WRE BUET


Basic Idea :
সিভিলের মেজর ৫ টা ভাগ-
১. Structural Engineering
২. Transportation Engineering
৩. Environmental Engineering
৪. Geotechnical Engineering
৫. Water Resources Engineering
কিন্তু ক্রমবর্ধমান চাহিদার জন্য দেশে WRE স্পেশালিষ্টদের গুরুত্ব বাড়লো। এই পারস্পেক্টিভ থেকেই WRE ডিপার্টমেন্টটা খোলা। নদীমাতৃক এবং সাগরের তীরে অবস্থিত দেশ হিসেবে Water Resource গুলো আমাদের জন্য যেমন সম্পদ, তেমনি ক্ষেত্রবিশেষে বিপদের কারণ। আর যেখানে সমস্যা রয়েছে, সেখানেই সমস্যা সমাধানকারীর চাহিদা রয়েছে। বুয়েটের WRE-র একজন শিক্ষকের ভাষ্যমতে, “পানি এমন একটা জিনিস, যেটা বাড়লেও সমস্যা, কমলেও সমস্যা।“ :p
1st 3 years সিভিলের সাথে অলমোস্ট সব কোর্সই সিমিলার। 4th year এ গিয়ে আমরা WRE তে স্পেশালিষ্ট হই।

কি কি পড়ানো হয় :
ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি ছাড়াও সিভিলের যেসব কোর্স পড়ানো হয়-
১. Structural Engineering
Mechanics of solids
Engineering Materials
Structural Design and analysis
Design of concrete structure
২. Environmental Engineering
৩. Transportation Engineering
৪. Geotechnical Engineering

ডিপার্টমেন্টাল কোর্সগুলোর মধ্যে আছে-
Analytical Mechanics :
ফোর্সের আন্ডারে এবং গতির সাথে বস্তু কিভাবে কাজ করে তা শিখানো হয়। যেকোন অবজেক্টকে আমরা ইঞ্জিনিয়ারের দৃষ্টিকোণ থেকে দেখতে শিখি।
Surveying :
একজন ইঞ্জিনিয়ার যে সাইটে কাজ করবে সেই সাইট সম্পর্কে জানা যায়। যেমন : আমরা পানি,নদীর প্রবাহ বা যেকোন ওয়াটার বডির depth ও velocity বের করতে পারি।
Geology and Geomorphology :
এই কোর্সে আমরা জিওলজিক ফরমেশন স্টাডি করি। ওয়াটার বডি,সয়েল আর ক্লাইমেট কিভাবে ফাংশন করে তার বেসিক আইডিয়া পাই। এছাড়াও river,erosion বা deposition এর morphological characteristics জানা যায়।
Fluid Mechanics :
ফ্লুইড কেন এবং কিভাবে একটা স্পেসিফিক ওয়েতে বিহেভ করে সেটা এই কোর্সে শিখি। ফ্লুইডের সাথে energy,velocity,inertia আর pressure এর রিলেশন জানা যায়। রেসিডেন্সিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় চাহিদামত ওয়াটার সাপ্লাইয়ের ডিজাইন করা যায়।
Physical Modeling :
ব্রীজ construction এর আগে নদীতে পানি প্রবাহের রেস্পন্স জানলে ব্রীজ ডিজাইন করতে সুবিধা হয়। যেমন: ব্রীজের piers গুলো circular হবে নাকি square। এক্ষেত্রে মডেলিং হেল্প করে। ল্যাবে একটা নদীর মডেল তৈরি করে আর্র্টিফিশিয়ালি পারিপার্শ্বিক সিচুয়েশন ক্রিয়েট করে অবজারভ করা যায় ব্রীজ construction এর পর কি হবে।
Open Channel Flow :
ফ্লুইড মেকানিক্স যেমন মডেলিং এ হেল্প করে, এই কোর্সটা তেমনি ওপেন চ্যানেলে পানির রেস্পন্স এনালাইসিস ও স্টাডি করতে হেল্প করে। আমরা শিখি কিভাবে পানির এনার্জি ইউজ করতে হয়।
Hydrology :
আমরা যদি কোন এরিয়ার লাস্ট ২০ বছরের rainfall এর এমাউন্ট জানি, তবে ওই এরিয়ার ফিউচার rainfall প্রেডিক্ট করতে পারবো। একইভাবে ব্রীজ কন্সট্রাক্ট করার জন্যও নদীর সর্বোচ্চ ওয়াটার লেভেল জানতে হয়। নাহলে ব্রীজ নিজেই পানির নিচে ডুবে যেতে পারে :p। সো আমরা যদি লাস্ট ৫০ বছরের precipitation rate জানি, তবে hydrology দিয়ে আপকামিং ১০০ বছরের maximum water level বের করতে পারবো। ফলে ব্রীজটা পারফেক্ট হেইটে কন্সট্রাক্ট করা পসিবল হবে। এছাড়াও rainfall আর infiltration (soil আর soil pore এ যে পানি যায়) থেকে কোন এরিয়ার soil moisture বের করা যায়।
Irrigation :
কোন ফিল্ড কনভে করতে কি পরিমাণ ওয়াটার দরকার এবং সেই পরিমানটা কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং ওয়াটার কনভেইং প্রোসেসে কতদিন লাগবে সেসব এই কোর্সে শিখানো হয়, যা চ্যানেল ডিজাইন করতে কাজে লাগে।
Remote Sensing and GIS :
Satellite থেকে soil moisture, precipitation rate, infiltration rate, evaporation rate, solar energy এসব ইনফরমেশন নিয়ে ডিজাইনিং এর ইম্পরট্যান্ট ডিসিশন নেওয়া যায়।
Water Resources Planning and Construction Management :
যেকোন project এ কনট্রাকটর টিম লাগে, ডিজাইনার টিম লাগে। বাজেট ও টাইম লিমিট ঠিক করতে হয়। প্রোজেক্ট মোস্ট ইফিসিয়েন্টলি প্ল্যান করে কোয়ালিটি মেইনটেইন করতে এই কোর্স হেল্প করে। যারা ফিউচারে বিজনেসের দিকে pursue করতে চায় তাদের জন্য এটি খুব ইম্পরট্যান্ট।
Coastal Engineering :
Coast বা Coast এর আশেপাশে বিভিন্ন কন্সট্রাকশন, Coast development এর জন্য এই কোর্স দরকার। এছাড়াও waves, tide, storm surges, tsunami, sea level changes, sea water and marine ecosystem এর মত coastal challenge গুলোর সাথে ডিল করতে শিখায়।
River Engineering and Flood Mitigation :
এই কোর্সে আমরা different river pattern, morphological process, river training, bank protection আর flood management ডিল করতে শিখি।

Software Courses :
AUTOCAD(স্ট্রাকচার ড্রয়িং ও ডিজাইনিং)
C++ Programming and MATLAB (numerical methods এর সাথে related datasets process ও calculate করা।)
ArcGIS (remote sensing আর GIS related। ম্যাপ বানানো।)
HEC RAS (কিছু কন্সট্রাক্ট না করেই ল্যাবে মডেলিং করা)

Job Field :

কারেন্ট পারসেন্টেজ হিসেবে পাশ করার পর WRE গ্র‍্যাজুয়েটরা বসে থাকে না। কিছু কিছু সেক্টরে এই পারসেন্টেজ সিভিলের চেয়েও বেশি। আমরা এমন অনেক কোর্স করি যেগুলোর জব সেক্টরে অনেক ডিমান্ড কিন্তু সিভিলে পড়ানো হয় না। যেমন: GIS Course.
WRE থেকে পাশ করে অন্য যেকোন ডিপার্টমেন্টের সমান বা আরও বেশি শাইন করার সুযোগ থাকে। And to be honest, বাংলাদেশে WRE স্পেশালিষ্টদের অনেক ডিমান্ড। প্রচুর কাজ, বাট এক্সপার্ট লোকের অভাব। তাই যারা কাজ পারে তাদের কাছে কাজ আসতেই থাকে।
পাশ করার পর BUET, MIST, CUET, AUST, Daffodils সহ যেকোন ভার্সিটি, যেখানে সিভিল/WRE পড়ানো হয়, সেখানে academician হওয়া যায়। Sonargaon University, Presidency, UITS এও আমাদের অনেকেই আছে।
সরকারি জব সেক্টরের মধ্যে BWDB, BADC, PWD, WASA, PGCB, GTCL, RRI, LGED, WARPO, SOB, BMO সহ আরো অনেক জায়গা আছে।
বেসরকারি অর্গানাইজেশন এর মধ্যে আছে IWM, CEGIS, RPMC, DARD, Wateraid সহ আরো প্রচুর জায়গা। Mott Macdonald আর যান্ত্রিক নামের ২ টা অর্গানাইজেশনও অনেক পপুলার।
অনেক জায়গায় রিসার্চ এসিস্টেন্ট হিসেবেও কাজ করা যায়। IWFM, WRE Department এর প্রোজেক্ট, হাওর বোর্ডের প্রোজেক্ট, BRAC Universityর CCCR সহ আরো অনেক। বাংলাদেশে environment সেক্টরের কাজ বেশিরভাগই water রিলেটেড। ইন্টারন্যাশনাল ডোনার এজেন্সিগুলোর প্রচুর ফান্ডিং আসে এই খাতে।
UNESCO, IPCC, WMO, SOM, DOT এর মত international organization গুলোতেও WRE স্পেশালিষ্টদের সুযোগ আছে।
অনেকে আবার বিসিএস এ ফোকাস করে।

Higher Studies and Scholarship :
সিভিলের সব বেসিক কোর্সই পড়ানো হয় দেখে সিভিলের যেকোন সেকশনে pursue করা যায়।
Australia,Canada,Europe,Japan এ অনেক স্কোপ। WREর অনেক গ্র্যাজুয়েট ইউরোপের “Eramus Mundus” scholarship পায়। USA তেও অনেক স্কোপ। বাট USA masters এ funding দিতে চায় না। They are more interested for PhD students।
আর scholarship depends on lots of things! বাইরে যেতে CG একটা Key Factor। সো বেটার সিজি থাকলে পসিবিলিটি বাড়ে স্কলারশিপের। ভালো সিজি মানে এরাউন্ড ৩.৫। এর মানে এই না যে সিজি কম থাকলে স্কলারশিপ পাওয়া যাবে না।

Research Field :
কোন আইডিয়া না থাকলে রিসার্চ ফিল্ড সম্পর্কে বোঝানো টাফ। আর ইচ্ছা থাকলে you can research on anything। ৪ বছরে যেসব কোর্স পড়ানো হয় তার যেকোনটি নিয়েই রিসার্চ করা সম্ভব।


Finally,
আমরা ব্রীজ কন্সট্রাক্ট করতে পারি, সিভিল ইঞ্জিনিয়াররাও পারে। কিন্তু আমরা বলতে পারি কোথায় ব্রীজ কন্সট্রাক্ট করতে হবে। আমরা বলতে পারি কোথায় কি পরিমান erosion হবে।
If you still have doubts.....just google or talk to anyone abroad. You will be proud hearing what they say about us.

Written by
Ananda Prodhan (WRE'15, BUET)
Sazid Bin Sabbir (WRE'16, BUET)

Special Thanks to
Khandakar Aurib (WRE'10, BUET)
Mustari Maliha (WRE'12, BUET)

মোঃ জহির উদ্দীন Thanks for the write up.

Read in our Website http://www.engineersdiary.com.bd/buet-wre/
BUET Review http://www.engineersdiary.com.bd/review/buet/
BUET WEB site buet.ac.bd





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.