জব সেক্টর : ফার্মাসিউটিক্যালস এ ইঞ্জিনিয়া

পৃথিবী যতদিন থাকবে, ততদিন থাকবে রোগবালাই। রোগ যতদিন থাকবে ততদিন প্রয়োজন হবে ওষুধ।

এখন কথা হচ্ছে, ইঞ্জিনিয়ার হয়ে ওষুধ বানাবো??? পারবো বানাতে??? কোনটায় কোন উপাদান কি পরিমাণ দিব এটাই বা বুঝবো কি করে???

না রে ভাইয়া, ফার্মাসিউটিক্যালে জব মানেই তোমাকে ওষুধ বানাতে হবে না। ইঞ্জিনিয়ারিং পোস্টগুলার কিছু ক্যাটাগরি আছে। সেটা নিয়ে অন্যদিন লিখবো। আজ ফার্মা নিয়েই কিছু লেখা যাক।

অন্যান্য জায়গায় যেরকম পোস্টে ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ার ইত্যাদি থাকে, ফার্মাতে এরকম না। এখানে এক্সিকিউটিভ হিসেবে ট্রিট করা হয় সবাইকে। এখানে ইঞ্জিনিয়ারিং কিংবা ইউটিলিটি ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়ার নেয়া হয়। প্রোডাকশন ও কোয়ালিটিতে থাকে ফার্মাসিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট।

মেকানিক্যাল বা ইলেক্ট্রিক্যাল সবারই ভালো অপরচুনিটি আছে ফার্মাগুলোতে। আছে পাওডার ব্লেনডিং মেশিন, গ্র‍্যানুলেশন মেশিন, বেড ড্রায়ার, মাইক্রো ওয়েভ ড্রায়ার, ট্যাবলেট কম্প্রেশন মেশিন, কোটিং মেশিন, ব্লিস্টার মেশিন।

বিভিন্ন ছোট বড় মেশিনের রাজত্য বলা যায় ফার্মাকে। এবং এগুলোর ইন্সটলেশন থেকে শুরু করে মেইনটেন্যান্স, রিপেয়ারিং সবই হয় ইঞ্জিনিয়ারদের দ্বারা।

শুধু কি তাই???

ফার্মার হার্ট হচ্ছে HVAC System ও ক্লিনরুম। রয়েছে Chiller, AHU, Boiler, Water treatment plant, Effluent treatment plant, Compressor, Cooling Tower, Generator.

আমার জানামতে স্কয়ারে স্ট্রার্টিং ৩৫, বেক্সিমকো ৩০, ইনসেপ্টা ও রেনেটা ২৮, এস্কায়েফ ৩২, এসি,আই ২৮-৩০, এরিস্ট্রোফার্মা ২৫, একমি ২৩ আর টপ ৩০ এর বাকিগুলোতে ২০ বা কিছু কমবেশি হবে।

অফিসারদের খুব ভালো কদর করে প্রথম সারির ফার্মাগুলো। রোড ওয়াইজ ট্রান্সপোর্টেশন, প্রভিডেন্ট ফান্ড, গ্র‍্যাচুয়িটি, গ্রুপ ইন্সুরেন্স, মেডিকেল এ্যালাউয়েন্স ইত্যাদি নানা সুবিধা পাওয়া যায় ফার্মায়।

তবে, ফার্মার ইনক্রিমেন্ট হয় স্কেল মেপে। তুমি খুব ভালো পারফর্ম করলে হয়তো স্কেলের সর্বোচ্চটা দিবে। কিন্তু স্কেলের বাইরে হওয়ার চান্স কম। উপরে উঠতেও যথেষ্ট সময় লাগে।

আসলে সবকিছু একসাথে পাওয়া সম্ভব না লাইফে। একটা পেতে চাইলে আরেকটা ছাড়তে হয়।

জব সেক্টর সিলেকশনে মূলত চারটা জিনিস বিবেচনা করি আমরা :

01. Carrier Growth
02. Environment
03. Prestiige
04. Salary

এই চারটা ফ্যাক্টরকে যদি ক্রমান্বয়ে সাজাতে বলা হয়, মানুষভেদে একেক জন একেকভাবে সাজাবে।

ফ্যাক্টরগুলো বিবেচনা করতে গেলে, ফার্মার জব এনভায়ারমেন্ট হচ্ছে একটা মানুষের জন্য উপযোগি এনভায়রনমেন্ট। এবং জবটাও প্রেস্টিজিয়াস জব।

ঝকঝকে তকতকে ইপোক্সি করা ক্লিনরুমে জব করতে পারলে মনটাও ভাল থাকে। নেই ইঞ্জিনের বিদঘুটে আওয়াজ, নেই কেমিক্যালের উৎকট গন্ধ। গরমকালে ঠান্ডা, আর শীতকালে গরম এনভায়রনমেন্ট।

অনেক ফার্মাতেই সাপ্তাহিক দুইদিন ছুটি। মাঝেমাঝে অবশ্য একদিন ওভারটাইম করতে হয়। অনেকেরই ইচ্ছা থাকে একটু ফর্মাল ড্রেস পড়ে অফিসে যাওয়ার, যেটা ফার্মাতে অনেকটা বাধ্যতামূলক।

এছাড়াও যারা জবের পাশাপাশি গভঃ জবের প্রিপারেশন নিতে ইচ্ছুক, তাদের জন্য এর চাইতে ভাল অপশন নেই।

তো ভাইয়া ও আপুরা,

বেছে নিবে নাকি সুন্দর পরিবেশে ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারকে সমৃদ্ধ করার এই সেক্টরকে??? 
Saifullah Sakib, চুয়েট 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.