ক্যাম্পাস রিভিউ : ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
টেক্সটাইল এর নতুন মুখ ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত পিওর বি.এস.সি( ইঞ্জিঃ)ডিগ্রী প্রদান করা হয় এই কলেজটিতে।২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১২০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা আরম্ভ করে এই ইঞ্জিনিয়ারিং কলেজটি। বাংলাদেশের মোট ৯ টি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে এটি একটি।
ঝিনাইদহ জেলার আড়ুয়াকান্দিতে ঢাকা ঝিনাইদহ হাইওয়ের গা ঘেষে অবস্হিত এই ক্যাম্পাসটি। ক্যাম্পাসটির সবুজে ঢাকা আকাশ ছোয়া ভবনগুলো যে কারোর মন আকৃষ্ট করবে।
মোট ১২ টি সুবিশাল ভবন রয়েছে এখানে :
- ১।একাডেমিক ভবন।
- ২।প্রশাসনিক ভবন।
- ৩।অফিসার্স কোয়ার্টার।
- ৪।অফিসার্স অডিটরি।
- ৫।স্টাস কোয়ার্টার।
- ৬।অধ্যক্ষের বাস ভবন।
- ৭।ছেলেদের হল ।
- ৮।মেয়েদের হল।
- ৯।পাওয়ার প্লান্ট।
- ১০।সুবিশাল ল্যাব ভবন ২ টি।
- ১১।অডিটোরিয়াম (বাস্তবায়িত)।
- ১২।লাইব্রেরী (বাস্তবায়িত)।
- 1.Department Of Yarn Manufacturing Engineering (YME).-30 seat
- 2.Department Of Fabric Engineering (FE).-30 seat
- 3.Department Of Wet Process Engineering (WPE).-30 seat
- 4.Department Of Apparel Engineering (AE).-30 seat
এই ইঞ্জিনিয়ারিং কলেজ এর বাস্তবায়িত ল্যাবগুলো হলো :
- 1.Yarn Manufacturing Laboratory :
- (i) cotton spinning shed.
- (ii)jute spinning shed.
- 2.Weaving laboratory.
- 3.Knitting laboratory.
- 4.Wet process laboratory.
- 5.Garments laboratory.
- 6.Testing laboratory.
- 7.Computer science laboratory.
- 8.Electrical & Electrical laboratory.
- 9.Engineering laboratory.
- 10.physics laboratory.
- 11.chemistry laboratory.
কেন পড়বেন ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে :
বাংলাদেশের জব সেক্টরের যখন ব্যাহাল দশা তখন কেবল মাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পারে আপনার পাশে দাড়াতে আর যদি সেটা সরকারীতে হয় তাহলে তো কোন কথাই নেই। বিশাল ও স্বয়ংসম্পূর্ণ জব সেক্টর রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্যে। সরকারী, বেসরকারি অনেক খাতেই চাহিদা বাড়ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের।এক কথায় টেক্সটাইল ইঞ্জিনিয়াররাই দেশের চালিকা শক্তি।নয়ন,ক্যাম্পাস প্রতিনিধি,ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ: