Pharmacy Department - CU

সাবজেক্ট রিভিউ: #ফার্মেসী বিভাগ (জীববিজ্ঞান অনুষদ)
.
২০১১ সালের ২৫ নভেম্বর, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর কামরুল হোসাইন স্যারের হাত ধরে মাত্র একটি রুম নিয়ে যাত্রা শুরু করে ফার্মেসী বিভাগ। শুরু থেকেই ছাত্রছাত্রীদের কাছে প্রথম পছন্দের বিষয়গুলোর একটি ফার্মেসী। একটি রুম নিয়ে শুরু করা এই সাবজেক্ট মাত্র ৫ বছরের ব্যবধানে পেয়েছে নিজস্ব ভবন, বেশ কয়েকটি সুসজ্জিত ল্যাব, সেমিনার, অফিসরুম এবং নিজস্ব স্বকীয়তা। জীববিজ্ঞান অনুষদের নীচতলায় সাইকোলজি বিভাগের পাশেই ফার্মেসী বিভাগের অবস্থান। শুরুটা চ্যালেঞ্জিং হলেও, এতো কম সময়ে এমন উন্নতি অভাবনীয়। ২০১৭ তেই ফার্মেসী বিভাগের ১ম ব্যাচ কৃতিত্বের সাথে তাদের বি-ফার্ম প্রফেশনাল সম্পন্ন করে এখন এম-ফার্মে অধ্যয়নরত। বর্তমানে ফার্মেসী বিভাগে রয়েছে ছয়টি ব্যাচ।
.
কোর্স পরিচিতি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অন্য সব বিভাগের অনার্স চার বছর মেয়াদী কোর্স হলেও, ফার্মেসীর বি-ফার্ম প্রফেশনাল ৫ বছর মেয়াদী কোর্স। আগে বি-ফার্ম কোর্সটি ছিল চার বছরের, সেটা ছিল ইন্ডাস্ট্রি বেসড কোর্স, বর্তমানে ৫বছরের বি-ফার্ম প্রফেশনাল কোর্সে চতুর্থ বর্ষে ৩০ দিনের ইনডাস্ট্রিয়াল ট্রেনিং সহ, পঞ্চম বর্ষে ৩ মাস হসপিটাল ট্রেনিং করতে হয় এ বিভাগের ছাত্রছাত্রীদের। হসপিটাল ফার্মেসীর উপর গুরুত্ব আরোপ করে এ কোর্সটির সময় আরো এক বছর বৃদ্ধি করা হয়েছে। এছাড়া এ বিভাগটি সেমিস্টার পদ্ধতিতে পরিচালিত নয়, প্রতি বর্ষে শুধুমাত্র একটি ফাইনাল পরীক্ষা হয় সবগুলো কোর্সের উপরে। প্রতি বর্ষে নূন্যতম ৫ টি ল্যাব কোর্স থাকে। এখনো পর্যন্ত ফার্মেসী বিভাগের ৩টা সুসজ্জিত ল্যাব রয়েছে, এছাড়া প্রজেক্ট করার জন্য তৈরী হয়েছে আলাদা ল্যাব। ইতোমধ্যে, ল্যাবের সুযোগ সুবিধা আরো বৃদ্ধির লক্ষে ফার্মেসী বিভাগের চেয়ারম্যান কাজ করে যাচ্ছেন। 
ফার্মেসী সাবজেক্ট মূলত ল্যাব রিলেটেড সাব্জেক্ট, তাই সে দিকটা খেয়াল রেখে কোর্সগুলো সাজানো হয়েছে।
.
ফার্মেসীতে যেসব বিষয়গুলো পড়তে হয়ঃ ফিজিওলজি এবং এনাটমি, ফার্মাকোলজি, ফাইটোকেমিস্ট্রি এবং ফার্মাকগনসি, হার্বাল মেডিসিন, ফার্মাসিওটিক্যাল টেকনোলজি এনালাইসিস, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅরগানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি, মেডিসিনাল কেমিস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনডাস্ট্রিয়াল ফার্মেসী, ফুড এন্ড নিউট্রিশন, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি সহ আরো সহায়ক বিষয় গুলো। 
.
শিক্ষক :- বর্তমানে ফার্মেসী বিভাগে ৯জন স্থায়ী শিক্ষক রয়েছে। এছাড়া ইতোমধ্যে বেশ কয়েকজন অস্থায়ী শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। 
.
সেশনজট: সেশনজট নিয়ে ফার্মেসী বিভাগের শিক্ষার্থী এবং স্যারদের মধ্যে সচেতনতার কমতি নেই। তাই হয়তো এখনো পর্যন্ত কোন ব্যাচকেই সেশনজটে পড়তে হয় নি। যথাসময়ে পরীক্ষা নেয়ার জন্য ফার্মেসী বিভাগের স্যার ও কর্মচারীরা সর্বদা সচেষ্ট থাকেন। 
.
রেজাল্ট: এ বিভাগের সব ব্যাচগুলোরই রেজাল্টের মান খুব ভালো।জিপিএ ৪ এর মধ্যে ৩.৯এর উপরেও পেয়ে থাকে উক্ত বিভাগ থেকে। ফার্মেসী সাবজেক্ট এ জব ফিল্ডে পাল্লা দেওয়ার জন্য নূন্যতম ৩.৫ এর উপরে সিজিপিএ খুবই গুরুত্বপূর্ণ। স্কলারশিপ বা বিদেশ যাওয়ার ক্ষেত্রে ও সিজিপিএ ভালো হলে বিশেষ সুবিধা পাওয়া যায়। 
.
জব সেক্টর: বাংলাদেশে ফার্মেসীর জব সেক্টর অত্যন্ত সমৃদ্ধ, ফলে ফার্মেসীর স্টুডেন্ট দের জব নিয়ে অতো বেশি মাথা ঘামাতে হয় না। দেশে দুইশটিরও বেশি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি রয়েছে এবং রয়েছে সম্মানজনক বেতনের চাকুরী।শুধু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নয়, ফার্মাসিস্টদের কাজ করার সুযোগ রয়েছে ফুড ইন্ডাস্ট্রি, কসমেটিকস, মিলিটারি, ক্যামিক্যাল ইন্ডাস্ট্রি, ড্রাগ এডমিনিস্ট্রেশন,টয়লেট্রিজ এন্ড বেভারেজ, বিভিন্ন গবেষণাধর্মী সরকারি প্রতিষ্ঠান যেমন: BCSIR, Drugs Laboratory Bangladesh ইত্যাদি। চাইলেই বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ তো থাকছেই। এছাড়া দেশের বাইরে যাওয়ারও যথেষ্ট সুযোগ এবং স্কলারশিপ এই সাবজেক্টে রয়েছে। আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, সব জায়গায় রয়েছে ফার্মাসিস্টদের চাহিদা, গবেষণার এবং বড় বেতনের চাকুরীর সুযোগ। এখনো পর্যন্ত বিসিএসে ফার্মাসিস্ট দের আলাদা কোন সেক্টর নেই, তবে সরকার সম্প্রতি দেশে চালু করেছে কমিউনিটি ফার্মেসী, যার ফলে এই সেক্টরেও বাড়ছে ফার্মাসিস্টদের চাকুরীর সুযোগ। অদূর ভবিষ্যতে দেশে হসপিটাল ফার্মেসী চালু হলেই ফার্মাসিস্টদের থাকবে নিজ পেশায় সরকারি চাকুরীর সুযোগ। 

এখনো পর্যন্ত আমেরিকাতে ফার্মাসিস্টদেরই রয়েছে সর্বোচ্চ বেতনের জব। যদি যুগের সাথে তাল মিলিয়ে নিজের ক্যারিয়ার কে সিকিউর করতে চাও, তবে ফার্মেসী তোমার জন্য অসাধারণ একটি চয়েস। ডাক্তার একজন রোগী দেখলে শুধু ঐ রোগীরই জীবন বাচতে পারে। আর তোমার হাতে হবে পুরো জাতির জীবন বাচানোর দায়িত্ব, জীবন সাজানোর দায়িত্ব। 
.
স্বাগতম তোমাদের, চবি ফার্মেসী পরিবারে।
.
লিখেছেন : তানভীর হাসান, ফার্মেসী বিভাগ, ২০১৫-১৬ সেশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.