এইচ এস সি ২০১৮ পদার্থ বিজ্ঞান ২য় পত্র

সামনে এইচ.এস.সি পরীক্ষা তাই তোমাদের অরেকেই পদার্থবিজ্ঞান ২য় পত্র নিয়ে অনেক চিন্তিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সাজেশনের প্রতি খুব বেশি গুরুত্ব না দিয়ে প্রথমে প্রতিটি অধ্যায় ভালোভাবে কয়েকবার পড়ে নিবে এরপর সাজেশন দেখবে কারন আমরা যা দিব অবশ্যই সেগুলো গুরুত্বপূর্ণ কিন্তু পরীক্ষাতে শুধুমাত্র গুরুত্বপূর্ণ জিনিশই আসবে এর নিশ্চয়তা কে দেবে?

১ম অধ্যায়- (তাপ ও গতিবিদ্যা )

  1. তাপ
  2.  তাপের বিভিন্ন সূত্র সমূহ (Q=ms∆H, Q=mlf,Q=mlv)
  3.  তাপমাত্রা
  4.  তাপমাত্রার বিভিন্ন স্কেল
  5.  সিস্টেম
  6. তাপগতি বিদ্যার সূত্র
  7. তাপগতীয় প্রক্রিয়া
  8. এন্ট্রপি
  9. রুদ্ধতাপীয় লেখ এবং সমোষ্ণ লেখ ।
  10. কর্মদক্ষতা নিয়ে গাণিতিক সমস্যা
  11. এন্ট্রপি নিয়ে সমস্যা ।

২য় অধ্যায়- (স্থির তড়িত )

  1. কুলম্বের সূত্র
  2.  তড়িৎ ক্ষেত্র
  3.  তড়িৎ বল
  4.  তড়িৎ প্রাবাল্য
  5.  তড়িৎ বিভব
  6.  ধারক
  7.  পরিবাহি
  8.  অপরিবাহী
  9.  অর্ধপরিবাহী ।
  10. কুলম্বের সূত্র(নিউটনের মহাকর্ষ সূত্র) থেকে গানিতিক সমস্যা গুলো
  11. ধারকের সমাবেশ থেকে সমস্যা
  12. কোন বিন্দুতে বিভব নির্ণয়

৩য় অধ্যায়-(গতিবিদ্যা )

  1.  রোধ
  2. রোধের উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব
  3. জুলের সূত্র সমূহ
  4. তড়িৎ চালক শক্তি
  5. কোষের সমন্বয়
  6. কারশফের সূত্র
  7. হুইটস্টোন ব্রিজ
  8.  তাপ
  9. তাপমাত্রা
  10. তড়িৎ প্রবাহ
  11. বিভব থেকে সমস্যা
  12. হুইটস্টোন ব্রিজের নীতি ব্যবহার করে সমস্যা গুলো
  13. রোধের বিভিন্ন সমাবেশ নিয়ে সমস্যা ।

৪র্থ অধ্যায়- ( তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব )

  1. চৌম্বক ক্ষেত্রের মান ও দিক
  2. হল প্রবাহ
  3. হল বিভব
  4. বিনতি
  5. বিচ্যুতি
  6. বিচ্যুতি,ভূ-চৌম্বক ক্ষেত্রের অনুভুমিক উপাংশ
  7. চৌম্বক পদার্থের শ্রেনী বিভাগ
  8. আধানের উপর কারযরত বল নির্ণয়
  9. চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়
  10. অনুভুমিক উপাংশ –উল্লম্ব উপাংশ
  11. বিনতি ও বিচ্যুতি নির্ণয়

৫ম অধ্যায়-( তাড়িতচৌম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ )

  1. চৌম্বক ফ্লাস্ক
  2. স্বকীয় আবেশ
  3. পারস্পরিক আবেশ
  4. দিক পরিবর্তী প্রবাহের বর্গমুলীয় গড় মান –শীর্ষ মান।
  5. লেঞ্জের সূত্রের প্রয়োগ সম্পর্কিত সমস্যা
  6. সমস্যা,সবকীয় আবেশ গুনাঙ্ক থেকে সমস্যা
  7. তড়িৎ চালক শক্তি নির্ণয়
  8. তড়িৎ প্রবাহ নির্ণয়

৬ষ্ঠ অধ্যায়-(জ্যামিতিক আলোক বিজ্ঞান )

  1. ফার্মাটের নীতি
  2. প্রতিফলন
  3. প্রতিসরণ
  4. লেন্স
  5. লেন্স তৈরির সমীকরণ
  6. জটিল অনুবিক্ষন যন্ত্র
  7. প্রিজম কোন
  8. ফোকাস দূরত্ব নির্ণয়
  9. প্রতিসরনাঙ্ক নির্ণয়
  10. বিবরধন নির্ণয়
  11. ন্যূনতম বিচ্যুতি কোন নির্ণয়

৭ম অধ্যায়-(ভৌত আলোক বিজ্ঞান )

  1. হাইগেন্সের নীতি
  2. ব্যতিচার
  3. সমবর্তন
  4. অপবরতন
  5. চৌম্বক ক্ষেত্রের মান ও দিক নির্ণয়
  6. ডোরা ব্যবধান
  7. ডোরা প্রস্থ নির্ণয়

৮ম অধ্যায়-(আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা )

  1. জড় ও অজড় প্রসঙ্গ কাঠামো,
  2. আইনস্টাইনের আপেক্ষিকতার সার্বিক ও বিশেষ তথ্য সম্পর্কে পুরোপুরি ধারণা রাখতে হবে
  3. মৌলিক বল্গুলো কি কি,তাদের মধ্যে তুলনা।
  4. আইনস্টাইনের সূত্রের ম্যাথ গুলো
  5. মহাকাশে সময় ও বেগের হিসাব নিকাশ

৯ম অধ্যায়-(পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান )

  1. আলফা
  2. বিটা ও গামা কণা
  3. অর্ধ জীবন
  4. বন্ধন শক্তি
  5. নিউক্লিয়ার বিক্রিয়া
  6. ইলেক্ট্রনের শক্তি
  7. কম্পাংক
  8. তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কীয় সমস্যা
  9. তেজস্ক্রিয় পদার্থের অবশিষ্ঠাংশ
  10. গড় জীবন ও অর্ধজীবন নির্ণয়

১০ম অধ্যায়-(সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স )

  1. ব্রান্ড তত্ত্ব
  2. শক্তি স্তর
  3. জাংশন ও ডায়োড
  4. ট্রানজিস্টার
  5. প্রবাহ বিবর্ধন গুণক ও প্রবাহ লাভ থেকে ম্যাথ
  6. সংখ্যা পদ্ধতির পারস্পারিক রূপান্তর।

১১ তম অধ্যায়-(জ্যোতির্বিজ্ঞান )

  1. বিশেষ করে দিগন্ত ব্যাসার্ধ,
  2. মুক্তি বেগ
  3. নক্ষত্রদের ভর ও ঘনত্ব সম্পর্কিত সমস্যা
লেখা: Tusar Mamun 
পেজের লেখা বা সেবা যদি ভালো লাগে অথবা কোনভাবে আপ্নারা উপকৃত হন, তাহলে ৫* রিভিউ দিয়ে মতামত জানান। এটা আমাদের জন্য অনুপ্রেরণা। পেজের লেখাগুলো সবার আগে পেতে ফলোয়িং অপশনে গিয়ে সী ফার্স্ট সেট করুন। নিয়মিত লাইক না দিলে লেখা আ[পনার সামনে যাবেনা। কমেন্ট এ লেখা সম্পর্কে আপনার মতামত জানান। গুরত্বপূর্ণ লেখাগুলো শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন) Write Review here - https://www.facebook.com/pg/EngineersDiary16/reviews/?ref=page_internal join our Community group https://www.facebook.com/groups/CEESBD/ Science Study- https://www.facebook.com/groups/ScienceStudy.EngineersDiary/ Join for admission Query https://www.facebook.com/groups/EMV17/ visit our website- https://engineersdiarybd.blogspot.com/ )

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.