১. আমার সবচেয়ে পছন্দের লিংক হচ্ছে জুলকানাইন এর কোর্স শিক্ষক ডট কম এ। ১৫ টা ভালো ভালো লেকচার দিয়ে জাভার বেসিক কিছু এডভান্সড টপিক, এমনকি এন্ড্রয়েড দিয়ে একটা গেম ডেভেলপ করেও দেখিয়েছে সে। http://shikkhok.com/%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE/java-android-101/
২. আমার দ্বিতীয় পছন্দ হচ্ছে http://java.howtocode.com.bd/ এইখানে তুমি চ্যাপ্টারের পর চ্যাপ্টার আরামসে পড়ে যেতে পারবে। খুব সহজ করে ধাপে ধাপে লেখা আছে।
৩. যদি ইংরেজি ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে শিখতে চাও তাহলে এই ওয়েবসাইট সিরিয়াল করে ভিডিও দেয়া আছে https://www.guru99.com/java-tutorial.html এগুলা আমার কাছে মজার লাগছে
৪. বই পড়তে চাও? টেনশন নেয়ার কিচ্ছু নাই। তাহলে বজলুর রহমান রোকন এর জাভা প্রোগ্রামিং বইটা জোগাড় কর। বইটা রকমারিতে পাওয়া যায়। বইমেলার দ্বিমিক প্রকাশনীর স্টলে (বাংলা একাডেমি প্রাঙ্গন: স্টল নং ১০০/২৬)পাওয়া যায়।
.
আমি কোন কিছু শিখতে গেলে আগেই ঠিক করে ফেলি এইটা নিয়ে একটা প্রেজেন্টেশন দিবো বা টিউটোরিয়াল বানিয়ে ফেলবো। তাতে শিখার একটা টার্গেট থাকে একটা ডেডলাইন থাকে।এবং ঠেলায় পড়ে কাজটা করা হয়।
সো, তুমি জাভা বা কোন কিছু শিখতে গেলে একটা জিনিস খেয়াল রাখবে যে- তুমি যা যা শিখতেছো সেটা আর কাউকে শিখানো যায় কিনা। সেটা ছোট করে নিজের ভাষায় লিখে ফেললে বা ভিডিও বানিয়ে ফেললে, কারো সামনে প্রেজেন্ট করার চেষ্টা করলে তিনটা লাভ হয়- ঠেলায় পড়ে তোমার শিখা হয়। লেখার স্কিল বা প্রেজেন্টেশন স্কিল বেড়ে যায়। প্রেজেন্টেশন এবং বলার জন্য একই জিনিস কয়েকবার দেখা হয়, চিন্তা করা হয় এবং সেটা তোমার নিজের মাথায় পোক্ত হয় যায়। তাই তোমরা যারা শিখার পর জাভা নিয়ে কিছু লিখে ফেলতে চাও তারা জাভা রিলেটেড যেকোন আর্টিকেল লিখে ফেব্রুয়ারি মাসের মধ্যে বাংলাদেশের জাভা ইউজার গ্রূপে জমা দিয়ে দাও https://jugbd.org/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%97%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF-%E0%A6%B2%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE-%E0%A6%89%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%AC/
তারা নাকি পুরস্কারও দিবে
-----
বাড়তি প্রশ্ন: ভাইয়া আমি তো python/php/C/Web development শিখতেছি আমার কি সেগুলা বাদ দিয়ে জাভা শুরু করা দরকার?
উত্তর: তুমি বাংলাদেশের যে জায়গায় থাকো না কেনো, তোমার ঢাকায় আসার রাস্তা যেমন হবে আরেকজন বরিশাল থাকলে তার ঢাকায় আসার রাস্তা আর তোমার ঢাকায় আসার রাস্তা এক হবে না। একইভাবে প্রোগ্রামার হওয়ার অনেক রাস্তা আছে। জাভা হচ্ছে একটা রাস্তা। এই রাস্তায় না গিয়ে তুমি পাইথন/php/C/Web development দিয়েও প্রোগ্রামার হতে পারবে। যে রাস্তায় হাটতে চাচ্ছ সেটা দিয়ে হাঁটলেই গন্তব্যে পৌঁছতে পারবে।
- ঝংকার মাহবুব