ফেসবুকের নতুন রিএক্ট - এরোপ্লেন রিএক্ট । কি ও কেন?

গত মঙ্গলবার সকাল থেকে ফেসবুক ব্যবহার কারীরা লাইক, লাভ, হাহা, স্যাড এবং এংরির পাশাপাশি এরোপ্লেন এর মতো দেখতে নতুন এক রিএক্ট দেখতে পাচ্ছেন।  তবে সরাসরি এই রিএক্ট দেয়া যাচ্ছেনা। ফেসবুক এর আপডেট এপ এ এংরি রিএক্ট দিয়ে তারপর কমেন্ট সেকশন ট্যাপ করে উপরে এংরি রিরক্ট হোল্ড করলে এই রিএক্ট পাওয়া যাবে।

কেন এই রিএকশন?
এটি আসলে ফেসবুকের একটি ভুল। একটি হ্যাকাথনের অংশ হিসেবে এটি তৈরি করা হয়েছিলো এবং ভুলবশত সরানো হয়নি।  ফেসবুকের একজন কর্মকর্তাকে জিজ্ঞেস করায় তিনি উত্তর দিয়েছিলেন-  “this was created as part of an employee hackathon and wasn’t cleared for takeoff. Our apologies.”

 তবে খারাপ খবর হল এই রিএকট খুব বেশীদিন থাকার সম্ভাবনা নেই। অনেকটা থ্যংকফুল রিএকট এর মতো এটাও কিছুদিন পর আর দেখা যাবেনা।

শেষ হয়ে যাবার আগেই এ পোস্ট এ চিত্রে দেখানো উপায়ে এখনি দিয়ে ফেলুন এরোপ্লেন রিএক্ট।




Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.