১.
আমরা জয়ী হয়না,কারণ আমরা অন্যের জয়কে নিয়ে সমালোচনা করি,কিন্তু নিজের পরাজয়ের কারণ খুঁজি না।।আমরা অন্যের জয়কে নিয়ে উপহাস করি আর নিজের পরাজয়কে সানন্দে মেনে নিই।
২.
আমরা অন্যের জয়ে হিংসা করি,কারণ সে পারছে আমি কেন পারিনি?
কিন্তু আমাদের উচিত হিংসা না করে আমাদের পরাজয়ের কারণ টা বের করা।।।
৩.
আমাদের দেশের মানুষেরা first bench andnd last bench হিসাব করে।কিন্তু bench দুটিই তো একই রকম।।শুধু সামনে বসলেই সাফল্য আসে না।।।
৪.
আমাদের মাঝে কিছু লোক আছে যারা অন্যের graduation complete হবার পর বলে আরে সে তো কিছুই পারতো না।।আমাদের থেকে দেখে পরিক্ষা দিত।।আজ আমি পড়িনি বলে না হয় আমিও হতাম।।কিন্তু ও যেমন পড়ার সুযোগ পেয়েছে টিক আপনিও পেয়েছেন।কিন্তু আপনি তার মত ধৈর্যশীল ছিলেন না।আপনি কষ্ট করতে রাজি ছিলেন না।।
আমি বলতে চাইলাম কারো দোষ না খুঁজে সাফল্য ব্যক্তির সাফল্য হওয়ার পিছনে কি আছে তা দেখো।।।
আমরা জয়ী হয়না,কারণ আমরা অন্যের জয়কে নিয়ে সমালোচনা করি,কিন্তু নিজের পরাজয়ের কারণ খুঁজি না।।আমরা অন্যের জয়কে নিয়ে উপহাস করি আর নিজের পরাজয়কে সানন্দে মেনে নিই।
২.
আমরা অন্যের জয়ে হিংসা করি,কারণ সে পারছে আমি কেন পারিনি?
কিন্তু আমাদের উচিত হিংসা না করে আমাদের পরাজয়ের কারণ টা বের করা।।।
৩.
আমাদের দেশের মানুষেরা first bench andnd last bench হিসাব করে।কিন্তু bench দুটিই তো একই রকম।।শুধু সামনে বসলেই সাফল্য আসে না।।।
৪.
আমাদের মাঝে কিছু লোক আছে যারা অন্যের graduation complete হবার পর বলে আরে সে তো কিছুই পারতো না।।আমাদের থেকে দেখে পরিক্ষা দিত।।আজ আমি পড়িনি বলে না হয় আমিও হতাম।।কিন্তু ও যেমন পড়ার সুযোগ পেয়েছে টিক আপনিও পেয়েছেন।কিন্তু আপনি তার মত ধৈর্যশীল ছিলেন না।আপনি কষ্ট করতে রাজি ছিলেন না।।
আমি বলতে চাইলাম কারো দোষ না খুঁজে সাফল্য ব্যক্তির সাফল্য হওয়ার পিছনে কি আছে তা দেখো।।।
Sazzad Hossen