No title
0
January 23, 2018
#Aeronautical Engineering in Bangladesh
বাংলাদেশে এরোনটিক্যাল প্রকৌশলী ! এটেনশন পোস্ট!!
বর্তমান বিশ্বে ব্যায় বহুল সাবজেক্টের একটি এরোনটিক্যাল প্রকৌশলী। অনেকেই এই সাবজেক্টে পড়ার জন্য আগ্রহী। কিন্তু বাংলাদেশে??????
বাংলাদেশে এই সাবজেক্ট পড়ার আগে দশ বার চিন্তা করবেন। বর্তমানে ব্যাঙ্গের ছাতার মতো অনেক এভিয়েশন কলেজ আছে। তারা ভালো করে এভিয়েশন শব্দটি বুঝে কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তাদের স্টাডির মান!!!!
কিন্তু তাদের এ্যাড দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। যেমন, স্টাডি কমপ্লিট করলেই চাকরি, ইনিশিয়াল স্যালারি হবে ডলারে, আরো কত কি!
সাবধান ! সাবধান !! সাবধান !!!
বাস্তবতা কি তা আগে দেখুন।
যারা এরোনটিক্যাল প্রকৌশলী পড়তে আগ্রহী তাদের জন্য সাজেস্টেড প্রতিষ্টান :
১. বাংলাদেশ এয়ারলাইন্স টেনিং সেন্টার (বি এ টি সি)
২.এরোনটিক্যাল ইনিস্টিটিউড অব বাংলাদেশ (এ আই বি) সিভিল এভিয়েশন অব বাংলদেশ থেকে স্বীকৃত একমাত্র প্রাইভেট প্রতিষ্ঠান।
৩.ৃমিলিটারি ইনিস্টিটিউড অব সায়েন্স এন্ড টেকনোলজি (ুএম আই এস টি)
উপরের দুইটি শুধু মাএ এয়ারক্রাফট ম্যানটেইনেন্স ইন্জিনিয়ারিং এর জন্য। য়ারা ম্যানটেইনেন্স নিয়ে স্টাডি করতে আগ্রহী তারা বি এ টি সি কে অগ্রাধিকার দিবেন, যদি চান্স না হলে এ আই বি নিয়ে চিন্তা করতে পারেন।
এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং,ডিজাইনিং নিয়ে স্টাডি করতে চাইলে এম আই এস টি বেস্ট। যেহেতু, বাংলাদেশে কোন এয়ারক্রাফট তৈরি হয় না, তাই বি এস সি কমপ্লিট করে উন্নত দেশে পাড়ি দিতে পারেন।
*আমেরিকা(Boeing,Bell helicopter, F-15,F-16 Raptar)
*কানাডা(Bombardier)
*জার্মানি(Airbus,Aeromobil)
*ফ্রান্স(Airbus)
*রাশিয়া(Mig,Sukhoi,Concorde,Yak,Antonov(Ukraine)
*অস্ট্রেলিয়া এসব দেশে যেতে পারেন কারন তারা এয়ারক্রাফট ম্যানুফ্যাকচার করে।তাই এইসব দেশে সুযোগ বেশি।
বি.দ্র : বিজ্ঞাপিত কিছু এরোনটিক্যাল কলেজে ভর্তি হবার আগে চোখ কান খোলা রাখবেন
এই লেখাটি শেয়ার করো