন কেউ কাউকে মেরে ফেলতে চাইলে তাকে অতীতে পাঠিয়ে দেয়.সেখানে কেউ একজন তাকে মারার জন্য উপস্থিত থাকে যাকে looper বলা হয়.টাইম ট্রাভল নিয়ে অস্থির একটি মুভি.
56.The Lobster (2015)
একটি dystopian সমাজে,single মানুষকে 45 দিনের মধ্যে একটি সাথি খুঁজে বের করতে হবে বা তাদের পছন্দের একটি প্রাণীতে রূপান্তরিত হবে.সেই একটা মুভি.
57.2001 A Space Odyssey (1968)
1968 সালের মুভি কিন্তু যা অস্থির প্রযুক্তি দেখাইছে just মাথানষ্ট.এমনকি মুভিটাতে ভিডিও কলিং দেখানো হইছে.
হয়তবা অনেক ভাল ভাল মুভি বাদ গেছে তাই বলে সেগুলো খারাপ মুভি তা বলবো না.কিন্তু এই কয়টা মুভির আমার সবচাইতে best লাগছে
Happy Watching


.
কালেক্টেড ফ্রম "সিনেমাখোরদের আড্ডা"
.
© কৌশিক আহমেদ