BCS Written বুক লিস্ট: .









অনেকেই বলেছেন, "স্যার, প্রিলির বুকলিস্ট তো পেলাম। প্রিলি না হয় কোনোভাবে পাশ করলাম, কিন্তু রিটেনের কী হবে?" আবার অনেকেই বলেছেন, "বিসিএস রিটেনের জন্য কী কী বই পড়বো, যদি এর একটা বুকলিস্ট দিতেন খুব ভালো হতো।"

এই লেখাটি মূলত তাদের জন্য। আমার সীমিত জ্ঞানের পরিসরে এই পোস্টে প্রথমে রিটেনের বুকলিস্ট এবং পরে যে বইগুলো বিসিএস রিটেন+ বিসিএস প্রিলিতে অর্থাৎ উভয় ক্ষেত্রে কাজে দিবে তার উল্লেখ করেছি।

.

আমি এখানে মূলত আমার কাছে যে বইগুলো ভালো মনে হয়েছে তা শেয়ার করলাম। আপনি চাইলে এই লিস্ট থেকে সংযোজন-বিয়োজন করতে পারেন।

.

১। বাংলা: প্রফেসর'স প্রকাশন + ৯ম-১০ম শ্রেণি বাংলা ব্যাকরণ+ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

.

২। English: প্রফেসর'স প্রকাশন+ Applied English Grammar and Composition by PC Das+ Saifur's Writing & Translation

.

৩. সাধারণ গণিত ও মানসিক দক্ষতা: প্রফেসর'স প্রকাশন + ক্লাস ৪-১০ ম্যাথ (সৃজনশীল)+ Saifur's Analogy

.

৪. সাধারণ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি : ওরাকল+ ৮ম শ্রেণি সাধারণ বিজ্ঞান + ৯ম-১০ম শ্রেণি সাধারণ বিজ্ঞান+ একাদশ -দ্বাদশ শ্রেণি ICT

.

৫. বাংলাদেশ বিষয়াবলি: প্রফেসর'স প্রকাশন+ একাদশ-দ্বাদশ পৌরনীতি+ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস - ড. আবু মো: দেলোয়ার হোসেন

.

৬। আন্তর্জাতিক: প্রফেসর'স প্রকাশন+ আন্তর্জাতিক সম্পর্ক, সংগঠন ও পররাষ্ট্রনীতি - শাহ মো: আবদুল হাই

.

৭। সাবজেক্ট রিলেটেড বিষয়ের পরীক্ষার জন্য (যারা দিতে ইচ্ছুক) ৯ম-১০ম শ্রেণি, একাদশ -দ্বাদশ শ্রেণির বই (নিজ বিষয় সম্পর্কিত) + অনার্সের মেজর কোর্সের বইগুলো বা হ্যান্ডনোটগুলো পড়তে পারেন।




এছাড়াও যা যা পড়বেন-

৮। অর্থনৈতিক সমীক্ষা আপডেটটা ও বাজেট (নীলক্ষেত পাবেন ১০০ টাকার মতো নিবে।) রেফারেন্স দেয়ার জন্য।




৯। গুরুত্বপূর্ণ সম্পাদকীয় কলাম। (চাইলে কাটিং বা নোট করে রাখতে পারেন)




১০। আলোচিত সাম্প্রতিক ইস্যু (আলোচিত ইস্যুগুলো ইন্টারনেটে ভালো করে পাওয়া যায় গুগলের সাহায্যে)




*****

===যে বইগুলো রিটেন ও প্রিলিতে কাজে দিবে।

১। ৯ম-১০ শ্রেণি বাংলা ব্যাকরণ+ শীকর বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা/অগ্রদূত বাংলা




২। Applied English Grammar & Composition+ Saifur's Analogy+ Saifur's Vocabulary




৩। ৮ম, ৯ম-১০ শ্রেণির সাধারণ বিজ্ঞান

.

৪। একাদশ -দ্বাদশ শ্রেণির পৌরনীতি

.

৫। একাদশ -দ্বাদশ শ্রেণির ICT

.

৬। ৯-১০ শ্রেণি ভূগোল (বিজ্ঞান ও বাংলাদেশ বিষয়াবলিতে কাজে দিবে)

.

৭। BCS Preliminary Analysis (ইংরেজি, বাংলা, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, গণিত, মানসিক দক্ষতা, ICT-তে কাজে দিবে)

.

৮। অর্থনৈতিক সমীক্ষা (বাংলা রচনা, ইংরেজি Eassy, বাংলাদেশ বিষয়াবলিতে কাজে দিবে)

.

৯। আন্তর্জাতিক সম্পর্ক, সংগঠন ও পররাষ্ট্রনীতি - শাহ মো: আবদুল হাই

.

১০। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস- ড. আবু মো: দেলোয়ার হোসেন

.

১১। প্রফেসর'স লিখিত গণিত ( প্রিলিতে গণিত ও মানসিক দক্ষতায় কাজে দিবে)

.

১২। ক্লাস ৪-১০ ম্যাথ (সৃজনশীল)

.

.

*মনে রাখবেন, "কম পড়বেন কিন্তু Important বিষয়গুলো গুছিয়ে পড়বেন।"

.

*আরেকটি কথা মনে রাখবেন, "একটি ভালো বই আর একটি ভালো সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার জীবন।"

.

* ধন্যবাদ সবাইকে।

সাথেই থাকুন।

____________________________

=====================

©©© গাজী মিজানুর রহমান

***৩৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার,
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.