গণিতকে জয় করতে হলে...



গনিতের ভয় করে ফেলো জয়:

আমাদের দেশের স্কুল, কলেজগুলোতে এমন অনেক শিক্ষার্থী আছে গণিতের নাম শুনলেই যাদের ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। শুধু স্কুল, কলেজ নয় বিশ্ববিদ্যালয়ে এসেও আমি এমন অনেককেই দেখেছি যারা আজও গনিতকে ভয় পায় ঠিক আগের মতোই।
গণিত নিয়ে সবার ভয় কিন্তু একরকম হয়না। কেউ হয়তো গণিত করাকেই ভয় পায়, কেউ আবার ভয় পায় গনিতের মাঝখানে এসে আটকে যাওয়াকে, কেউ আবার ভয় পায় শুধু গনিত পরীক্ষাকে। তবে ভয়টা যে কারণেই হোক না কেন, তুমি কিন্তু চাইলেই জয় করে ফেলতে পারো তোমার গনিতের ভয়কে। চলো জেনে নেই, গনিতের ভয়কে জয় করার দারুণ কিছু উপায়।
১. ইতিবাচক হও: যেকোনো কিছু শেখার আগে বা জয় করার আগে প্রথম শর্ত হচ্ছে সে বিষয়ে ইতিবাচক মনোভাব তৈরি করা। তুমি যদি গনিত শিখতে চাও, গনিতের ভয়কে জয় করে গনিতে পারদর্শী হতে চাও তবে প্রথমেই তোমাকে গনিত বিষয়টাকে অন্য সববিষয়ের মতো স্বাভাবিকভাবে নিতে শিখতে হবে। তারপর চেষ্টা করে গেলে একসময় দেখবে সত্যি সত্যি তুমি জয় করে ফেলেছো গনিতের ভয়কে।
২. মুখস্ত না করে বুঝে করো: কিছু সূত্র মুখস্ত করা ছাড়া গনিতের বাকী সবকিছুই তোমাকে বুঝে করতে হবে। যদি না বুঝে মুখস্ত করো তাহলে দেখবে তোমার কাছে গনিতগুলো খুব জটিল মনে হবে এবং পরীক্ষার প্রশ্নে একটু ঘুরিয়ে দিলেই আর সমাধান বের করতে পারবেনা। তাই যতোটা সম্ভব বুঝে বুঝে করার চেষ্টা করবে, তাহলেই দেখবে গনিত বিষয়টা কেমন সহজ হয়ে গেছে।
৩. টাইপ ধরে ধরে গনিত করো: গনিতের প্রতি ভয় সৃষ্টি হওয়ার পিছনে একটি কারণ হচ্ছে গনিত করার সময় অনেকেই টাইপ ধরে না করে একেক সময় একেক ধরনের গনিত করে। যার ফলে গনিতগুলো মনে হয় অনেক কঠিন এবং এক্ষেত্রে নিয়মগুলো মনে রাখাও অনেক কঠিন হয়ে যায়। তাই গনিত করার সময় একই ধরনের গনিতগুলো একসাথে করা উচিত। একটি টাইপ শেষ হলে তারপর পরবর্তী টাইপে যাওয়া উচিত। তাহলে দেখবে নিয়মগুলো মনে রাখতেও সমস্যা হবেনা আর সেই টাইপের কোনো গনিতেই তুমি আর বাধবে না।
৪. বারবার অনুশীলন করো: গণিত এমন একটা বিষয় যার উপর দক্ষতা জিনিসটা নির্ভর করে পুরোপুরি অনুশীলনের উপর। তুমি একটি গনিত যতবার করবে সেটির উপর তোমার দক্ষতা ততোই বৃদ্ধি পাবে। এক সময় এসে দেখবে এই টাইপের গণিত যত জটিল করেই আসুক না কেন তুমি ঠিকই সমাধান বের করে ফেলতে পারছো।
৫. নিজের দক্ষতাকে ঝালিয়ে নাও: একটি অধ্যায় শেষ করে অন্য অধ্যায়ে যাওয়ার আগে নিজেকে ঝালাই করে নাও। যা শিখেছো, যতোটুকু শিখেছো তাতে যেন কোনো ত্রুটি না থাকে। পরীক্ষা দাও, তারপর উত্তর মিলিয়ে নাও। এভাবেই নিজেকে আরো দক্ষ করে তুলো সে অধ্যায়ে।
৬. ভুলগুলো শুধরে নাও: পরীক্ষা দিয়ে বা কোন গনিত করতে গিয়ে কোন জায়গায় ভুল করলে তা সাথে সাথেই শুধরে নাও। ভুলগুলো ঠিক করে সঠিক জিনিসটা জেনে শিখে নাও, যাতে পরবর্তীতে এই ধরণের কোন গনিত আর ভুল না হয়। এরমাধ্যমে ধীরেধীরে তোমার গনিতের দক্ষতা আরো বাড়বে। একসময় দেখবে ভুল ছাড়াই তুমি সব প্রশ্নের সমাধান করতে পারছো।
তাই গনিতকে আর ভয় না পেয়ে আজ থেকেই শুরু করে দাও গনিতের ভয়কে জয় করার মিশন। নিয়মিত অনুশীলন করো, টিপসগুলো মেনে চলো আর বুঝে বুঝে গনিত করো দেখবে শীঘ্রই তুমিও জয় করে ফেলেছো গনিতের ভয়কে - Shahedur Rahman Rony
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.