"শিক্ষামন্ত্রী হিসেবে রোবট সোফিয়া কে দেখতে চাই"
0
February 03, 2018
যতদিন পর্যন্ত বাংলাদেশের শিক্ষা পদ্ধতি রোবট দ্বারা পরিচালিত হবেনা ততদিন পর্যন্ত প্রশ্ন ফাস ঠেকানো যাবেনা। এমন কিছু রোবট বানাতে হবে যেগুলো পরীক্ষার জন্য প্রশ্ন তৈরি করবে,তারপর কিছু রোবট প্রশ্ন ছাপাবে,কিছু রোবট প্রশ্ন পেকেটে ঢোকাবে তারপর কিছু রোবট প্রশ্ন গাড়ি দিয়ে নিয়ে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাবে। কি ভাবছেন রোবটের কাজ শেষ নাকি! না এখনও শেষ হয়নাই কাজ।কারন কিছু শিক্ষক আছেন যারা প্রশ্ন পেয়ে স্কুলের থেকেই প্রশ্ন ফাস করেন।তাই প্রশ্ন কেন্দ্রে পৌছানোর পর কিছু রোবট কে তা পাহাড়া দিতে হবে এবং প্রত্যেক ক্লাসে ক্লাসে রোবট কেই প্রশ্ন দিয়ে আসতে হবে। এরকম হইলেই প্রশ্ন ফাস বন্ধ করা সম্ভব।এইসব কথা মাথায় রেখে রোবট সোফিয় কে বাংলাদেশের শিক্ষামন্ত্রী হিসেবে দেখতে চাই! কারন___ ২০ লাখ পরীক্ষার্থীর জন্য প্রত্যেক বিষয়ের কয়েক সেট করে প্রায় ১০ কোটির অধিক প্রশ্ন ছাপাতে হয়। তারমধ্যে থেকে একটা প্রশ্ন চুরি করে নেওয়া কোন ব্যাপার না। প্রশ্ন যে বানাবে সে অসৎ, প্রশ্ন যে ছাপাবে সে অসৎ, প্রশ্ন যে বহন করবে সে অসৎ, প্রশ্নযে দিবে সে অসৎ, প্রশ্ন যে পাহাড়া দিবে সে অসৎ এতো সব অসৎএর মধ্যে কেউনা কেউ প্রশ্ন নিয়ে ফেলা কোন ব্যপার না। একজন শিক্ষামন্ত্রীর পক্ষে তা ঠেকানো সম্ভব না।যতদিন পর্যন্ত দেশের মানুষ সৎ না হবে ততদিন পর্যন্ত প্রশ্ন ফাস হবেই। যতদিন পর্যন্ত আপনারা আমরা প্রশ্ন ফাসের জন্য অপেক্ষা করবনা,প্রশ্ন ফাস হলেও নিবনা ততদিন পর্যন্ত হবেনা প্রশ্ন ফাস বন্ধ। কারন চাহিদা আছে বিধায় অসাধুরা প্রশ্ন ফাস করছে।কেউ যদি না নিত তাহলে তারা করতনা প্রশ্ন ফাস। দেশের মানুষের মানসিকতা বদলালেই প্রশ্ন ফাস বন্ধ হবে। কিন্তু আফসোস আমাদের মানসিকতা বদলাবেনা। একারনে শুরুতে যা বলেছিলাম তাই করতে হবে। পুরো পদ্ধতি রোবট দ্বারা পরিচালিত করতে হবে। কি ভাবছেন এতো সহজে সমস্যার সমাধান হয়ে যাবে! রোবট গুলো তো মানুষ দ্বারাই পরিচালিত হয়। রোবটের সিস্টেম বদলিয়ে বা হ্যাক করে চোরা মুড করে দেওয়ার মতো বাঙ্গালির অভাব নাই। তাইলে সমাধান?? আছে সমাধান।রোবট গুলাকে অবশ্যই বিদেশি ইঞ্জিনিয়ার দ্বারা পরিচালিত করতে হবে তাহলেই হবে প্রশ্ন ফাসের সমাধান।একারনেই বোধ হয় আমাদের দেশের বেশির ভাগ নামিদামী কোম্পানীর সিইও থেকে শুরু করে বড় বড় পদে সব বিদেশী মানুষ কে বসাই রাখছে।কারন একটাই,আমাদের কোন বিশ্বাস নাই কে কখন লোভে পড়ে অসৎ হয়ে যায় তার কোন ঠিক নাই। যাই হউক, এতক্ষন যা বলছিলাম সবই কাল্পনিক,যা কখনই সম্ভব নয়। তবে বাস্তব একটাই আছে, দেশের মানুষ যখন সৎ নিষ্ঠাবান মানসিকতার হবে তখনই দেশ থেকে প্রশ্ন ফাসসহ সব সমস্যাই সমাধান হবে।
Shourav Chowdhury Babu,CU
Tags