আমার আলোচনার লাস্ট টপিক ছিল,আইইএলটিএস কি এবং কেন? কথা দিয়েছিলাম পরবর্তীতে আলোচনা করবো জিআরই কি এবং তা কেনোই বা প্রয়োজন??তো চলুন আজ শুরু করি জিআরই কি এবং কেন...আইইএলটিএস র মত এটিরও ০৬ পর্ব করে আলোচনা করবো ইনশা আল্লাহ....
.
জিআরই(GRE) কি?
জিআরই শব্দের পূর্ণরুপ "গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনেশন"(Graduate Record Examination) এটি মূলত এক এডুকেশনাল টেস্টিং সার্ভিস(ETS) র একটি এডুকেশনাল ব্রান্ড তাই একে লিখা হয় GRE®।
.
বুঝলাম,কিন্তু ভাইয়া এটি কেনই বা প্রয়োজন??
আপনার যদি স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবেন বিশেষত আমেরিকা তে তাহলে তো কথাই নাই, জিআরই আপনার জন্য সেই স্বপ্নের দুয়ার খুলে দিতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।দেশে স্নাতক পর্যায় শেষ করে স্নাতক পরবর্তী এমএস বা পিএইচডি প্রোগ্রামে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য জিআরই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোজা কথায় বলতে গেলে জিআরই একটি এমন এডুকেশনাল টেস্ট যেটি সম্পূর্ণরূপে কম্পিউটারইজাইড যেটি অনেক দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়(বিশেষ করে উত্তর আমেরিকার বিশ্ববিদ্যালয়সমূহ) এ গ্রাজুয়ট(মাস্টার্স/পিএইচডি) করার জন্য Scince এবং Arts ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের জন্য লাগে।অন্যদিকে একইরকম ক্ষেত্রে কমার্সেরর স্টুডেন্টরর জন্য লাগে GMAT(পরবর্তীতে আলোচনা করা হবে এ বিষয়ে ইনশা আল্লাহ)।
.
জিআরই কেন এত গুরুত্বপূর্ণ??
পৃথিবীর বেশিরভাগ স্বনামধন্য বিশ্ববিদ্যালয়সমূহে পড়ার জন্য IELTS(পূর্ববর্তী পোস্টে আলোচনা করা হয়েছে) বা TOEFL হলেই চলে।ভালো সিজিপিএ এবং আইইএলটিএস বা টোফেলে ভাল স্কোর বিদ্যমান থাকলেই ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেতে পারেন।কিন্তু আমেরিক। কানাডা, উত্তর আমেরিকার বেশকিছু দেশের বিশ্ববিদ্যালয় অনেক শেয়ানা,তারা জানে যে শুধুমাত্র সিজিপিএ দিয়ে একজন স্টুডেন্ট কে বিচার করা যায়না,এই যে ধরুন বাংলাদেশের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৩.৫ তোলা কষ্টসাধ্য অথচ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেখবেন ৩.৮+ ইজিলি পাওয়া যায় বা কিছু পাবলিকেও কিছু ডিপার্টমেন্টে অত্যাধিক ভালো রেজাল্ট হয় আর কিছুগুলোই তেমন না।সো যাদের সিজিপিএ কম কিন্তু বিদেশে পড়ার স্বপ্ন ছিল তারা হতাশ হইও না,নিজেকে প্রমাণ করার সুযোগ এখনো আছে।
.
জিআরই পরীক্ষার অনন্যতাঃ
সাধারণত প্রচলিত অধিকাংশ পরীক্ষাই হয়ে থাকর কাগজ কলমে কিন্তু জিআরই বা জিম্যাট উভয়ই সম্পূর্ণই কম্পিউটারজাইড পদ্ধতিতে হয়।
.
কেমন হয় পরীক্ষা পদ্ধতি??
আগেই বলেছি এটি একটি কম্পিউটারজাইড পরীক্ষা, অতএব আপনার সামনে কম্পিউটারে একটি প্রশ্নপত্র দেওয়া হবে। পূর্বে জিআরই ছিল CAT(Computer Adaptive Test) ধরনের অর্থাৎ কম্পিউটার আপনার প্রদত্ত প্রশ্নের উত্তরের উপর নির্ভর করে পরবর্তী প্রশ্নটি আপনাকে দেখাবে,আপনি যদি উত্তর ভুল দেন সেক্ষেত্রে আপনাকে একটু সহজতর প্রশ্ন দেওয়া হবে আর যদি সঠিক উত্তর দোন তাহলে একটু কঠিনতর প্রশ্ন দেওয়া হবে।কিন্তু এখন আর CAT(পরবর্তীতে আলোচনা করবো ইনশা আল্লাহ) ব্যবহৃত হয়না। এখন হয় MST(Multi Stage Testing)। বর্তমানে দুটি ভার্বাল ও দুটি ম্যাথ সেকশন থাকে,যদি প্রথম টা আপনার ক্ষেত্রে ভার্বাল অংশ,এক্ষেত্র আপনি যদি ভালো করেন তো ম্যাথ সেকশন টা আপনার জন্য একটু কঠিন করা হবে।আবার যদি প্রথম ম্যাথ সেকশন হয় আর ভালো হয় তাহলে পরবর্তী ভার্বাল সেকশন টা কঠিন হবে আর ভালো না হলে একটু সহজতর করা হবে,অর্থাৎ বিপরীতক্রম।
.
ইনশা আল্লাহ পরবর্তী পর্বে আরো তথ্য দিয়ে সহায়তা করবো,সাথে থাকুন।
.