ইডেন মহিলা কলেজঃ গৌরবময় ঐতিহ্যের ধারক হতে চাইলে...


বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত় ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধীনে সব থেকে বড় মহিলা কলেজ। সচরাচর একে ইডেন কলেজ বলা হয়। এটি ঢাকার আজিমপুর এলাকায় অবস্থিত।
বাংলাদেশের মধ্যে এই কলেজের রয়েছে সব থেকে বড় ক্যাম্পাস। এই ক্যাম্পাস টিকে সাজানো হয়েছে খুব সুন্দর ভাবে। ক্যাম্পাস এর পুরোটা জুড়েই রয়েছে ওয়াইফাই জোন। ক্যাম্পাস এর ভিতরে রয়েছে সব ধরনের সুবিধা।
এশিয়ার মধ্যে মেয়েদের সব থেকে বড় হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল রয়েছে এই ইডেন মহিলা কলেজেই। এর বাইরেও রয়েছে আরো ৫ টি ছাত্রীনিবাস।

  1. খোদেজা খাতুন
  2. জেবুন্নেসা হোস্টেল 
  3. রাজিয়া বেগম ছাত্রী নিবাস 
  4. হযরত আয়েশা সিদ্দিকা (রঃ) ছাত্রী নিবাস 
  5. হাসনা বেগম ছাত্রী নিবাস 
১৩০ জন ছাত্রী নিয়ে এই কলেজের পথচলা শুরু হয়েছিল। বর্তমানে এই কলেজের ছাত্রী সংখ্যা প্রায় ৩৫ হাজার। ক্যাম্পাস এর রয়েছে নিজস্ব অনেক কয়টি বাস। যে কোন ডিবেট এ এই কলেজের মেয়েরা মেধার সাক্ষর রেখে চলেছে।
ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের জন্য একটি বিশাল বড় লাইব্রেরী রয়েছে। লাইব্রেরীতে ৪৪,৮৩৫ টি বই ও ২০০০ টি জার্নাল রয়েছে।
ইডেন মহিলা কলেজের ৩ টি অনুষদ মিলে রয়েছে ২২ টি বিভাগ।


কলা অনুষদ

  1. বাংলা বিভাগ 
  2. ইংরেজি বিভাগ 
  3. ইতিহাস বিভাগ 
  4. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ 
  5. ইসলামী শিক্ষা বিভাগ 
  6. দর্শন বিভাগ 
  7. সমাজবিজ্ঞান বিভাগ 
  8. অর্থনীতি বিভাগ 
  9. রাষ্ট্রবিজ্ঞান বিভাগ 
  10. সমাজকর্ম বিভাগ 

বিজ্ঞান অনুষদ

  1. পদার্থবিজ্ঞান বিভাগ 
  2. রসায়ন বিভাগ 
  3. গনিত বিভাগ 
  4. উদ্ভিদবিজ্ঞান বিভাগ 
  5. প্রাণীবিজ্ঞান বিভাগ 
  6. ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ 
  7. মনোবিজ্ঞান বিভাগ 
  8. গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ 

বানিজ্য অনুষদ

  1. হিসাববিজ্ঞান বিভাগ 
  2. ব্যবস্থাপনা বিভাগ 
  3. মার্কেটিং বিভাগ 
  4. ফাইনান্স ও ব্যাংকিং বিভাগ 
ইডেন মহিলা কলেজের বিখ্যাত ব্যক্তিবর্গরা হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার,,, শেখ হাসিনা সিদ্দিকা কবীর (প্রাক্তন শিক্ষক)
ইডেন কলেজর রয়েছে সুষ্ট ও সুন্দর পরিবেশ।
তাই যারা ইডেন মহিলা কলেজে পড়তে চাও তারা চাইলে এই সুন্দর ক্যাম্পাস এ চলে আসতে পারো। হয়ে যেতে পারো গৌরবময় এই কলেজের একজন ছাত্রী। - লেখাঃ আফসানা মুন

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.