BUTex এ গ্রাজুয়েশন
0
August 20, 2019
আমাদের দেশের চাকরির বাজারে বর্তমানে যে কয়টি বিষয়ের গ্রাজুয়েটদের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে তার মধ্যে অন্যতম শীর্ষে অবস্থান করছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং।দেশে টেক্সটাইল শিল্পের দ্রুত বিকাশ ঘটে চলেছে। বিশ্বমানের টেক্সটাইল শিল্পের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের এ শিল্পও দ্রুত অগ্রসরমান। যার ফলে এই শিল্পে প্রয়োজন হচ্ছে দক্ষ প্রযুক্তিজ্ঞানসম্পন্ন টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের।টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের চাহিদা এতটাই বেশি যে, অনেক সময় স্নাতক করার আগেই এ বিষয়ের শিক্ষার্থীদের চাকরি হয়ে যায়।
আমাদের দেশে ৫টি ইঞ্জিনিয়ারিং ভার্সিটির মধ্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়(BUTEX) অন্যতম।এটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-এর জন্যে উপমহাদেশে প্রথম বিশ্ববিদ্যালয়।
বুটেক্সে বর্তমানে ১০ টি বিষয়ে B.Sc in Textile Engineering ডিগ্রী।
১। ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং(YE)
২। ফেব্রিক ইঞ্জিনিয়ারিং(FE)
৩। ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং(WPE)
৪। অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং(AE)
৫। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট(TEM)
৬। টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন(TFD)
৭। ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং(IPE)
৮। টেক্সটাইল মেশিনারী ডিজাইন এন্ড মেইন্টেন্যান্স(TMDM)
৯। ডাইস এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং(DCE)
১০।এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(ESE)
বাংলাদেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে শুধু তৈরি পোশাক খাত থেকে। বুটেক্স শুধুমাত্র “মেড ইন বাংলাদেশ” ট্যাগলাইনের পথিকৃৎ না। RMG সেক্টর ছাড়াও স্পিনিং(তুলা/ ফাইবার থেকে সুতা), নিটিং ও উইভিং(সুতা থেকে ফেব্রিক), ডায়িং(সুতা বা কাপড়ে রঙ) সহ অনেক সেক্টরে বুটেক্সের অবদান অপরিসীম।
মিলিটারি গ্রেড স্পেসস্যুট, ফায়ার এন্ড ওয়াটারপ্রুফ ফেব্রিক, ফাইবার রিসার্চ(কার্বন ও ন্যানো ফাইবার) ক্ষেত্রসমূহেও টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ব্যাপক দাপট।
সব জব বিবেচনায় বুটেক্সের স্টুডেন্টদের জব সেক্টর তিন ভাগে ভাগ করা যায়।
১। প্রোডাকশন
ফাইবার থেকে পরিধানযোগ্য কাপড় বা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর সবকিছু এই ধরনের জবের মধ্যে পড়ে। এই সেক্টরের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্পিনিং, নিটিং, উইভিং, ডায়িং, প্ল্যানিং, R & D, গার্মেন্টস প্রোডাকশন, প্রিন্টিং, ওয়াশিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, হিউম্যান রিসোর্স ইত্যাদি।
বুটেক্সিয়ানদের পছন্দের তালিকায় সবচেয়ে প্রিয় এই সেক্টর।
২। মার্কেটিং এন্ড মার্চেন্ডাইজিং
সব ধরনের টেক্সটাইল(ফাইবার, সুতা, ফেব্রিক, ডাইস, অ্যাপারেল) ইত্যাদির বিপণন সংক্রান্ত সকল কিছু এই ক্ষেত্রের অন্তর্গত। টেক্সটাইলের কোয়ালিটি টেস্টিং, মার্চেন্ডাইজিং এই সেক্টরের অন্যতম আকর্ষণ।
বর্তমানে আমাদের দেশে এই সেক্টরের চাকরী ইঞ্জিনিয়ারদের খুবই পছন্দের একটি জায়গা। আর সেখানেও আধিপত্য বুটেক্সের।
৩।অন্যান্য জব
~বুটেক্সে শিক্ষকতা
~বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউট
~বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন
~বাংলাদেশ পাটকল করপোরেশন
~বস্ত্র পরিদপ্তর
~পাট অধিদপ্তর
~বাংলাদেশ তাঁত বোর্ড
~বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন
~বিভিন্ন ব্যাংক (অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, টেক্সটাইল)
~জুট ডাইভারসিফিকেশন এন্ড প্রমোশন সেন্টার
~তুলা উন্নয়ন বোর্ড
~কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর
~অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়
~বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড
~সরকারি টেক্সটাইল কলেজ ইত্যাদি।
পরিশেষে, যারা বুটেক্সে পড়ার স্বপ্ন নিজের মধ্যে লালন করছো তাদের জন্যে শুভ কামনা রইলো।🙂
Mahbub Alam Riaz
Textile Engineering Management
45th Batch
Tags