FWT (Forestry & Wood Technology) KHULNA UNIVERSITY

Subject Review - FWT (Forestry & Wood Technology) KHULNA UNIVERSITY...
Life science school Subject Review - FWT (Forestry & Wood Technology) KHULNA UNIVERSITY...
Life science school
নাম শুনেই বোঝা যাচ্ছে যে বন আর কাঠ নিয়ে পড়াশোনা। পরিবেশ রক্ষায় বনভূমি অত্যন্ত প্রয়োজন আমরা সবাই জানি। কিন্তু এখন এই বনকে রক্ষা করবে কে???? কেউ না কেউ এগিয়ে আসতে হবে। এই বন কিভাবে রক্ষা করা যায়, বন এর গাছ কিভাবে রক্ষা করা যায়, বনের ইকোলজি কিভাবে রক্ষা করা যায় এগুলোর বাহ্যিক এবং আভ্যন্তরীণ কার্যকলাপ,বনের বিভিন্ন গাছপালা নিয়েই ফরেস্ট্রির আলোচনা। সাথে আছে উড টেকনোলজি যেখানে গাছের কাঠ সম্পর্কে বিস্তারিত আলোচনা।
বিভিন্ন বন-জংগল সম্বন্ধে জানতে যাদের ভালো লাগে,বন-জংগল যাদের নেশা,যাদের গাছপালার বিস্তারিত সম্পর্কে জানার অধীর আগ্রহ তাদের জন্য ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি একটি আদর্শ সাবজেক্ট।এই নামে সাবজেক্টটি একমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় এর লাইফ সাইন্স স্কুল এ। #কেন পড়েবে? :
, সবাই হয়ত মনে করতে পার, যে ফরেস্ট্রি আবার কি জিনিশ... সুধু গাছ চেনা আর গাছ লাগানোই শেখানো হয় এখানে। কথাটা 100% ভুল! ফরেস্ট্রির পরীধি কেবল গাছ চেনা লাগানো আর কাটাকাটির মধ্যে না, ইকলোজি, এনভায়রনমেন্টাল ইমপেক্ট এ্যাসেসমেন্ট, উড স্ট্রাকচার, প্রপার্টিজ, সিজনং, প্রিজারভেশন , ট্রি ফিজিওলজি, সয়েল সাইন্স, এনভায়রনমেন্টাল ইকনমিকস, জেনেটিক্স এন্ড ট্রি ইম্প্রুভমেন্ট, এগ্রো ফরেস্ট্রি, ফরেস্ট্রি মেনসুরেসন এন্ড ইনভেন্টরি, ফরেস্ট্রি বেজড ইন্ডাস্ট্রি, সার্ভেইং, সহ পড়ানো হয় রিমোট সেন্সিং এন্ড জি আই এস, বন্যপ্রাণী সংরক্ষন, ফরেস্ট ইঞ্জিনিয়ারিং, এন্টমোলজি ইত্যাদি সহ 160 ক্রেডিটের মজার মজার অধীনে পড়ানো হয়। এই সাবজেক্ট এ রয়েছে অনেক ইন্টারেস্টিং ও মজার মজার কোর্স। যেমন:-Forest tree physiology, Forest Surveying,Forest bioenergy,Forest Mensuration,Forest Harvesting, Forest Economics,Dendrology & Species Silviculture,Wood Properties,Forest Ecology,Wildlife Management, Rubber & Tree Industries সহ আরো অনেক ইন্টারেস্টিং কোর্স রয়েছে। তাছাড়া রয়েছে প্রত্যেক বছর ২-৪ টা সেশনাল ট্যুর ও রয়েছে ফিল্ডওয়ার্ক। ট্যুরগুলোর মধ্যে রয়েছে সুন্দরবন ট্যুর,কাপ্তাই,চিটাগাং,ঢাকা,টাংগাইল,যশোর,সাতক্ষীরা, সিলেট,গাজীপুর, ঝিনাইদহ সহ আরো ছোট ছোট ট্যুর রয়েছে।চাকরির বাজারবন ও পরিবেশ মন্ত্রনালয় ( বিসিএস টেকনিক্যাল ক্যাডার এ Assistant Conservator Of Forest)। স্পেস রিসার্চ এ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন অব বাংলাদেশের(SPARSO) ফরেস্ট্রি সেক্টর। বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট(BFRI) এ সায়েন্টিফিক অফিসার। বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভলপমেন্ট কর্পোরেশন।
বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট। বিভিন্ন বন্যপ্রাণী অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক, Wildlife Management,NGO, বিভিন্ন উড ইন্ডাস্ট্রি ও ফ্যাক্টরি,এছাড়াও চাকরিক্ষেত্র গুলো কি কি:
.
★IUCN
★বিভিন্ন এনজিও-র বনবিদ্যা রিলেটেড শাখা আছে যেখানে বন ও পরিবেশবিদ্যার নিজস্ব সেক্টর বিদ্যমান ( প্রশিখা, ব্র্যাক, কেয়ার ইন্টারনেশনাল)
★ বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট
★ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
★মাছ ও বন্যপ্রাণী সেবা অধিদফতর
★জাতীয় বন পরিসেবা
★UNDP
★USDA
★FAO
★BMD
★অরণ্যক ফাউন্ডেশন
.
শুধু বনবিদ্যার:
★বিসিএস এ টেকনিক্যাল ক্যাডারে ( ACF হিসেবে)
★BFRI (এটা নিয়ে কেউ ভুল তথ্য দিতে পারে। আগে বনবিদ্যার ছাত্রছাত্রীরা আবেদনের সুযোগ না পেলেও সর্বশেষ নিয়োগবিধিতে তা সংশোধন করা হয়)
★ ওয়াইল্ড লাইফ বায়োলজিস্ট হিসেবে চিড়িয়াখানায়
★ বিভিন্ন চা বাগানে এবং চা উৎপাদক ইন্ডাস্ট্রি তে
★সকল পাল্প, পেপার, রেজিন, রাবার, প্লাইউড, হার্ডবোড মিলে
★বাংলাদেশ ফরেস্ট একাডেমী
★BFIDC
★BCIC
★CHTDB
★৩ টা ফরেস্ট স্কুলে
★FDTC ইত্যাদি
আর যদি বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তো সোনায় সোহাগা। গুগলে সার্চ দিলেই পাওয়া যাবে বিশ্বের সেরা সেরা ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়ার সুযোগ। বিদেশে তাছাড়া রয়েছে ভার্সিটি থেকেও স্কলারশিপ পাওয়ার সুযোগ .
#স্কলারশিপ : আশা যাক, নিজেদের বিষয় নিয়ে গলা ফাটানোর মতো জায়গাটাতে! তুমি কি বাইরে পড়ালেখা করতে আগ্রহী? মাস্টার্স, পিএইচডি বা পোস্ট ডক্টরাল করতে চাও বিশ্বের সেরা সব প্রতিষ্ঠান থেকে? স্বাগতম! তোমার জন্যই বনবিদ্যা, যদি পড়ালেখা করো, যদি রিসার্চ করার মানসিকতা থাকে, যদি ইংলিশে ফ্লুয়েন্ট হও, যদি শুধুমাত্র এই ৩ টা ক্রাইটেরিয়া পূর্ণ করতে পারো, স্কলারশিপ এর স্বপ্ন থাকলে চোখ বন্ধ করে বেছে নাও বাংলাদেশ থেকে একজনও বাইরে পড়তে গেলে সেটা তুমিই হবা!
মোঃ নাজমুল ইসলাম
ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন
ব্যাচ-১৭
খুলনা বিশ্ববিদ্যালয়

নাম শুনেই বোঝা যাচ্ছে যে বন আর কাঠ নিয়ে পড়াশোনা। পরিবেশ রক্ষায় বনভূমি অত্যন্ত প্রয়োজন আমরা সবাই জানি। কিন্তু এখন এই বনকে রক্ষা করবে কে???? কেউ না কেউ এগিয়ে আসতে হবে। এই বন কিভাবে রক্ষা করা যায়, বন এর গাছ কিভাবে রক্ষা করা যায়, বনের ইকোলজি কিভাবে রক্ষা করা যায় এগুলোর বাহ্যিক এবং আভ্যন্তরীণ কার্যকলাপ,বনের বিভিন্ন গাছপালা নিয়েই ফরেস্ট্রির আলোচনা। সাথে আছে উড টেকনোলজি যেখানে গাছের কাঠ সম্পর্কে বিস্তারিত আলোচনা।
বিভিন্ন বন-জংগল সম্বন্ধে জানতে যাদের ভালো লাগে,বন-জংগল যাদের নেশা,যাদের গাছপালার বিস্তারিত সম্পর্কে জানার অধীর আগ্রহ তাদের জন্য ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি একটি আদর্শ সাবজেক্ট।এই নামে সাবজেক্টটি একমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় এর লাইফ সাইন্স স্কুল এ। #কেন পড়েবে? :
, সবাই হয়ত মনে করতে পার, যে ফরেস্ট্রি আবার কি জিনিশ... সুধু গাছ চেনা আর গাছ লাগানোই শেখানো হয় এখানে। কথাটা 100% ভুল! ফরেস্ট্রির পরীধি কেবল গাছ চেনা লাগানো আর কাটাকাটির মধ্যে না, ইকলোজি, এনভায়রনমেন্টাল ইমপেক্ট এ্যাসেসমেন্ট, উড স্ট্রাকচার, প্রপার্টিজ, সিজনং, প্রিজারভেশন , ট্রি ফিজিওলজি, সয়েল সাইন্স, এনভায়রনমেন্টাল ইকনমিকস, জেনেটিক্স এন্ড ট্রি ইম্প্রুভমেন্ট, এগ্রো ফরেস্ট্রি, ফরেস্ট্রি মেনসুরেসন এন্ড ইনভেন্টরি, ফরেস্ট্রি বেজড ইন্ডাস্ট্রি, সার্ভেইং, সহ পড়ানো হয় রিমোট সেন্সিং এন্ড জি আই এস, বন্যপ্রাণী সংরক্ষন, ফরেস্ট ইঞ্জিনিয়ারিং, এন্টমোলজি ইত্যাদি সহ 160 ক্রেডিটের মজার মজার অধীনে পড়ানো হয়। এই সাবজেক্ট এ রয়েছে অনেক ইন্টারেস্টিং ও মজার মজার কোর্স। যেমন:-Forest tree physiology, Forest Surveying,Forest bioenergy,Forest Mensuration,Forest Harvesting, Forest Economics,Dendrology & Species Silviculture,Wood Properties,Forest Ecology,Wildlife Management, Rubber & Tree Industries সহ আরো অনেক ইন্টারেস্টিং কোর্স রয়েছে। তাছাড়া রয়েছে প্রত্যেক বছর ২-৪ টা সেশনাল ট্যুর ও রয়েছে ফিল্ডওয়ার্ক। ট্যুরগুলোর মধ্যে রয়েছে সুন্দরবন ট্যুর,কাপ্তাই,চিটাগাং,ঢাকা,টাংগাইল,যশোর,সাতক্ষীরা, সিলেট,গাজীপুর, ঝিনাইদহ সহ আরো ছোট ছোট ট্যুর রয়েছে।চাকরির বাজারবন ও পরিবেশ মন্ত্রনালয় ( বিসিএস টেকনিক্যাল ক্যাডার এ Assistant Conservator Of Forest)। স্পেস রিসার্চ এ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন অব বাংলাদেশের(SPARSO) ফরেস্ট্রি সেক্টর। বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট(BFRI) এ সায়েন্টিফিক অফিসার। বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভলপমেন্ট কর্পোরেশন।
বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট। বিভিন্ন বন্যপ্রাণী অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক, Wildlife Management,NGO, বিভিন্ন উড ইন্ডাস্ট্রি ও ফ্যাক্টরি,এছাড়াও চাকরিক্ষেত্র গুলো কি কি:
.
★IUCN
★বিভিন্ন এনজিও-র বনবিদ্যা রিলেটেড শাখা আছে যেখানে বন ও পরিবেশবিদ্যার নিজস্ব সেক্টর বিদ্যমান ( প্রশিখা, ব্র্যাক, কেয়ার ইন্টারনেশনাল)
★ বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট
★ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
★মাছ ও বন্যপ্রাণী সেবা অধিদফতর
★জাতীয় বন পরিসেবা
★UNDP
★USDA
★FAO
★BMD
★অরণ্যক ফাউন্ডেশন
.
শুধু বনবিদ্যার:
★বিসিএস এ টেকনিক্যাল ক্যাডারে ( ACF হিসেবে)
★BFRI (এটা নিয়ে কেউ ভুল তথ্য দিতে পারে। আগে বনবিদ্যার ছাত্রছাত্রীরা আবেদনের সুযোগ না পেলেও সর্বশেষ নিয়োগবিধিতে তা সংশোধন করা হয়)
★ ওয়াইল্ড লাইফ বায়োলজিস্ট হিসেবে চিড়িয়াখানায়
★ বিভিন্ন চা বাগানে এবং চা উৎপাদক ইন্ডাস্ট্রি তে
★সকল পাল্প, পেপার, রেজিন, রাবার, প্লাইউড, হার্ডবোড মিলে
★বাংলাদেশ ফরেস্ট একাডেমী
★BFIDC
★BCIC
★CHTDB
★৩ টা ফরেস্ট স্কুলে
★FDTC ইত্যাদি
আর যদি বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তো সোনায় সোহাগা। গুগলে সার্চ দিলেই পাওয়া যাবে বিশ্বের সেরা সেরা ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়ার সুযোগ। বিদেশে তাছাড়া রয়েছে ভার্সিটি থেকেও স্কলারশিপ পাওয়ার সুযোগ .
#স্কলারশিপ : আশা যাক, নিজেদের বিষয় নিয়ে গলা ফাটানোর মতো জায়গাটাতে! তুমি কি বাইরে পড়ালেখা করতে আগ্রহী? মাস্টার্স, পিএইচডি বা পোস্ট ডক্টরাল করতে চাও বিশ্বের সেরা সব প্রতিষ্ঠান থেকে? স্বাগতম! তোমার জন্যই বনবিদ্যা, যদি পড়ালেখা করো, যদি রিসার্চ করার মানসিকতা থাকে, যদি ইংলিশে ফ্লুয়েন্ট হও, যদি শুধুমাত্র এই ৩ টা ক্রাইটেরিয়া পূর্ণ করতে পারো, স্কলারশিপ এর স্বপ্ন থাকলে চোখ বন্ধ করে বেছে নাও বাংলাদেশ থেকে একজনও বাইরে পড়তে গেলে সেটা তুমিই হবা!
মোঃ নাজমুল ইসলাম
ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন
ব্যাচ-১৭
খুলনা বিশ্ববিদ্যালয়

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.