CU সাব্জেক্ট চয়েজ দেয়ার বিস্তারিত নিয়মাবলি








#ভালোভাবে_পোস্ট_পড়ো_এবং_ছবিগুলো_দেখো

কিভাবে সাব্জেক্ট চয়েজ দিতে হবে আমি ছবিতে দেখিয়ে দিলাম, দেখে নাও।#অটো_মাইগ্রেশন হবে, মাইগ্রেশন নিচ থেকে উপরের দিকে যায়। ডিমান্ডেবল সাব্জেক্টগুলো উপরে রাখবা তাই, পজিশন যতই হোক, পজিশন অনেক পেছনে থাকলেও।

♦সবগুলো Unit এর সাব্জেক্ট চয়েজ লিস্ট (জব মার্কেট এবং ডিমান্ডেবল সাব্জেক্ট অনুযায়ী) + আরো বিস্তারিত কিছু দেওয়া আছে, লিংকে দেওয়া পোস্টে--
https://m.facebook.com/groups/1697513810558067?view=permalink&id=1931475323828580

♦Subject Choice দেওয়ার জন্য চবির ওয়েবসাইটের লিংক--->
https://admission.cu.ac.bd/applicantapplication/apply.php

Subject Choice দেওয়া শুরু হয়ে গিয়েছে সবার জন্য। কোটায় যারা চান্স পেয়েছ তারাও চয়েজ দিতে পারবে এখন থেকেই। লাস্ট ডেইট ০৮ নভেম্বর রাত ১১.৫৯।
Verification message আসতে দেরি হতে পারে। আবেদনের সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলে সেটাতে মেসেজ আসবে।

সাব্জেক্ট চয়েজ দেওয়ার পর Subject Choice লিস্ট- #ওয়েবপেইজ সেইভ করে, প্রিন্ট-আউট করে সংরক্ষন করিও অবশ্যই । ওটা লাগবে, ভর্তির সময়।ছবিতে দেখিয়ে দিয়েছি এই ব্যপারে।ডাউনলোড অপশন নাই।

সবার জন্য শুভকামনা থাকলো।

শুভকামনায়--
Md. Arifuzzaman
Department of Public Administration
Faculty of Social Science
University of Chittagong.

চবির সব রিভিউ একসাথে https://engineersdiary.com.bd/review/cu
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.