Mechanical Engineering (ME) RUET

//Mechanical Engineering কি?
Mechanical Engineering বা যন্ত্রকৌশল হচ্ছে মেশিন এবং মেকানিক্যাল সিস্টেমের ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং এর সূচনালগ্ন থেকেই সভ্যতার বিকাশে যন্ত্রকৌশল মূখ্য ভূমিকা রেখে এসেছে। সেযুগের চাকা আবিষ্কার থেকে শুরু করে এযুগের রোবটিক্স, মহাকাশ অভিযান- সবকিছুর পিছনেই আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। একারণেই একে অনেক সময় ‘মাদার অফ ইঞ্জিনিয়ারিং’ বলা হয়ে থাকে।
ME=Mother of Engineering 🙂
সোজা বাংলায় মেশিন নিয়ে গুতোগুতি করাই মেকানিকেল ইঞ্জিনিয়ারিং এর মৌলিক উদ্দেশ্য।কঠিন ভাষায় বলে লাভ কি!তাই না?😎😎লাগবে ? আচ্ছা।
Mechanical engineering is the discipline that applies the principles of engineering, physics, and materials science for the design, analysis, manufacturing, and maintenance of mechanical systems. খুশি?😋
//Mechanical Engineer এর কাজ কি?
একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টস থেকে শুরু করে রকেট, স্পেসশিপের মত বিশালাকার যানবাহন, যন্ত্রপাতি, মেকানিক্যাল ডিভাইস ডিজাইন, ম্যানুফ্যাকচার, ইনস্টলেশন, মেইনটেন্যান্সের কাজ করা।
//Mechanical Engineering সহজ না কঠিন?
অনেকেই প্রশ্ন করে ,”ভাইয়া, মেকা নাকি অনেক কঠিন? এটা নেয়া কি ঠিক হবে?” উত্তরটা অনেক সিম্পল। যদি তুমি কঠিন ভেবে মেকানিক্যাল নিতে না চাও, তাহলে তোমার কোনো ইঞ্জিনিয়ারিং নেয়াই ঠিক হবেনা। শুধু ইঞ্জিনিয়ারিং কেন? আমি মনে করিনা অন্য কোনো সাব্জেক্টে পড়াও খুব সহজ। হ্যাঁ, মেকানিক্যালে ল্যাব করতে হবে একটু বেশি। কিন্তু, সময়ের পড়া সময়ে কমপ্লিট করলে আশা করি সমস্যা হবে না।
//Mechanical Engineering এ কি কি পড়ানো হয়?
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটি বিস্তৃত সাব্জেক্ট। সুতরাং পড়ানো হয় অনেককিছুই। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হচ্ছে:-
Applied Mechanics
Fluid Engineering
Tribology
Aerospace & Automobile
Energy Conversion
Fuels & Combustion Technologies
Nuclear Engineering
Power Engineering
Advanced Energy Systems
Solar Engineering
Petroleum
Ocean, Offshore & Arctic Engineering
Environment & Transportation
Noise Control & Acoustics
Rail Transportation
Solid Waste Processing
Engineering & Technology Management
Manufacturing Engineering
Pressure Vessels & Piping
Systems & Design
Fluid Power System & Technology
Electrical & Electronic Packaging
Computer Aided Design (CAD)
Computer Aided Manufacturing (CAM)
Mathematics
Basic Physical science
Vibration, control theory and control engineering
Hydraulics, and pneumatics
Mechatronics and Robotics
//রুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমন?
অনেক ভালো। ১৯৬৪ সালে রুয়েটের প্রতিষ্ঠালগ্ন থেকেই এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। তখন
থেকেই এখানে যন্ত্রকৌশল বিভাগের অধীনে সন্মান
ডিগ্রী প্রদান করা হত।১২২ জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করা মেকানিকাল ডিপার্টমেন্টের মোট আসন সংখ্যা বর্তমানে ১৮০।এখানে পর্যাপ্ত সংখ্যক অভিজ্ঞ শিক্ষক আছেন। আর শীতাতপনিয়ন্ত্রিত অত্যাধুনিক ক্লাসরুম তো আছেই, আছে নিজস্ব কনফারেন্স রুম ও বেশকিছু স্বয়ংসম্পূর্ণ ল্যাব।
যেমন:-
মেট্রোলজি ল্যাব,
হিট ইঞ্জিন ল্যাব,
ফ্লুইড ল্যাব
উড শপ,
মেশিন শপ,
ফাউন্ড্রী শপ,
বয়লার ল্যাব,
ওয়েল্ডিং শপ
শিট মেটাল,
ফিটিং শপ,
কম্পিউটার ল্যাব।
//উচ্চশিক্ষা?
মেকানিক্যাল থেকে অনেকগুলো বিষয়ের উপর উচ্চশিক্ষার সুযোগ পাওয়া যায়, দেশ এবং দেশের বাইরে। যেমন:-
-Acoustical engineering
- Aerospace engineering
- Automotive engineering
- Biomechanics
- Biomedical engineering
- Computational fluid dynamics
- Fluid dynamics
- Finite element analysis
- Friction stir welding (FSW)
- Green and Sustainable Technologies
- HVAC
- Heat transfer
- Industrial gas
- Industrial engineering
- Mass transfer
- Materials science
- Manufacturing process
- Mechatronics
- Metallurgy
- Microfluidics
- Marine engineering
- Nanotechnology
- Natural gas processing
- Nuclear reprocessing
- Neuclear engineering
- Ocean Engineering
- Oil exploration
- Oil refinery
- Power control system
- Power generation
- Process control
- Process design
- Process development
- Process engineering
- Production engineering
- Renewable energy
- Safety engineering
- Semiconductor device fabrication
- Syngas production
- Textile engineering
- Thermodynamics
- Transport phenomena
- Unit operations
- Water technology
//মেকানিক্যালের নাকি চাকরি অনেক কমে গেছে?
এই প্রশ্নটা নিশ্চয় তোমাদের অনেককেই ফেইস করতে হয়েছে ইতোমধ্যে! এটি ভিত্তিহীন কথা। একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য সরকারী, বেসরকারী, মাল্টিন্যাশনাল কোম্পানীতে অসংখ্য জব আছে। যারা বিসিএস দিতে ইচ্ছুক তারা টেকনিক্যাল ক্যাডার হিসেবে যোগ দিতে পারবে। যারা আর্মিতে যেতে ইচ্ছুক তারা বিএমএ শর্ট কোর্স দিয়ে সরাসরি ক্যাপ্টেন হয়ে যেতে পারবে। বিভিন্ন পাওয়ারপ্ল্যান্টে অনেক জবের সুযোগ আছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কিছু জব সেক্টর:
সরকারি:-
-BCS (Technical)
-BAPEX
-Bangladesh Telecommunication Regulatory
Commission (BTRC)
-Bangladesh Power Devolopment Board (BPDB)
- Bangladesh Rural Electrification Board (REB)
- Power Grid Company of Bangladesh Limited
(PGCB)
- Electricity Generation Company of Bangladesh
(EGCB)
- Petro-Bangla
ন্যাশনাল & মাল্টিন্যাশনাল কোম্পানি:-
HVAC সেক্টর:-
-WALTON Hi- Tech Industries LTD.
- PRAN RFL LTD.
- British American Tobaco Bangladesh
- Chevron Bangladesh
- HVAC Systems LTD.
- AMAZE Corporation LTD.
- OBSIDIAN
- Landmark Bangladesh LTD
- United Summit Coastal Oil
- Bright Green Energy Foudation
- The AIRCONS LTD.
- E- Cool Resources LTD
- New G Boiler LTD
- Swiftex Situation
- Transpower Engineering Corporation
- Crossing Point Limited
- Ecobit Limited
- EMACO Engineering of Technology
-Bangla CAT
টেক্সটাইল সেক্টর:-
-DBL group
- Noman group
- NASSA group
- Beximco Textile
- Square Textile
- Sinha group
- Thermax group
- Viyellatex group
- Knit Concern group
- Sunman group
- Tanz Apparels
- East Bengal International
- One Tex BD Limited
বিদেশে চাকরি:-
আমেরিকায় মেকানিক্যালের প্রচুর চাকুরী আছে। U.S. Bureau of Labor Statistics এর মতে, ২০১৬-২০২৬ সালে মেকানিকাল ইঞ্জিনিয়ারদের চাকরি বৃদ্ধি পাবে ৯%। জার্মানিতে অটোমোবাইলস সেক্টরে অনেক এগিয়ে। ফলে, সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের চাহিদাও অনেক বেশি। মধ্যপ্রাচ্যেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের চাকুরীর সুযোগ অনেক। একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার Entrepreneur হিসেবেও সফল ক্যারিয়ার গড়তে পারেন।
//মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নাকি ব্যাকডেটেড?
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে Computer Aided Designing (CAD) শিখানো হয়। তোমার কল্পনাকে বাস্তবরূপ দিতে পারবে CAD, CAM ব্যবহার করে। কম্পিউটার প্রোগ্রামিং শিখানো হয়। নিজের মত করে প্রোগ্রামিং করে অনেক জটিল কাজ সহজ করে ফেলতে পারবে। রুয়েটে ২০১৭-১৮ সেশন থেকে নতুন করে কিছু রোবটিক্স রিলেটেড কোর্স, অব্জেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং (C++) এ্যাড করা হয়েছে। এছাড়াও এখানে ইকোনমিকস আর একাউন্টিং কোর্স করানো হয় যাতে করে শুধু একজন মেইনটিন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে নয় বরং কোম্পানির শীর্ষ পর্যায়ের যেকোনো অবস্থানে(যেমন: এমডি) জায়গা করে নিতে পারো খুব সহজেই। তাছাড়াও রয়েছে টেকনিক্যাল ইংলিশ কোর্স যার বদৌলতে নিজেকে গড়ে নিতে পারো একজন পার্ফেক্ট ও যুগোপযোগী ইঞ্জিনিয়ার হিসেবে আর বহির্বিশ্বে উচ্চশিক্ষার পাথেয় হিসেবে দারুণ যুগোপযোগী কোর্স হলো এটিই। সুতরাং, অনেক পুরনো সাব্জেক্ট হলেও মেকানিক্যাল ব্যাকডেটেড নয়। বরং যুগের সাথে তাল মিলিয়ে যুগটাকেই আপডেটেড করে দেয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।
//Co-curricular activities কেমন?
- রুয়েটের বিভিন্ন সোসাইটি যেমনঃ ক্যাড ক্লাব(SCADR), অটোমোটিভ সোসাইটি(SAER),রোবোটিক সোসাইটি (RSR), টিম ক্রাক প্লাটুন, টিম অগ্রদূত এছাড়াও স্পোর্টস, কালচারাল প্রোগ্রামস, টেকনিক্যাল টিমস, কম্পিটিশনস, সোশ্যাল ওয়ার্কস ইত্যাদিতে মেকানিক্যাল স্টুডেন্টদের সরব পদচারণ। তুমি নিজেও এসবে জড়িত থাকতে পারবে। আর প্রতি বছর "মেকা নাইট" ধামাকা তো থাকছেই।
//রুয়েট মেকানিক্যাল কেনো পছন্দের শীর্ষে?
১।টিম ক্র্যাক প্লাটুন
গত ২২ অক্টোবর, ২০১৬ এ ভারতের KCT Dirt Track
অনুষ্ঠিত Quad Bike Design Challenge-2016 প্রতিযোগিতায় ৬ষ্ঠ স্থান অর্জন করে। এমনকি এই টিমটি Best Passionate Team Award অর্জন করে।রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের কিছু উদ্দ্যমী শিক্ষার্থীরা মিলে এই টিমটি গঠন করে ২০১৫ সালের নভেম্বর মাসে।তাদের মাত্র ১১ মাসের পথচলায় তারা ভারতের এই প্রতিযোগিতা ছাড়াও Valeo Innovation Challenge 2015 এ অংশগ্রহন করেন এবং Youth Fest-2016 এ রাজশাহী জোনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এছাড়া Team Crack Platoon তৈরি করেছে Bangladesh এর সর্বপ্রথম Formula racing Car যা Japan এ অনুষ্ঠিত Student formula racing car competition এর জন্য নির্বাচিত হয়।
এ সম্পর্কে জানতে : facebook.com/crackplatoon.ruet
২। ইকোরান ২০১৫
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর দ্বিতীয়বারের আয়োজন, ইকো রান বাংলাদেশ ২০১৫
প্রতিযোগিতা; ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয় বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০টি দল
প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় তিন ও চার চাকার গাড়ি বিভাগে চ্যাম্পিয়ন হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দল—রুয়েট ইঞ্জিনিয়াস ও টিম ওয়ান
৩। ইকোরান ২০১৩
ঢাকায় আয়োজিত ২০১৩ এর ইকোরানে থ্রি হুইলার
ভেহিকেল ডিজাইনে রুয়েট এভেঞ্জারস রানার্সআপ হয়;
আর রুয়েট গ্রাফিঞ্জ তৃতীয় স্থান অর্জন করে।
৪। অত্যাধুনিক ক্লাসরুম
HEQEP এর প্রোজেক্টে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়
অংশগ্রহণ করে, কিন্তু রুয়েট মেকানিক্যাল তার যোগ্যতার
মাধ্যমে প্রজেক্টটি অর্জন করে। এই প্রজেক্টের
অধীনে ৪টি অত্যাধুনিক ক্লাসরুম(AC, Projector, Sound
system) এবং একটি সেমিনার রুম ইতিমধ্যে বানানো হয়েছে।
//কেন Mechanical Engineering?
-মেকানিক্যালে বৃহৎ পরিসরে জানার সুযোগ এবং সেই সাথে যথেষ্ট জবের নিশ্চয়তা পাওয়া যায়। তাহলে, কেন নয়?
[তোমরা সাব্জেক্ট চয়েস দিবা নিজের পছন্দ অনুসারে। কারো কথায় পক্ষপাতদুষ্ট হয়ে নয়। কিছুদিনের মধ্যে সবগুলো সাব্জেক্ট রিভিউ পেয়ে যাবা। সাব্জেক্ট রিভিউ পড়ে, ইন্টারনেটে সার্চ করে নিজের পছন্দ বুঝার চেষ্টা করবা। আর হ্যাঁ, কোন সাব্জেক্ট আগে শেষ হয়, কোনটা পরে শেষ হয় এসব বিবেচনা না করে নিজের ইচ্ছেকে প্রাধান্য দিবা। কোনটা পাবা, কোনটা পাবানা এসবও ভাবার কোনো দরকার নাই। তুমি নিজের মত চয়েস দিবা, ট্রাস্ট মি, পরবর্তীতে হতাশ হবা না। আরেকটা কথা হলো পরিশ্রম ছাড়া কখনোই জীবনে সফল হওয়া সম্ভব না। কোনো সাবজেক্টই খারাপ না। নিজের প্যাসন আর পরিশ্রম করার শক্ত মনোভাব থাকলে যেকোনো সাবজেক্ট থেকেই ভালো করা যায়। আপাত দৃষ্টিতে কোনো ভালো বিষয়ে ভর্তি হয়ে যদি তার প্রোপার ইউটিলাইজ করতে না পারো তাহলে কোনো লাভ নাই। কাজেই কারো কথায় ডাইভার্ট না হয়ে নিজের প্যাসন আর পরিশ্রম করার শক্ত মনোভাব নিয়ে তবেই তোমার পছন্দের বিষয়টি নির্ধারণ করে ফেলো। Best of luck ☺]
WELCOME TO RUET. ☺
Md.Taslim Alam Rafi
ME'18, RUET
(সংগৃহীত ও পরিমার্জিত)
ছবি তুলেছেন Faysal Ahmed

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.