আর্টিকেল লিখে কিভাবে আয় করবেন?



আপনি খুব ভালো ইংলিশ জানেন? আপনার ইংলিশ মেধাকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারতাছেন না? অথবা সঠিক গাইডলাইন পাচ্ছেন না?
তাহলে পড়ুন এই পোষ্ট 😊

ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা! যেখানেই যাই সেখানেই ইংলিশ!
দেশে অথবা দেশের বাহিরে, অনলাইনের সকল মার্কেটপ্লেস গুলাতে ইংলিশ! ইংলিশ আর ইংলিশ 😊

আমাদের মধ্যে অনেকে আছেন যারা ইংলিশে খুব দক্ষ! কিন্তু সঠিক গাইডলাইন / সঠিক রাস্তা না চিনাতে টাকা আয়ের সন্ধান পাচ্ছেন না। অথবা পাররাছেন না!

তো আমি আপনাকে দেখাবো / জানাবো ইংলিশ দক্ষতাকে কাজে লাগিয়ে অনলাইনে কিভাবে টাকা আয় করবেন😊

শুরুটা করি এক আর্টিকেল রাইটার এর গল্প দিয়ে।
আমার এক পরিচিত ভাই আছে, ৪ বছর ইউরোপে ছিলো, কোন একটা সমস্যায় দেশে চলে আসেন। তো দেশে থাকার সময় ভালোই শিক্ষিত ছিলেন+ইউরোপ কান্ট্রিতে থাকায় ইংলিশে আরো দক্ষ হয়েছেন।

ILTES ক্লাসে আমার সাথে পরিচয়, আমি কি কাজ করি সেটা জিজ্ঞেস করলেন, বলল্লাম, তারপর বললেন তিনি কি পারবেন?
আমি বললাম যেহুতে তোমার ইংলিশ দক্ষতা👌 তাই শুরু করে দিন আর্টিকেল রাইটিং, তারপর উনাকে হাল্কা বললাম। উনি পরে রিসার্চ করে ৩/৪ মাস শিখলেন, শুরু করলেন!
আলহামদুলিল্লাহ্‌ তিনি এখন মোটামুটি টপ লেভের আর্টিকেল রাইটার।
যাই হউক শুরু করি এখন:-

আর্টিকেল রাইটিংকে নিজের ক্যারিয়ার যদি গড়তে চান তাহলে শুরুতে প্রোফেশনাল ভাবে শিখুন আর্টিকেল রাইটিং এর খুঁটিনাটি,
শিখার জন্য কিছু লিংক দিচ্ছি:-

আর্টিকেল রাইটিং কি?
সুজা কথায় কোন টপিক এর উপর বিশ্লেষণ করে লিখাই আর্টিকেল রাইটিং।

কিভাবে লিখবেন?
http://www.writersdigest.com/…/write-a-how-to-article-in-6-…
২০ মিনিটে কুইক লিখার টিপস:
https://www.copyblogger.com/write-article-fast/

কোথায় কোথায় লিখবেন?

আমি আপনাকে এখন কিছু টপ সাইটের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, যেইগুলাতে ২০০-১৫০০ শব্দের আর্টিকেল লিখে ২৫-৫০০ ডলার ইনকাম করতে পারবেন!

রাইটার এক্সেস:- https://www.writeraccess.com
কিভাবে লিখবেন?
সাইটে গিয়ে একটা একাউন্ট খুলবেন (ফ্রী) তারপর টপিক এর উপর লিখে সাবমিট করবেন।
এই সাইটি রেটিং এর উপর টাকা প্রদান করে
2 Star – হলে ইনকাম $1.61 for 100 শব্দ
3 Star – হলে ইনকাম $2.73 for 100 শব্দ
4 Star – হলে ইনকাম $4.27 for 100 শব্দ
5 Star – ইনকাম $5.46 for 100 শব্দ

টেক্সটব্রোকার
এই সাইটটি একটি আর্টিকেলের জন্য আপনাকে দিবে ৩-৮ ডলার।
লিখে ফেলুন: https://www.textbroker.com/authors

ওয়াও উইমেন:- এটি মেয়েরদের জন্য বেষ্ট! নামেই তো বুঝতে পারছেন! আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আমি সাজেসটেড করবো ওয়াহ উইমেনে কাজ করতে😜তাই বলে পুরুষরা কাজ করতে পারবেন না! এমন নয়! ছেলেরা ও কাজ করতে পারবেন! তবে মেয়েদের নিয়ে লিখতে হবে😊
যেমন: যেভাবে মেয়েরা কিভাবে সুন্দর জীবন পালন করবে, কিভাবে তারা অনলাইনে লিখবে!
ব্লা ব্লা..
কিলার টিপস:
আপনি যেই টপিক এর উপর লিখবেন সেটা আগে কেও লিখে থাকলে আপনার লেখা এপ্রুভ হবে না! তাই যেই টপিক এর উপর লিখবেন "আগে রিসার্চ করুন ঐ বিষয় এর উপর কেও লিখছে কিনা।ধরুন আপনার টপিক online business idea for women’, এখন এটা সার্চ বক্সে সার্চ করুন! যদি আসে তাহলে অন্যটপিক ট্রাই করুন।
আপনার আর্টিকেল ১৫০০-৩০০০ শব্দের ভিতর রাখুন! মিনিমাম ১৫০০ আবার মেক্সিমাম ৩০০০।
তো শুরু করে দিন😊
এড্রেস:- http://www.wow-womenonwriting.com/contact.php

আমি আরো কিছু সাইটের লিংক দিচ্ছি:-
#ধরন প্রায় সমান,কিছু না বুঝলে ইনবক্স অথবা কমেন্ট করিয়েন😊
https://workonlineblog.com/get-paid-to-write/

http://listverse.com/about-listverse/
কিছু টিপস এই সাইট সম্পর্কে:
এই সাইটে যেই টপিকে লিখবেন সেই টপিকের উপর ১০ টি হেডলাইন রাখবেন।
যেমন:- আপনার টপিক হয় যদি social work তাহলে এই টপিকে ১০ টা পয়েন্ট দিবেন।

http://dailytwocents.com :- এই সাইটিতে আপনি যদি একটি আর্টিকেল লিখেন তাহলে ৫-২০ ডলার পেতে পারেন।

**
যদি আপনি freelancing সাইটগুলাতে আর্টিকেল রাইটার হিসাবে কাজ করতে চান যেমন: upwork বা ফাইভারে। এ ক্ষেত্রে আপনাকে একটি আর্টিকেল লিখার সাথে সাথে SEO জানতে হবে।
যেমন ফাইভারে আপনি একটা বিড করলেন ৫ ডলারে আপনি "mobile" টপিকে ৩০০ শব্দের আর্টিকেল লিখতে চান, এবং আর্টিকেলটা SEO ফ্রেন্ডলি করে দিবেন। তাহলে আপনার সেল হবার চ্যান্স ৮০%।

অথবা upwork এ কোন বায়ার পোষ্ট করলো তার আর্টিকেল লাগবে "social" টপিকে এবং SEO ফ্রেন্ডলি হতে হবে! এখন আপনি SEO জানেন না! কিভাবে লিখবেন?

তাই আসুন আগে কিছু SEO শিখি😊

https://youtu.be/pwP6a8v8gXc

এখন বলি সিক্রেট কিছু টিপস!
যেমন আমি ইভেন্ট ব্লগিং করি "এখন আমার ভ্যালেন্টাইন ডে" উপলক্ষে ১৫০০ শব্দের আর্টিকেল লাগবে! আপনি আমার পরিচিত, আমি সরাসরি কোন মার্কেটপ্ল্যাসগুলাতে না গিয়ে আপনার সাথে ইনবক্সেই কন্টার্ক্ট করলাম আমায় ১২ তারিখ এর মধ্যে এই টপিকে এই আর্টিকেল ডেলিভারি দেও। সম্মানী ৫০$
এখন আপনি দেখুন, সরাসরি কাজ পেয়ে গেলেন! কোথাও বিড টিড করতে হলো না😊
এভাবে আমি/আমরা অনেক দিয়ে কাজ করাই করি!

তাই আগে বলবো আর্টিকেল রাইটিং টা মোটামুটি শিখুন, পরে কাজ ছাড়াতে পারবেন না😊

আরো কিছু কথা:-
*আর্টিকেল রাইটার হতে হলে রিসার্চ করা জানতে হবে।
*ভিবিন্ন ইংলিশ ব্লগ ফোরাম গুলাতে আর্টিকেল রাইটার দের সাথে এড থাকতে হবে। তাদের লেখা গুলা পড়তে হবে! গবেষণা করতে হবে।
* নতুন নতুন টপিক খুজতে হবে/জানতে হবে।
নতুন টপিক এর জন্য ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার গুলা ফলো করতে পারেন! ভিবিন্ন হলিডে / স্পেশাল ডে নিয়ে লিখতে পারেন:
https://www.timeanddate.com/holidays/
অবিজ্ঞতা বাড়ানোর জন্য ফ্রী তে ব্লগ গুলাতে লিখতে পারেন😊

কিছু বুঝতে সমস্যা হলে ইনবক্স অথবা কমেন্ট বক্স আছেই তো!

আর হ্যা টাকা কিভাবে পাবেন সেটা চিন্তা করার ধরকার নাই, কাজ করতে করতে অব্যশই বুঝে যাবেন😊
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.