JSC-PEC ফল প্রকাশঃ গড় পাস JSC-JDC ৮৩.৬৫% প্রাইমারি-ইবতেদায়ী ৯৪.০৬





রেজাল্ট পাওয়া যাবে দুপুর ২.৩০ এর পর
জেএসসি-জেডিসিতে গড় পাস ৮৩.৬৫
জেএসসিতে পাসের হার ৮৩ দশমিক ১০ শতাংশ আর জেডিসিতে পাসের হার ৮৬ দশমিক ৮০ শতাংশ। জেএসসি ও জেডিসিতে মোট পাস করা শিক্ষার্থীর সংখ্যা বিশ লাখ ১৮ হাজার ২৭১ জন।
দুই পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৯১ হাজার ৬২৮ জন শিক্ষার্থী। এর মধ্যে জেএসসিতে এক লাখ ৮৪ হাজার ৩৯৭ জন। জেডিসিতে সাত হাজার ২৩১ জন।
www.educationboardresults.gov.bd ছাড়াও শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটে মিলবে।
মোবাইলের মেসেজ অপশনে JSC/JDC লিখে স্পেস দিয়ে বোর্ড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে এসএমএস করলেও ফল পাওয়া যাবে।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ
 পাসের হারঃ ৯৫.১৮ শতাংশ।
জিপিএ-৫ঃ ২ লাখ ৬২ হাজার ৬০৯ শিক্ষার্থী।
ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হারঃ ৯২.৯৪ শতাংশ
জিপিএ ৫ঃ ৫ হাজার ২৩ জন।
DPE লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে প্রাথমিক সমাপনীর ফল জানা যাবে।
আর ইবতেদায়ীর ফল পেতে EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
এই এসএমএস লেখার সময় সরকারি অথবা রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের EMIS কোড নম্বরের প্রথম পাঁচ সংখ্যা উপজেলা/থানা কোড হিসেবে ব্যবহার করতে হবে; যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা/থানা শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয় থেকে জানা যাবে।
এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd)এবং টেলিটকের ওয়েবসাইট (http://dpe.teletalk.com.bd) থেকেও প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফল জানা যাবে।
JSC/JDC রেজাল্টের জন্য
এখান থেকে রেজিঃ নাম্বার ছাড়াই ফলাফল দেখতে পারবে
http://eboardresults.com/app/stud
এবং এখান থেকে রেজিঃ নাম্বার দিয়ে ফলাফল দেখতে পারবে
http://www.educationboardresults.gov.bd/
এখান থেকে সব স্কুল এর ফলাফলের জন্য
http://eboardresults.com/app/stud/?rtype=
বা
http://mail.educationboard.gov.bd/web
আজ ৩০ ডিসেম্বর একইদিন দুই পরিক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।
রেজাল্ট জানতে রোল ও বোর্ড নাম লিখে কমেন্ট করুন
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.