বিশ্ববিদ্যালয়ে প্রেম করার সুবিধাগুলো

** প্রেমিকদের জন্য-

~ প্রেমিকার হাতের রান্না করা খাবার খেয়ে বারো মাস নাদুস-নুদুস থাকতে পারবেন।


~ বিকালে নাস্তার জন্য মাঝে মাঝে প্রেমিকার রান্না করা নুড্লস চলে আসবে আপনার কাছে।

~ সুন্দর সুন্দর কথা বলে অ্যাসাইনমেন্ট, প্রাকটিক্যাল খাতাগুলো লিখেয়ে নিতে পারবেন কৌশলে।

~ ক্যাম্পাসের জুনিয়র ভাইয়েরা প্রায়ই জিতছেন ভাই বলে প্রশংসায় আপনার মন ভরিয়ে দেবে।

~ ক্যাম্পাসে আপনার পরিচিতি বৃদ্ধি পাবে। সবাই আপনাকে অমুক বা তমুক আপুর প্রেমিক হিসেবে চিনবে।

~ ক্যাম্পাসের ছাত্রী হলের সব গোপনীয় খবর উইকিলিকসের মতো আপনার কাছে ফাঁস হয়ে যাবে।

~ সর্বশেষ সমাবর্তনে আপনার একজন ব্যক্তিগত ফটোগ্রাফার পেয়ে যাবেন না চাইতেই।
**প্রেমিকাদের জন্য-

~ ক্যাম্পাসে প্রেম করলে ভেবে নিতে পারেন আপনি বডিগার্ড সিনেমার কারিনা কাপুর। মানে আপনার একজন বিশ্বস্ত বডিগার্ড আছে।

~ আপনি যখন হুকুম করবেন সে আপনার সামনে আলাদিনের আশ্চর্য প্রদীপের দৈত্যের মতো হাজির হতে বাধ্য থাকবে।

~ নোট ফটোকপি করা, বাজার করা থেকে শুরু করে দুই টাকার মিনি প্যাক শ্যাম্পুও তাকে দিয়ে কিনিয়ে নিতে পারবেন।

~ অন্য কোনো ছেলে ভুলেও আপনাকে প্রেমের প্রস্তাব করে বিরক্ত করবে না।

~ প্রেমিকের জন্য রান্না করতে গিয়ে নিজের রান্নার চর্চাটাও হয়ে যাবে। কে জানে আপনিই হয়ে যেতে পারেন ভবিষ্যতের কেকা ফেরদৌসী।

~ মেজাজ খারাপ থাকলে আপনার নিরীহ প্রেমিককে ডেকে তার ওপর রাগ ঝাড়তে পারবেন।

~ অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন তাকে দিয়ে করিয়ে নিতে পারবেন। আবার ভালো না হলে ঝাড়ি দিয়ে ঝাল মেটানোর সুযোগও পাবেন।

~ শপিংয়ে গেলে ভ্যানিটিব্যাগ ও যাবতীয় কেনাকাটার জিনিস বহন করার লোক হিসেবে প্রেমিক আপনার জন্য বরাদ্দ থাকবে।

~ ক্যাম্পাসের ছাত্র হলের সব গোপনীয় খবর আপনার কানে চলে আসবে বাতাসে ভেসে ভেসে।

~ আর সমাবর্তনে আপনার ব্যক্তিগত ফটোগ্রাফার নিয়ে চিন্তার কিছু নেই। গৃহপালিত প্রেমিক তো থাকবেই সাথে।

©রাজীব নন্দী
বিচ্ছু, যুগান্তর 
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.