এইচ.এস.সি প্রস্তুতি-২০১৮(রসায়ন ২য় পত্র)

লেখা: Tusar Mamun
[শেয়ার করে টাইমলাইনে রেখে দাও]
সামনে এইচ এস সি পরীক্ষা । স্বল্প সময়ের ভিতর তোমাদের সম্পূর্ণ বই রিভাইজ করতে হবে কয়েকবার।তার জন্য রসায়ন ২য় পত্রের কিছু শর্ট সাজেশন হলে অনেকের জন্যই ভালো হয়।তাই অামরা চেষ্টা করছি তোমাদের প্রত্যেক বিষয়ের ওপর কিছু সাজেশন দেওয়ার।

১ম অধ্যায়- পরিবেশ রসায়ন

  1. ⁜ STP+ SATP+ বয়েল
  2. ⁜ চালর্স
  3. ⁜ গে লুস্যাক
  4. ⁜ সমন্বয়
  5. ⁜ আংশিক চাপ
  6. ⁜ গ্যাস ব্যাপন এর সূত্রের Math
  7. ⁜ বাস্তব গ্যাসের আদর্শ আচরণের শর্ত
  8. ⁜ CFC
  9. ⁜ আরহেনিয়াস
  10. ⁜ ব্রনস্টেড-লাউরি
  11. ⁜ লুইস মতবাদ
  12. ⁜ আর্সেনিক
  13. ⁜ লেড
  14. ⁜ ক্রোমিয়াম দূষণের প্রভাব

২য় অধ্যায়-জৈব রসায়ন

  1. জৈব ও অজৈব যৌগের পার্থক্য
  2. জৈব যৌগের শ্রেণীবিভাগ
  3. সিগমা পাই বন্ধন
  4. নামকরণ সহজ গুলো
  5. সমাণুতা ও প্রকারভেদ
  6. ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন
  7. অ্যাসাইলেশন
  8. E1+E2+ SN1+SN2
  9. অ্যালকেন প্রস্তুতি শনাক্তকরণ
  10. নামকরা সব বিক্রিয়া পড়তে হবে
  11. অ্যালকোহল থেকে অ্যালডিহাইড
  12. কিটোন প্রস্তুতি।
  13. নাইট্রোগ্লিসারিন
  14. টি এন টি
  15. ডেটল
  16. পলিমারের ব্যবহার।

৩য় অধ্যায়-পরিমাণগত রসায়ন

  1. ppm এর অংক
  2. জারণ-বিজারণের গাণিতিক সমস্যা
  3. প্রাইমারি ও সেকেন্ডারি স্টান্ডার্ড পদার্থ
  4. টেস্ট পেপার থেকে যত রকমের প্রশ্ন পারবা সলভ করবা।

৪র্থ অধ্যায়-তড়িৎ রসায়ন

  1. ♔পরিবাহীর প্রকারভেদ ও পার্থক্য
  2. ♔সকল তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ
  3. ♔ ফ্যারার্ডের সূত্রের ম্যাথ
  4. ♔কোন দ্রবণ কোন পাতে রাখা যাবে(EMF)
  5. ♔সকল ব্যাটারির সুবিধা অসুবিধা

৫ম অধ্যায়- অর্থনৈতিক রসায়ন

  1. ♣কয়লার মান ও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার
  2. ♣ ইউরিয়া সার তৈরি
  3. ♣কাচের উপাদান ও প্রকারভেদ
  4. ♣ সিরামিক উৎপাদনের ধাপ
  5. ♣ পাল্প উৎপাদন
  6. ♣পাল্প থেকে কাগজ উৎপাদন
  7. ♣চামড়া ট্যানিং
  8. ♣ন্যানো পার্টিকেল সব
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.