টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের নাসায় ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে প্রিন্সিপাল সাইন্টিস্ট এর পরামর্শ

#NASA
#BUTEX
বাংলাদেশ একটি প্রতিভার সুপ্ত ঘর..

Make Your Dream Come True
আমরা Google  Principal Engineer একজন বাংলাদেশি... জানি 
কিন্তু এটা জানি কি NASA এর Principal Scientist ও একজন বাংলাদেশি...হ্যাঁ...এটা সত্য..
Rubyet Islam
Senior Principal Data Scientist of
The National Aeronautics and Space Administration (#NASA), USA
আজ উনি Bangladesh University of Textile এর উনার সেমিনারের Key Note গুলো তুলে ধরা হলো....

 উনার বক্তব্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট এর পাশাপাশি অন্যান্য ইঞ্জিনিয়ারিং পড়ুয়া স্টুডেন্ট দের জন্যও মাইলফলক হবে..
তিনি বলেন...  
১...Only knowledge gaining is not Enough in terms of Globalization...Be Smart...
(প্রসেস কন্ট্রোল অ্যাবিলিটি... টিম ওয়ার্ক অ্যাডাপটেম্স.. ফ্লুয়েন্ট কমিউনিকেশন আর কোনো কিছু সহজে বুঝতে পারা ও বোঝাতে পারে এগুলো থাকা মানে সে প্রোফেশনালি স্মার্ট.. ) 
(Smart and Intellectuals) in Side to side  peoples are in high demand..
Then Smart people 
Then Intellectuals because its taught to ensure a classic team work with them...
২. বর্তমানে থেকে আগামী ১০ বছরে ডাটা সাইন্স নিয়ে গবেষণা হবে অনেক... পাশাপাশি তার ইমপ্লিমেন্টেশন ও World Wide অনেক বেশি...
তবে ডাটা সাইন্স নিয়ে পড়ার জন্য.. কাউকে নিজের সেক্টর পরিবর্তন করতে বলেন নি... সেটা টেক্সটাইল হোক বা অন্য কোনো ইঞ্জিনিয়ারিং... তিনি এটাও বললেন গুগল ও ফেইসবুক ডাটা সাইন্স নিয়ে কাজ করলেই এখন New decades এ NASA, Amazon,Apple, Microsoft সহ জায়েন্ট.. সংস্থা ও কম্পানি গুলো ডাটা সাইন্স নিয়েও বিস্তর কাজ হবে... 
তিনি নাসার উদাহরণ দিয়ে বলেন... অন্যান্য.. NASA Employees থেকে একজন Data scientist এর Salary Range is so high Tends to millions....(Sexiest Job of 21st Century হিসেবে উল্লেখ করে) 
৩. তিনি এইজন্য কিছু পরামর্শ দেন...
বলেন.. তিনটি জিনিসের খুব প্র‍য়োজন বর্তমান বিশ্ব পাল্লা দিতে...
A.. Programming (Specially Phython, C) 
তিনি বলেন তিনি যখন বুটেক্সে ছিলেন তখন Course থাকা C and C++ এর ধারণা তাকে এগিয়ে রাখে.. তাই Textile Engineering সহ সকল Engineer Students দের Phython, C, C++ এ দক্ষ  হতে আহ্বান জানান...
তিনি বলেন টেক্সটাইলে প্রোগ্রামিং দিন দিন খুব প্রয়োজন হয়ে দাড়িঁয়েছে.... উদাহরণ হিসেবে তিনি Artifical Printing Devolopment  এর কথা বলেন...( ছবি দেখা হয়েছে...) সেখানে Mathematically Programming করে Computer নিজে থেকে একেবারে নতুন নকশা করে নিচ্ছে..  এবং তিনি বলেন... With in a recent Years....এটা Billons of Marketing value gain করবে...
তিনি বলেন... Fabric er Nanotechnological change করে সেটা Computer এর সাথে programming (Mathematically) linkup করার চেষ্টা হওয়া উচিৎ... বুটেক্সিয়ানদের..

B. Deep Departmental Knowledge.. অর্থাৎ যে যে ইঞ্জিনিয়ারিং পড়ছো..সেটায় stick থেকে তার মাঝে Deep knowledge gain করতে হবে... That is the Intellectual part..
C. Manage ability and Communication... এটা খুব দরকার.. জায়েন্ট প্রতিষ্ঠান Team Work basis এ চলে তাই তারা এমন কাউকে কখনই নিবে না... যাদের Manage ability and Communication efficiency নেই...
So Only be an Engineer is not Sufficient... Something soft skills are more important than the hard skill...

৪. তিনি আরো কিছু বিষয় উল্লেখ করেন...বাংলাদেশে Data science এর Application create হতে সময় লাগবে..কিন্তু গ্লোবালি.... Data Science নিয়ে কাজ এখন Most precious phenomenon....  
তিনি বলেন, Data science and Data Analysis  both are not the Same Thing...  
তাই তিনি এখন থেকেই স্টুডেন্ট দের কে ডাটা সাইন্স এর উপর প্রজেক্ট করতে বলছেন..
 Multinational companies গুলো. তুমি কি করতে পারো তার থেকে তুমি কি করেছো...সেটার উপর বেশি গুরুত্ব দেয়..
৫  Most Important কিছু টার্ম সম্ভন্ধে তিনি স্টুডেন্ট দের জানান..
Like Big Data... AI /ML/DL Peta Bytes..Neural Networking,  Deep Learning নিয়ে Study করতে বললেন....
৬.তিনি বুটেক্সিয়ান দের Nono mechanics and Thermodynamics নিয়েও কাজ করতে উৎসাহিত করেন... তিনি খুব খুশি হয়েছেন জেনে যে... South Asia তে Textile নিয়ে গবেষণা তে সবচেয়ে এগিয়ে আছে বুটেক্স... ( বর্তমানে ৪২ জন শিক্ষক টেক্সটাইল নিয়ে বিভিন্ন দেশে গবেষণারত হয়েছেন...) তিনি জানান Textile Related application ও নাসাতে আছে... কিন্তু সেটার জন্য Applicant কে Vast knowledge holder হতে হবে....(Like Radar Devolopment, Spacecraft devolopment with Textile meterial, space Suit etc)
৭. তিনি Finally বলেলেন.. Mathematics, Programming, Basic Engineering Deep knowledge, Management These would be the primary key of Your Dreams.

This Extremely Important Concerns Denoted through The Seminar of "Application of Data Science in Textiles, Skill Required and Career  prospect"
By RUBYET ISLAM
Senior Principal Scientists of NASA, USA
Ex Student of  23rd Batch, Bangladesh University Of Textiles 

 Note Taken By
Arjan Roy 
Textile Engineering Management Department 
45 th Batch, BUTEX..
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.