নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সুখবর-
আগামী ২৬ ও ২৭ অক্টোবর NSTU এর ভর্তিপরীক্ষায় অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের জন্য উপজেলা শিক্ষা অফিস, সদর,নোয়াখালীর উদ্যোগে ফ্রি আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
যে সকল স্থানে অস্থায়ী ব্যবস্থা করা হয়েছে-
১) উপজেলা পরিষদ হলরুম( নতুন ও পুরাতন)
২)উপজেলা শিক্ষা অফিস ভবন(নীচতলা,দোতলা)।
৩)সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৪)নুরজাহান সপ্রাবি।
৫) আল হেরা সপ্রাবি।
৬)গোপাই সপ্রাবি।
৭)হরিনারায়নপুর বালিকা সপ্রাবি।
৮) খাদেমুল সপ্রাবি।
৯)মাইজদী সপ্রাবি।
১০)ফতেহপুর সপ্রাবি।
১১)ইসলামিয়া সপ্রাবি
১২) পুলিশ লাইন সপ্রাবি।
সার্বিক যোগাযোগ
# জনাব মোঃ জসিম উদ্দিন সেখ
উপজেলা শিক্ষা অফিসার
মোবাইলঃ০১৭২০২৩৮৬২০
# জনাব মুহাম্মদ মুহীউদ্দীন
সহকারী উপজেলা শিক্ষা অফিসার
মোবাঃ০১৭১০৩৮৫৯২৭
নোবিপ্রবির ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করতে আসা সকলকে Department Of Management Information Systems, NSTU এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
যাতায়াত, আবাসানসহ তোমাদের যে কোন দরকারে যোগাযোগ করতে পারো নিচের নম্বর গুলোতেঃ
ঢাকা থেকে যারা আসছোঃ
Hasib Al Amin
01840602620
Tahmid Fahim
01642757351
Md Salman Khan
01867373680
নরসিংদী থেকে যারা আসছো:
Mohit Sarker
01922879415
ময়মনসিংহ থেকে যারা আসছোঃ
Aminul Islam
01521414967
শেরপুর থেকে যারা আসছো:
Rashed Rahman Suhan
01927157007
কুমিল্লা থেকে যারা আসছোঃ
Md Mohiuddin Mohan
01991959727
MD Sarour Hosen
01787581668
Syed Farid
01752110509
ফেনী থেকে যারা আসছো:
Asif Mahmud Arafat
01843492742
চট্রগ্রাম থেকে যারা আসছোঃ
তানভীর কামাল দূর্জয়
01833086112
পঞ্চগড়,ঠাকুরগাঁও,দিনাজপুর,রংপুর থেকে যারা আসছোঃ
Soikot Prodhan
01744857047
গাইবান্ধা,লালমনিরহাট,নিলফামারি,কুড়িগ্রাম থেকে যারা আসছোঃ
Ashraful Islam Arif
01774165450
১০১ একর মুখরিত হবে তোমাদের কলকাকলিতে ❤
শুভকামনা রইলো সবার জন্য 💖💖
আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পরীক্ষার্থী একটা চিন্তা সবসময় মাথায় থাকে যে, কিভাবে যাবো ? কিভাবে আসবে এই বিষয়েই আমার নিছের পোস্ট টি লিখিত। তোমার জেলা থেকে কিভাবে আসবে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস টি নোয়াখালী জেলার সোনাপুর থেকে ৪ কিঃ মিঃ দক্ষিণে অবস্থিত ।এইখানে উল্লেখ্য, নোয়াখালী জেলা শহর মাইজদি থেকে ৯ কিঃ মিঃ দক্ষিণে ।
সো তোমাকে ক্যাম্পাস এ আসার জন্য প্রথমে সোনাপুর আসতে হবে।এখন তোমার জেলা শহর থেকে সোনাপুর কিভাবে আসবে দেখে নেয়া যাক-
>ঢাকা থেকে-
ঢাকা থেকে প্রতিদিন সকাল ৫:৩০ টা থেকে রাত ১১:৩০ পর্যন্ত প্রতি আধা ঘন্টা পরপর সোনাপুর,নোয়াখালীর উদ্দেশ্যে বাস ছেড়ে আসে। এক্সামের দিন ভোর ৩ঃ৩০ থেকে ছেড়ে আসবে। সাধারণত ৫ ঘন্টা সময় লাগে সোনাপুর পৌছাতে।
ঢাকার টিটিপাড়া, সায়েদাবাদ, বাড্ডা, টংগী, ঝিগাতলা, চিটাগাং রোড, শনিরআখড়া থেকে বাস ছাড়ে।
বাসের নাম- একুশে, হিমাচল।
ট্রেনেও আসতে পারো, প্রতিদন (মঙ্গলবার অফ থাকে) দুপুর ৩ঃ২০ এ কমলাপুর থেকে উপকূল এক্সপ্রেস সরাসরি নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত ১০ঃ৩০/১১ টায় এসে পৌছাবে।
>চট্টগ্রাম থেকে-
চট্টগ্রাম থেকে প্রতিদিন সকাল ৬:০০ থেকে রাত ৯ টা পর্যন্ত প্রতি আধা ঘন্টা পরপর সোনাপুরের আসার জন্য বাস ছেড়ে আসে। ৫/৬ ঘন্টা সময় লাগে পৌছাতে।
চট্টগ্রামের অলংকার মোড়, একে খান থেকে বাসগুলো ছেড়ে আসে।
বাসের নাম: বাধন ও রেসালাহ।
>কুমিল্লা থেকে-
কুমিল্লা থেকে সরাসরি উপকূল বাসে করে সোনাপুর আসা যায়, ৩/৪ ঘন্টা সময় লাগে।
এছাড়া উপকূল এক্সপ্রেস ট্রেনে সরাসরি কুমিল্লা থেকে সোনাপুর আসতে পারবে।
>ফেনী থেকে-
ফেনী, মহীপাল থেকে সকাল ৬:০০টা থেকে রাত ৮ টা পর্যন্ত সুগন্ধা বাস গুলো সোনাপুর এর উদ্দেশ্যে ছেড়ে আসে, ২ ঘন্টা সময় লাগে আসতে।
>লক্ষীপুর থেকে-
লক্ষীপুর চৌরাস্তা ও ঝুমুর হল থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮/৯ পর্যন্ত সোনাপুর এর দিকে ছেড়ে আসে, ২/৩ ঘন্টা সময় লাগে আসতে।
>অন্য সকল জেলা থেকে-
তোমার জেলা শহর থেকে প্রথমে ঢাকা চলে আসো।তারপর ঢাকা থেকে নিচের ওয়ে ফলো কোরে সোনাপুর চলে আসতে পারবে।>
ঢাকা থেকে প্রতিদিন সকাল ৫:৩০ টা থেকে রাত ১১:৩০ পর্যন্ত প্রতি আধা ঘন্টা পরপর সোনাপুর,নোয়াখালীর উদ্দেশ্যে বাস ছেড়ে আসে। এক্সামের দিন ভোর ৩ঃ৩০ থেকে ছেড়ে আসবে। সাধারণত ৫ ঘন্টা সময় লাগে সোনাপুর পৌছাতে।
ঢাকার টিটিপাড়া, সায়েদাবাদ, বাড্ডা, টংগী, ঝিগাতলা, চিটাগাং রোড, শনিরআখড়া থেকে বাস ছাড়ে।
বাসের নাম- একুশে, হিমাচল।
ট্রেনেও আসতে পারো, প্রতিদিন (বুধবার বন্ধ) দুপুর ৩ঃ২০ এ কমলাপুর থেকে উপকূল এক্সপ্রেস সরাসরি নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত ১০ঃ৩০/১১ টায় এসে পৌছাবে।
এছাড়াও তোমাদের জেলা শহর থেকে চট্রগ্রাম বা ফেনী আসার বাসে উঠে ফেনীর মহীপাল নামতে পারো।
ফেনীর মহিপাল থেকে সকাল ৬:০০টা থেকে রাত ৮ টা পর্যন্ত সুগন্ধা বাস গুলো সোনাপুর এর উদ্দেশ্যে ছেড়ে আসে, ২ ঘন্টা সময় লাগে আসতে।
তারপর ও সবাই নিজ নিজ এলাকার বাস ষ্ট্যান্ডে খোঁজখবর নিয়ে রেখো।
>ক্যাম্পাস কীভাবে আসবে সোনাপুর থেকে-
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস টি নোয়াখালী জেলার সোনাপুর থেকে ৪ কিঃ মিঃ দক্ষিণে অবস্থিত। রিক্সা বা অটো করে সোনাপুর থেকে ক্যাম্পাস আসতে পারবে।
রিক্সায় ৩০ টাকা এবং অটোতে একজন ১০ টাকা করে।
শুভকামনা থাকলো তোমাদের জন্য 🙂
🚖কোন কেন্দ্রে কিভাবে যাবে🚘
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আগামী ২৬-২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আসন-বিন্যাস প্রকাশ করা হয়েছে।
-----------
তোমারা মনে হয় কোন কেন্দ্রে তোমাদের পরীক্ষা
অলরেডি জানছো বা জানবা।এই পোস্ট এর মাধ্যমে
কোন কেন্দ্রে কিভাবে যেতে হবে জানিয়ে
দেওয়ার চেষ্টা করবো।
--------
কেন্দ্র গুলো এই ৫ প্লেস থেকে ইন্ডিকেট
করবো আমি-
১-চৌরাস্তা
২-মাইজদি বাজার
৩-মাইজদি কোর্ট
৪-পৌর বাজার
৫-সোনাপুর
*নোয়াখালী হচ্ছে এক রাস্তার শহর।সো তুমি যে গাড়ি করে আসবে সেই গাড়িকে এই নাম গুলো বললেই নামিয়ে দিবে*
------
০১-
কেন্দ্রের নাম: সরকারী কারিগরি উচ্চ বিদ্যালয়,
বেগমগঞ্জ, নোয়াখালী।
>কিভাবে যাবে
-নোয়াখালী চৌরাস্তা নেমেই দেখবে পাশেই এই
স্কুল।সো এই স্কুলে যারা পড়ছো মোটামুটি সুবিধা
পাবে চিনতে।
-------
০২-
কেন্দ্রের নাম: জালাল উদ্দিন কলেজ, বেগমগঞ্জ,
নোয়াখালী।
>কিভাবে যাবে:
চৌরাস্তা থেকে ২৫০ মিটার এর মধ্যেই এই কলেজ।
অটো ভাড়া ৫ টাকা।রিকসা ১৫ টাকা নিবে।
চৌরাস্তা নেমে যে কেউ কে বললেই দেখিয়ে
দিবে।চাইলে হেটে ও যাউয়া যাবে।
--------
০৩-
কেন্দ্রের নাম: জয়নুল আবেদীন মেমোরিয়াল
একাডেমী, বেগমগঞ্জ,
নোয়াখালী।
>কিভাবে যাবে
-
চৌরাস্তা থেকে এটা ও ২৫০-৩০০ মিটার এর মধ্যেই।
অটো ভাড়া ৫ টাকা। রিকসা ১৫ টাকা নিবে।যে
কেউ চিনিয়ে দিবে।চাইলে হেটে ও যাওয়া যাবে
------
০৪-
কেন্দ্রের নাম: বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড
কলেজ, বেগমগঞ্জ, নোয়াখালী
>কিভাবে যাবে
- চৌরাস্তা থেকে ২৫০-৩০০ মিটার। অটো করে ৫
টাকা। রিকসা ১৫ টাকা নিবে।যে কেউ চিনিয়ে
দিবে। চাইলে হেটে ও যাওয়া যাবে।
---------
০৫-
কেন্দ্রের নাম: একলাশপুর উচ্চ বিদ্যালয়,বেগমগঞ্জ,
নোয়াখালী।
>কিভাবে যাবে
-চৌরাস্তা থেকে অটো ১০ টাকা নিবে।রিকসা
২০-২৫ টাকা নিবে।হেটে আসা যাবেনা।
-------
০৬-
কেন্দ্রের নাম: মাইজদী টেকনিক্যাল স্কুল এন্ড
কলেজ, মাইজদী , নোয়াখালী।
>কিভাবে যাবে
-মাইজদি বাজার নেমে হেটে যেতে হবে। ৭-১০
মিনিট লাগবে।যে কেউ কে বললে চিনিয়ে দিবে।
---------
০৭-
কেন্দ্রের নাম: অরুন চন্দ্র উচ্চ বিদ্যালয়, মাইজর্দী,
নোয়াখালী।
>কিভাবে যাবে
-মাইজদি বাজার নেমে হেটে যেতে হবে।রাস্তার
পাশেই ৫-৭ মিনিট লাগবে।
---------
০৮-
কেন্দ্রের নাম: মাইজদী বালিকা বিদ্যানিকেতন,
মাইজদী বাজার,
নোয়াখালী।
>কিভাবে যাবে
-মাইজদি বাজার নেমে হেটে যেতে পারবা।
চাইলে রিকসা নাও।১০-১৫ টাকা ভাড়া নিবে।
---------
০৯-
কেন্দ্রের নাম: এম এ রশিদ উচ্চ বিদ্যালয়,
মাইজদীকোর্ট, নোয়াখালী।
>মাইজদি কোর্ট এর হসপিটাল রোড/সোনালি
ব্যাংক এর সামনে নেমে হেটে যেতে হবে। ২-৩
মিনিট লাগবে।
-------
১০-
কেন্দ্রের নাম: প্রাইমারী টিচার্চ ট্রেনিং
ইনস্টিটিউট (পিটিআই),
মাইজদীকোর্ট, নোয়াখালী।
>কিভাবে যাবে
-মাইজদি কোর্ট নেমে হেটে যাবা ৪-৫ মিনিট
লাগবে।মেইন রোডের পাশেই।
---------
১১-
কেন্দ্রের নাম: নোয়াখালী সরকারী মহিলা কলেজ,
মাইজদী কোর্ট,
নোয়াখালী।
>কিভাবে যাবে
-মাইজদি কোর্ট এর বড় মসজিদ মোড় নেমে রিকসা
নিতে হবে।১৫-২০ টাকা ভাড়া।
---------
১২-
কেন্দ্রের নাম: নোয়াখালী সরকারী বালিকা উচ্চ
বিদ্যালয়, মাইজদী কোর্ট,নোয়াখালী।
>কিভাবে যাবে
--মাইজদি কোর্ট এর বড় মসজিদ মোড় নেমে রিকসা
নিতে হবে।১৫-২০ টাকা ভাড়া।
-------
১৩-
কেন্দ্রের নাম: নোয়াখালী জিলা স্কুল, মাইজদী
কোর্ট, নোয়াখালী।
>কিভাবে যাবে
-মাইজদি কোর্ট, রাস্তার পাশেই। বললেই দেখিয়ে
দিবে বা নেমেই দেখবা।
--------
১৪-
কেন্দ্রের নাম: আল ফারুক একাডেমি,
মাইজদীকোর্ট, নোয়াখালী।
>কিভাবে যাবে
-পৌর বাজার নামতে হবে।তারপর হেটে ৪-৫ মিনিট
লাগবে।
----------
১৫-
কেন্দ্রের নাম: নোয়াখালী উচ্চ বিদ্যালয়, সদর,
নোয়াখালী।
>কিভাবে যাবে
--পৌর বাজার নামতে হবে।তারপর অটো করে গিয়ে
রশীদ কলোনি নামতে হবে। । তারপর রিকসা ১০-১৫
টাকা নিবে।চাইলে হেটেও যেতে পারবা।
-----------
১৬-
কেন্দ্রের নাম: হরিনারায়নপুর উচ্চ বিদ্যালয়,
মাইজদীকোর্ট, নোয়াখালী।
>কিভাবে যাবে
-পৌর বাজার নামতে হবে।তারপর অটো করে যেতে
হবে। রাস্তার পাশেই। ৫ টাকা ভাড়া।
-------------
১৭-
কেন্দ্রের নাম: পৌর কল্যান উচ্চ বিদ্যালয়,
মাইজদীকোর্ট, নোয়াখালী।
>কিভাবে যাবে
-পৌর বাজার নেমে তারপর অটো ৫ টাকা নিবে।
রাস্তার পাশেই।
-----
১৮-
কেন্দ্রের নাম: নোয়াখালী সায়েন্স এন্ড কমার্স
কলেজ, সোনাপুর,নোয়াখালী।
>কিভাবে যাবে
-সোনাপুর নামতে হবে। তারপর মাইজদির দিকের অটো তে উঠেতে হবে ৫ টাকা নিবে।রাস্তার পাশেই।
--------
১৯-
কেন্দ্রের নাম: আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, সোনাপুর, নোয়াখালী।
>কিভাবে যাবে
-সোনাপুর নামতে হবে। তারপর মাইজদির দিকের অটো তে উঠেতে হবে ৫ টাকা নিবে।রাস্তার পাশেই।
------
২০-
কেন্দ্রের নাম: সোনাপুর ডিগ্রী কলেজ,সোনাপুর, নোয়াখালী।
>কিভাবে যাবে
-সোনাপুর নেমে হেটে যাবা।২-৩ মিনিট লাগবে।
------
২১-
কেন্দ্রের নাম: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সোনাপুর,
নোয়াখালী।
>কিভাবে যাবে
-সোনাপুর নেমে অটো ১০ টাকা নিবে।প্রযুক্তি যাবে বললেই হবে।
-------
নোবিপ্রবির সোনালী ক্যাম্পাস, সাফল্য তোমাদের অপেক্ষায়,প্রয়োজন তোমাদের চেষ্টা।
-সাহেদুল সুজন
Website: www.nstu.ac.bd
NSTU ED Page: https://www.engineersdiary.com.bd/review/nstu/
Website post: https://www.engineersdiary.com.bd/ধন্যবাদ-নোয়াখালি-প্রশাসন/