Animal science and Veterinary medicine (ASVM) + Animal Husbandry

সাবজেক্ট রিভিউ: অ্যানিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদ
(এএসভিএম=ভেটেরিনারি মেডিসিন+এনিম্যাল হাসবেন্ড্রী)
শেকৃবির অন্যতম সফল ও ঈর্ষনীয় অনুষদ এএসভিএম অনুষদ। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ডিভিএম ও এনিম্যাল হাসবেন্ড্রী ডিগ্রি আলাদাভাবে দেওয়া হলেও শেকৃবিতে দেওয়া হয় কম্বাইন্ড ডিগ্রি। একজন শিক্ষার্থী তাই চাকুরীক্ষেত্রে দুইটি ডিগ্রির সুবিধা পেয়ে থাকেন এবং দুইটি ডিগ্রির সকল ক্ষেত্রে আবেদনের যোগ্যতা রাখেন। প্রতিষ্ঠার পর থেকেই এই অনুষদ অত্যন্ত সফলভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজকে এ অনুষদের চাকুরীক্ষেত্র নিয়ে রিভিউ দেওয়া হলোঃ
ভেটেরিনারিয়ান বা প্রানিচিকিৎসক বলতে বোঝায় তাদের যারা প্রানিদের রোগ নির্ণয়, চিকিৎসা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে থাকেন। বিশ্বজুড়ে এটি একটি প্রাচীন এবং উন্নত পেশা হলেও বাংলাদেশে এর সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বেশিদিন হয় নি। বাংলাদেশে খুব অল্প সংখ্যক পেশা যেগুলোতে পাস করার পর পরই চাকরি নিশ্চিত থাকে তাদের মধ্যে অন্যতম এই ভেটেরিনারি পেশা। এছাড়া উচ্চ শিক্ষা ও চাকরির জন্য দেশের বাইরে যাওয়ার অফুরন্ত সু্যোগ তো আছেই।
কাজের পরিধিঃ ভেটেরিনারি একটি বহুমুখী কর্মপরিধী বিশিষ্ট পেশা। দেশের সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই রয়েছে বিপুল সম্ভাবনা। প্রতিটি বিসিএস পরীক্ষায়ই ভেটেরিনারি সার্জন (ভি.এস.) পদে ভেটদের জন্য বরাদ্দ থাকে পর্যাপ্ত সংখ্যক আসন। বাংলাদেশ সেনাবাহিনী, বিভিন্ন চিড়িয়াখানা এবং বন ও পরিবেশ মন্ত্রনালয় অধীন বন বিভাগে এটি একটি অপরিহার্য পদ। এছাড়াও বাংলাদেশ প্রানিসম্পদ গবেষনা ইন্সটিটিউট(BLRI), বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ বিভিন্ন গবেষনা প্রতিষ্ঠানেও কাজ করার সু্যোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক ও বহুজাতিক প্রতিষ্ঠানেও কাজ করার সুযোগ আছে।
এই পেশার একটি বড় কর্মক্ষেত্র হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। দেশে রয়েছে অসংখ্য ডেইরি ও পোল্ট্রি ফার্ম। এসব ফার্মে প্রতি মুহূর্তে দরকার হয় বিভিন্ন চিকিৎসাসেবা এবং কারিগরি সহায়তা। এ জন্য বিভিন্ন ফার্মাসিটিক্যাল কোম্পানি(স্কয়ার ,রেনাটা,টেকনো,একমি ইত্যাদি) গড়ে তুলেছে তাদের এগ্রোভেট ডিভিশন যেখানে সফলতার সাথে কাজ করছে দেশের ভেটরা। এছাড়া বিভিন্ন হ্যাচারি, ব্রিডার ফার্ম আর ফিড কোম্পানি তো আছেই। রয়েছে মিল্ক ভিটা, প্রাণ, আড়ং কিংবা আর. ডি. মিল্ক এর মত বিভিন্ন ডেইরি প্রতিষ্ঠান যা ভেট ছাড়া অচল। আর কারো যদি চাকুরি করার ইচ্ছা না থাকে তাহলে ধানমন্ডি,গুলশান বা কাটাবনে খুলে বসতে পারে পেট ক্লিনিক অথবা যে কোন ধরনের এগ্রোভেট কনসাল্টেন্সি ফার্ম।
আয়ঃ একজন ভেটেরিনারিয়ান সরকারি চাকুরির ক্ষেত্রে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে সকল ধরনের বেতন কাঠামো এবং সু্যোগ সুবিধা প্রাপ্ত হন। আর বেসকারি প্রতিষ্ঠানের বেতন বেশ আকর্ষণীয় যা চাকুরির শুরুতে সর্বসাকুল্যে প্রতি মাসে ৩০,০০০টাকা থেকে শুরু করে পরবর্তীতে ১,০০,০০০-১,৫০,০০০টাকা পর্যন্ত হতে পারে।
#Job_Sector # Govt .
Jobs........ • Veterinary Surgeon (BCS) •University Teacher • Scientific Officer of BLRI, LRI. ©Project Development Officer •Officer (Dairy farm, Goat farm, Poultry farm, buffalo farm, Pig farm etc) • RVFC (Army) •Lecturer (LTI, Technical college & Govt.Veterinary College) • General Cadre (Foreign affairs, ASP, Custom, Family Planning, Education etc.) • PSC Non cadre Officer. •NSI officer, NBR officer, ATO etc. • Govt. Bankers. # International Organization...... •UNDP Officer • ICDDR’B Scientist • FAO Officer • WFP Officer • JICA Officer • Eco Health Scientist •World Vission Officer •Heifer Executive • CARE Scientist • PKSF Officer • Solidarity Officer • UNFPA Scientist
# Non_Govt . Jobs.... • Technical Officer (Medicine & Feed) • Product Executive (Medicine) •Farm Officer • TrainingExecutive • Research Officer (Food, Meat etc) • Veterinary Officer (Brac, Pran, Aftab, Megna group etc) • Livestock Officer ( Various NGO) • Business Development Officer • Section Officer (Private organizations) • Marketing Officer (Medicine & Feed) • Lecturer (Private Technical college) • Private Bankers etc & • Many more….
ANIMAL HUSBANDRY (পশুপালন বিদ্যা)
বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ।দেশের সামগ্রিক উন্নয়নে কৃষির অবদান অপরিসীম । পাশ করার পর রয়েছে দেশের বাইরে যাওয়ার অপারসুযোগ। ভালো ফল করলে শিক্ষকতার সুযোগও থাকছে। অনেকেই সরকারি কলেজে ও শিক্ষকতা করছেন। বাংলাদেশ কর্ম কমিশনের (বিসিএস) পরীক্ষায় কৃষিবিদেরা টেকনিক্যাল ও সাধারণ উভয় ক্যাডারেআবেদনের সুযোগ পাওয়ায় দেশের সব কর্মক্ষেত্রে যোগ দিতে পারবেন। তাছাড়া কৃষি ব্যাংকগুলোতে অগ্রাধিকারসহ দেশের সরকারি ও বেসরকারি সব ব্যাংকে চাকরি করছেন হাজবেন্ড্রিয়ানরা। বিভিন্ন সরকারি ট্রেনিং ইনস্টিটিউটে লেকচারার হয়ে যোগ দেওয়া যায়। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার আমিষের চাহিদা মেটাতে এ্যানিমেল হাজবেন্ড্রি অন্যতম বড় শিল্প পোলট্রিসহ ডেইরি, পশুখাদ্য উৎপাদন কাজ করছেন স্নাতকেরা। বিসিএসে টেকনিক্যাল ও সাধারণ উভয় ক্যাডারে সুযোগ পাওয়ায় দেশের সব কর্মক্ষেত্রে যোগ দিতে পারবেন। উপজেলাগুলোতে বৈজ্ঞানিক কর্মকর্তা,পশু উৎপাদন কর্মকর্তা কিংবা পোলট্রি উন্নয়ন কর্মকর্তা হয়ে যোগ দেন এবং পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে (বিএলআরআই) বৈজ্ঞানিক কর্মকর্তা হয়ে যোগ দেওয়া যায়। এই প্রতিষ্ঠানের অধীনে বিভিন্ন সরকারি ফার্ম ও গবেষণা কেন্দ্র আছে। সরকারি প্রতিষ্ঠান মিল্ক ভিটা, সাভারের বাংলাদেশ কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্র ও দুগ্ধখামার, কক্সবাজারের হরিণপ্রজনন কেন্দ্র, সিলেটে ছাগল প্রজনন কেন্দ্র,বাগেরহাটে মহিষ প্রজনন কেন্দ্র, বেশ কয়েকটি জায়গায় কুমির প্রজনন কেন্দ্র এবং বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে পশুপালন স্নাতক চাকরি করছেন। বিভিন্ন চিড়িয়াখানায় ক্যাডারে কিউরেটর এবং নন-ক্যাডারে জ্যু অফিসার,safari park officer হিসেবে চাকরি করতে পারেন এই বিভাগের শিক্ষার্থীরা। তবে বেসরকারি পর্যায়েও কাজের ক্ষেত্র বেশ ব্যাপক। বেসরকারি দুগ্ধ ও পোলট্রির খামার, ব্র্যাক, ফিড মিল, ডেইরি ফার্ম,এনজিও এবং আন্তর্জাতিক সংস্থায় (FAO,WHO,FRI,UNICEF,UN,DFID etc)চাকরির সুযোগ থাকছে। এসবের মধ্যে আড়ং ডেইরি, কাজী ফার্মস, আফতাব বহুমুখী ফার্ম,ফার্ম ফ্রেশ, প্রাণ,প্যারাগন, এ্যাংকর, মিল্ক ভিটা, সিপি ফুড আরও উল্লেখযোগ্য। এসব প্রতিষ্ঠানে starting salary ৩০০০০-৩৫০০০ টাকা রয়েছে। তাই চাকুরি নিয়ে ভাবতেই হবেনা। উদ্যোক্তা হওয়ার সুযোগ তো রয়েছেই।
পড়াশুনাঃ বিস্তৃত কর্মক্ষেত্রের জন্যই এএসভিএমে পড়াশুনার চাপটা সবসময়ই একটু বেশি। পাঁচ বছর (চার বছর ছয় মাস একাডেমিক ও ছয় মাস ইন্টার্নি) মেয়াদী বি.এস.সি. ভেট. সায়েন্ড এন্ড এ.এইচ. ডিগ্রী দেওয়া হয়ে থাকে শেকৃবিতে।
#Departments:We have total 10 Dept. So, make sure that you can go out through all these departmentss for taking higher study.
1. Department of Anatomy, Histology & Physiology
2. Department of Animal Nutrition, Genetics & Breeding
3. Department of Animal Production & Management
4. Department of Dairy Science
5. Department Of Microbiology & Parasitology
6. Department of Medicine & Public Health
7. Department of Poultry Science
8. Department of Pathology
9. Department of Pharmacology & Toxicology
10. Department of Surgery & Theriogenology

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.